ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

কানাডা থেকে সেরেনার অশ্রুসিক্ত বিদায়

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ০০:৫৬, ১২ আগস্ট ২০২২

কানাডা থেকে সেরেনার অশ্রুসিক্ত বিদায়

সেরেনা উইলিয়ামস

ক্যারিয়ারের গোধূলী লগ্নে সেরেনা উইলিয়ামসদুদিন আগেই টেনিসকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন আমেরিকান টেনিসের এই জীবন্ত কিংবদন্তিফলে চলতি মৌসুমের শেষেই বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টানবেন তিনিতার আগেই চোখের জলে ভাসলেন সেরেনা উইলিয়ামসকানাডা ওপেন থেকে বিদায় নেয়ার পর আবেগ চেপে রাখতে পারেননি ২৩টি গ্র্যান্ডস্লামের মালিক

বৃহস্পতিবার কানাডা ওপেনের দ্বিতীয় পর্বে বেলিন্ডা বেনচিচের মুখোমুখি হয়েছিলেন সেরেনা উইলিয়ামসভক্ত-অনুরাগীদের প্রত্যাশা ছিল জয় নিয়েই হয়তো কোর্ট ছাড়বেন তাদের প্রিয় তারকাকিন্তু সেই স্বপ্ন ভেঙ্গে চুরমার করে দিয়েছেন সুইজারল্যান্ডের বেলিন্ডা বেনচিচটোকিও অলিম্পিকের স্বর্ণপদকজয়ী তারকা এদিন ৬-২ এবং ৬-৪ গেমে পরাজিত করেন বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক নাম্বার ওয়ান সেরেনা উইলিয়ামসকে

যার ফলে কানাডা ওপেনের দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নিলেন উইলিয়ামস পরিবারের ছোট মেয়েপ্রকৃতপক্ষে এদিন ম্যাচের শুরু থেকেই সেরেনাকে কোণঠাসা করে ফেলেছিলেন ২৫ বছরের প্রতিপক্ষ বেনচিচকোর্টেই হতাশা প্রকাশ করতে দেখা যায় ৪০ বছরের টেনিস তারকাকেএকটা সময় কোর্টের মধ্যেই বসে পড়েন সেরেনাম্যাচ শেষে কান্নায় ভেঙ্গে পড়েন তিনি

নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে সেরেনা উইলিয়ামস বলেন, ‘কানাডা ওপেনে খেলতে ভালবাসিতাই আবেগতাড়িত হয়ে পড়েছিভেবেছিলাম ভাল ফলাফল হবেকিন্তু বেনচিচ দুর্দান্ত খেলেছেবিদায় বেলায় কী বলতে হয় আমি জানি নাঠিকমতো বিদায় জানাতেও পারি নাকিন্তু বাই বাই টরন্টোবেনচিচের কাছে হারের পর কানাডিয়ান ওপেনের দর্শকদের শেষবারের মতো বিদায় জানান সেরেনাএরপর সিনসিনাত্তি মাস্টার্সে খেলবেন তিনি

বছরের শেষ গ্র্যান্ডস্লাম ইউএস ওপেন খেলেই টেনিস ক্যারিয়ারের সমাপ্তি ঘোষণা করবেন মেয়েদের টেনিসের এই জীবন্ত কিংবদন্তিআগামী ২৯ আগস্ট থেকে শুরু হবে মৌসুমের শেষ মেজর টুর্নামেন্টযেখানে ছয়বার শিরোপা উঁচিয়ে ধরেন সেরেনাশুধু তাই নয়? জীবনের প্রথম এই গ্র্যান্ডস্লাম টুর্নামেন্টেই চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছিলেন আগামী মাসেই ৪১ বছরে পা দিতে যাওয়া এই তারকা১৯৯৯ সালে তখন তার বয়স ছিল মাত্র ১৭

সেরেনার মতো কিংবদন্তিকে হারিয়ে অভিভূত বেলিন্ডা বেনচিচ, ‘সত্যিই আমি অভিভূততার সঙ্গে আবারও কোর্টে থাকাটা নিশ্চিতভাবেই আমার জন্য স্পেশালশেষ ষোলোর ম্যাচে আজ আবারও কোর্টে নামবেন সুইস তারকাযেখানে তার প্রতিপক্ষ স্পেনের গারবিন মুগুরুজাযিনি কাইয়া কানেপিকে হারিয়ে শেষ ষোলোর টিকেট নিশ্চিত করেনএস্তোনিয়ার কানেপি তার প্রথম ম্যাচে নাওমি ওসাকার মুখোমুখি হয়েছিলেন

পিঠের ইনজুরির কারণে টরন্টো মাস্টার্সের প্রথম ম্যাচ থেকেই নাম প্রত্যাহার করে নিতে বাধ্য হয়েছিলেন চারবারের গ্র্যান্ডস্লামজয়ী ওসাকাগত এপ্রিলে মিয়ামির ফাইনালে বিশ্বের এক নম্বর তারকা ইগা সুইয়াটেকের বিপক্ষে হারের পর এখন পর্যন্ত ৬টি ম্যাচ খেলেছেন তিনিযার মধ্যে ওসাকা জিতেছেন মাত্র দুটিতেএর আগে ইউএস ওপেনে পাচ বছর আগে একবার দেখা হয়েছিল কানেপি ও ওসাকারওই ম্যাচটিতে জয়ী হয়েছিলেন ৩৭ বছর বয়সী কানেপি

বেনচিচ-মুগুরুজা ছাড়াও টরন্টো মাস্টার্সের শেষ ষোলোতে জায়গা করে নিয়েছেন কানাডিয়ান তরুণ বিয়াঙ্কা আন্দ্রেস্কু, বর্তমান বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষ তারকা ইগা সুইয়াটেক, গ্রীসের মারিয়া সাক্কারি, চেক প্রজাতন্ত্রের ক্যারোলিনা পিসকোভা এবং ব্রাজিলের বিয়াত্রিজ হাদ্দাদ মাইয়ার মতো তারকারাদ্বিতীয় পর্বে ইউএস ওপেনের সাবেক চ্যাম্পিয়ন আন্দ্রেস্কু ৬-৩, ৪-৬ এবং ৬-৩ ব্যবধানে হারান ফরাসী তারকা এ্যালিজ কোর্নেটকেআর নাম্বার ওয়ান তারকা ইগা সুইয়াটেক ৬-১এবং ৬-২ ব্যবধানে রীতিমতো উড়িয়েই দিয়েছেন অস্ট্রেলিয়ার এ্যাজলা টোমলজানোভিচকে

×