ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

ভারতের ক্রিকেটার শেফালিকে উঠতে দেয়া হল না বিমানে!

প্রকাশিত: ১৪:০১, ১৩ আগস্ট ২০২৩; আপডেট: ১৬:১৩, ১৩ আগস্ট ২০২৩

ভারতের ক্রিকেটার শেফালিকে উঠতে দেয়া হল না বিমানে!

ভারতের মহিলা ক্রিকেটার শেফালি বর্মা।

বিমান ছাড়ার ২৫ মিনিট আগে বিমানবন্দরে পৌঁছালেও  ভারতের মহিলা ক্রিকেটার শেফালি বর্মাকে বিমানে উঠতে দেয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। 

ভারতীয় সংবাদমাধ্য আনন্দবাজারের প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে। 

সমাজমাধ্যমে নিজের ক্ষোভের কথা জানিয়েছেন শেফালি। তিনি লিখেছেন, দিল্লি থেকে বারাণসী যাচ্ছিলাম। বিমান ছাড়ার ২৫ মিনিট আগে বিমানবন্দরে পৌঁছেছিলাম। অনেক অনুরোধ করেছিলাম। কিন্তু তার পরেও আমাকে বিমানে উঠতে দেয়া হয়নি। কর্মীরাও খারাপ ব্যবহার করেছিলেন। ইন্ডিগোর অভিজ্ঞতা ভাল নয়।

শেফালি এ কথা জানানোর পরে সমাজমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। কারও মতে, বিমান ধরতে যাওয়ার জন্য বিমানবন্দরে যত ক্ষণ আগে পৌঁছনো দরকার তার থেকে দেরিতে পৌঁছেছিলেন শেফালি। তত ক্ষণে যাত্রীরা বিমানে উঠতে শুরু করে দেন। শেফালির জন্য বিমান ছাড়তে দেরি হলে অন্য যাত্রীরা অভিযোগ করতে পারতেন। 

বিমান সংস্থা নিয়ম মেনেই তাকে উঠতে দেয়নি। আবার অন্য একটি অংশের মতে, শেফালিকে অন্যায় ভাবে উঠতে দেয়া হয়নি। তিনি যখন বিমানবন্দরে পৌঁছেছিলেন তখন চাইলেই তাকে বিমানে ওঠার অনুমতি দেয়া যেত। বিমান সংস্থার বিরুদ্ধে অভিযোগ করেছেন তারা।

এই বিষয়ে অবশ্য ইন্ডিগোর তরফে এখনও কিছু জানানো হয়নি। শেফালি বিমান সংস্থার বিরুদ্ধে কোনও লিখিত অভিযোগ করেছেন কি না, তা-ও জানা যায়নি।

এমএম

×