ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আম্পায়ারদের প্রশিক্ষণ দেবে বিসিবি

প্রকাশিত: ২১:৩৬, ৩ জুন ২০২৩

আম্পায়ারদের প্রশিক্ষণ দেবে বিসিবি

প্রতীকী ছবি।

মানসম্মত আম্পায়ার তৈরীর উদ্যোগের কথা গত এপ্রিলেই জানিয়েছিলেন আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠু। তারই প্রেক্ষিতে এবার নতুন আম্পায়ারের খোঁজে বিজ্ঞপ্তি দিলো বিসিবি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৩ থেকে ২৭ জুলাই পর্যন্ত পাঁচদিন দিনব্যাপী মিরপুর শেরে-ই-বাংলা স্টেডিয়ামে চলবে প্রশিক্ষণ এ কর্মশালা। এজন্য ১৫ জুনের মধ্যে আগ্রহী প্রার্থীদের আবেদন করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বয়স ৩৫-এর কম ও এইচএসসি পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে লিস্ট-এ ক্রিকেটার ও জেলা ক্রিকেটের প্রতিনিধিদের এ ব্যাপারে ছাড় দেয়া হবে। আবেদনের বিস্তারিত তথ্য বিসিবির ওয়েবসাইটে পাওয়া যাবে।

 

এমএম

সম্পর্কিত বিষয়:

×