ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

আবার ‘গোল্ডেন ডাক’ সাকিব

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ০১:৫৫, ২৪ সেপ্টেম্বর ২০২২

আবার ‘গোল্ডেন ডাক’ সাকিব

.

বাংলাদেশ টি২০ দল এখন আরব আমিরাতে। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে তারা খেলবে ২ ম্যাচের টি২০ সিরিজ। এই সিরিজে অনুপস্থিত নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। বাঁহাতি এই অলরাউন্ডার এখন ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগ (সিপিএল) খেলছেন। টানা দুদিন ম্যাচও খেলেছেন তিনি বিপর্যস্ত দলটির হয়ে। তবে আহামরি কোন পারফর্মেন্স দেখাতে পারেননি ব্যাটে-বলে। উভয় ম্যাচে ব্যাট হাতে চারে নেমে ‘গোল্ডেন ডাক’ দেখেছেন সাকিব। তবে দুই ম্যাচেই জিতেছে তার দল গায়ানা এ্যামাজন ওয়ারিয়র্স। সাকিব দলটিতে যোগ দেয়ার আগে ৬ ম্যাচে মাত্র ১ জয় পেলেও এ বাঁহাতি অলরাউন্ডারের খেলা দুই ম্যাচেই জিতেছে। বাংলাদেশ সময় অনুসারে শুক্রবার ভোরে প্রভিডেন্সে অনুষ্ঠিত ম্যাচে গায়ানা ৬ উইকেটে হারিয়েছে সেন্ট লুসিয়া কিংসকে। সেন্ট লুসিয়ার ৫ উইকেটে করা ১৯৪ রানে গায়ানার সেরা বোলিং ২ উইকেট শিকারি সাকিবের। কিন্তু গায়ানা ১৯.২ ওভারে ৪ উইকেটে ১৯৫ রান করলেও আগের ম্যাচের মতোই সাকিব প্রথম বলেই আউট হয়ে যান।
সাকিব মানেই যেন রেকর্ড। এবার সিপিএলের শুরু থেকে তিনি গায়ানার হয়ে মাঠে নামতে পারেননি। এই সময়ে দলটির অবস্থান হয়েছে তলানিতে। ৬ ম্যাচে মাত্র ১ জয়ে ২ পয়েন্ট নিয়ে সবার নিচে থাকা গায়ানা ঘুরে দাঁড়ায় আগের ম্যাচে। নিজেদের সপ্তম ম্যাচে সাকিবকে পেয়ে জয়ের ধারায় ফেরে তারা। ১২ রানে পরাস্ত করে জ্যামাইকা তালাওয়াহসকে। কিন্তু ব্যাট হাতে চার নম্বরে নেমে প্রথম বলেই সাজঘরে ফেরেন সাকিব শূন্য রানে। সেই গোল্ডেন ডাকের পরেও বল হাতে ইনিংসের দ্বিতীয় ওভার থেকে আক্রমণ শুরু করা সাকিব শেষ পর্যন্ত ৪ ওভারে ৩০ রান খরচায় নেন ১ উইকেট। এতে করে তার স্বীকৃত ক্রিকেটে ১১০০ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করেন। বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাকের পর দ্বিতীয় বাংলাদেশী হিসেবে এই কৃতিত্ব দেখান সাকিব। রাজ্জাকের স্বীকৃত ক্রিকেটে উইকেট সংখ্যা ১১৪৫টি। সেই সংখ্যাটাকে সাকিব আরও বাড়িয়ে নিয়েছেন শুক্রবার। চলতি সিপিএলে তার দ্বিতীয় ম্যাচে বোলিংয়ে ৪ ওভারে ৩৩ রান দিয়ে নেন ২ উইকেট। গায়ানার পক্ষে সফলতম বোলার তিনিই। এডাম হোস ও ডেভিড ভিসের উইকেট নিয়েছেন তিনি। ৫ উইকেটে ১৯৪ রানের বড় সংগ্রহ পায় সেন্ট লুসিয়া। দক্ষিণ আফ্রিকার ওপেনার ফাফ ডু প্লেসিস ৫৯ বলে ১০ চার, ৬ ছক্কায় ১০৩ রান করেন। জবাবে ৪ বল হাতে রেখেই ৪ উইকেটে ১৯৫ রান তুলে জয় ছিনিয়ে নেয় গায়ানা। আফগানিস্তানের ওপেনার রহমানুল্লাহ গুরবাজ ২৬ বলে ৭ চার, ২ ছয়ে ৫২ এবং ওয়ানডাউনে নেমে শাই হোপ ৩০ বলে ২ চার, ৫ ছক্কায় অপরাজিত ৫৯ রান করলেও সাকিব আবার গোল্ডেন ডাকের শিকার হন। এবারও চারে নেমে তিনি প্রথম বলেই বোল্ড হন। তবে এখন টানা ২ জয়ে ৮ ম্যাচে সব মিলিয়ে ৩ জয় তুলে নিয়েছে গায়ানা। ৭ পয়েন্ট নিয়ে এক ধাপ ওপরেও উঠেছে।

×