ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কোয়ার্টার ফাইনাল নিশ্চিতে ক্রোয়েশিয়া-জাপানের লড়াই শুরু

প্রকাশিত: ২১:৩৮, ৫ ডিসেম্বর ২০২২; আপডেট: ২১:৫৩, ৫ ডিসেম্বর ২০২২

কোয়ার্টার ফাইনাল নিশ্চিতে ক্রোয়েশিয়া-জাপানের লড়াই শুরু

ক্রোয়েশিয়া-জাপান মুখোমুখি

কোয়ার্টার ফাইনাল নিশ্চিতে মাঠে নেমেছে  ক্রোয়েশিয়া-জাপান। 

সোমবার বাংলাদেশ সময় রাত ৯টায় কাতারের আল জানুব স্টেডিয়ামে নির্ধারিত সূচি হিসেবে দ্বিতীয় রাউন্ডে মুখোমুখি হয়েছে এশিয়ার অন্যতম প্রতিনিধি জাপান এবং ইউরোপের ক্রোয়েশিয়া। 

কেমন হবে আজকের এই ম্যাচটি? নকআউট যেহেতু, ক্রোয়েশিয়া মরণপণ চেষ্টা করবে জাপানকে গতিতে পেছনে ফেলতে। অন্যদিকে জাপান গ্রুপ পর্বে যেভাবে খেলেছে, তাতে তাদেরকে পেছনে রাখার কোনো সুযোগনেই।

দেখে নিন দুই দলের একাদশ-

জাপান একাদশ

সুইচি গোন্ডা, মায়া ইয়োশিদা, সোগো তানিগুচি, তাকেহিরো তোমিয়াসু, হিদেমাসা মোরিতা, ওয়াতারু এন্ডো, ইয়োতো নাগাতোমো, জুনিয়া ইতো, দাইজেন মায়েদা, দাইচি কামাদা, রিতসু দোয়ান।

কোচ: হাজিমে মোরিয়াসু।

ক্রোয়েশিয়া একাদশ

ডোমিনিক লিভাকোভিচ, জসকো জিভার্ডিওল, ডেজান লোভরেন, বোরনা বারিসিচ, জোসিপ জুরানোভিচ, মার্সেলো ব্রোজোভিচ, মাতেও কোভাসিচ, লুকা মদরিচ, ব্রুনো পেটকোভিচ, ইভান পেরিসিচ, আন্দ্রে ক্রামারিক।

কোচ: জ্লাতকো দালিচ

এমএম

সম্পর্কিত বিষয়:

×