ঢাকা, বাংলাদেশ   শনিবার ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

সোনারগাঁয়ে আ.লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

শাহ জালাল, সোনারগাঁও সংবাদদাতা, নারায়ণগঞ্জ ||

প্রকাশিত: ২২:৩৩, ৯ মে ২০২৫; আপডেট: ২২:৩৪, ৯ মে ২০২৫

সোনারগাঁয়ে আ.লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী আন্দোলনের স্থানীয় নেতাকর্মীরা।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় সোনারগাঁয়ের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে জাতীয় নাগরিক কমিটি (এনসিপি) ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এ সময় মহাসড়কের উভয় পাশে প্রায় দুই কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়।

খবর পেয়ে কাঁচপুর হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

কাঁচপুর হাইওয়ে থানার ওসি কাজী ওয়াহিদ মুর্শেদ বলেন, “বৈষম্য বিরোধী আন্দোলনের স্থানীয় সমন্বয়ক অনিক ও জাহিদুল হকের নেতৃত্বে মহাসড়ক অবরোধ করা হয়েছিল। আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।”

বিক্ষোভকারীরা সেসময় “ব্যান ব্যান আওয়ামী লীগ”, “একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জবাই কর” ও “ক্ষমতা না, জনতা জনতা” ইত্যাদি স্লোগান দেয়।

সমাবেশে অনিক বলেন, “আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত আমরা পড়ার টেবিলে ফিরবো না। দলটির দোসরদের বিচারের আওতায় আনা না হলে আমরা আরও কঠোর কর্মসূচি দেবো।”

নুসরাত

×