ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্র থেকে আজ ফেরার কথা

সাকিব ফিরলেই চূড়ান্ত হবে এশিয়া কাপের দল

মোঃ মামুন রশীদ

প্রকাশিত: ০০:৪৮, ১২ আগস্ট ২০২২

সাকিব ফিরলেই চূড়ান্ত হবে এশিয়া কাপের দল

সাকিব আল হাসান

এশিয়া কাপে টি২০ দল কেমন হবে বাংলাদেশের? নানা কারণে দল ঘোষণা করতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)ইনজুরি সমস্যার সঙ্গে অন্যতম কারণ নতুন অধিনায়ক নির্বাচন করতে না পারাআবারও টি২০ অধিনায়ক হিসেবে সাকিব আল হাসানের নাম জোরেশোরে শোনা গেলেও এখন বিকল্প ভাবতে হচ্ছে বিসিবিকেকারণ সাকিব একটি বেটিং প্রতিষ্ঠানের নিউজ পোর্টালের শুভেচ্ছা দূত হনসেই চুক্তি বাতিল না করলে বিসিবি এমনকি কোন দলেই খেলাবে না সাকিবকে

সেজন্য সাকিব চুক্তি বাতিলের সিদ্ধান্তও চিঠি পাঠিয়ে জানিয়েছেন বিসিবিকেতবে সাকিব আজ রাতে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পর তার সঙ্গে বসেই এশিয়া কাপের দল ও অধিনায়ক নির্বাচনের সিদ্ধান্ত নিতে চায়সেক্ষেত্রে শনিবারের আগে দল ঘোষণা সম্ভব হবে না বিসিবিরবিসিবি চাচ্ছে একজন নিয়মিত ক্রিকেটারকে লম্বা সময়ের জন্য অধিনায়ক করতেএমনটাই বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন বৃহস্পতিবারসাকিব ইস্যুতে জল ঘোলা হওয়ার পর তাকেই অধিনায়ক করা হবে কিনা তা নিয়ে আছে সংশয়তবে নতুন অধিনায়ক করার ক্ষেত্রে বিসিবির যে পরিকল্পনা তাতে তালিকায় মাহমুদুল্লাহ রিয়াদ থাকলেও আর বিকল্প একেবারেই কম

অধিনায়ক নির্ধারণ ও দল ঘোষণা বাকিঅধিনায়ক হওয়ার দৌড়ে সাকিব ছাড়াও মাহমুদুল্লাহকে নেতৃত্বে বহাল রাখার চিন্তা রয়েছেলিটন কুমার দাস ও নুরুল হাসান সোহান ইনজুরির কারণে খেলতে পারবেন না এশিয়া কাপএছাড়া মোসাদ্দেক হোসেন সৈকতকে চিন্তায় রাখলেও টি২০তে নির্ভরযোগত্যা প্রমাণ করে নিয়মিত হতে পারেননিএই ফরমেটে সবচেয়ে নিয়মিত আফিফ হোসেন ধ্রুব! উপায়ান্তর না থাকলে তাকেই কি অধিনায়ক করবে বিসিবি? সবকিছু জানা যাবে আজ কিংবা কাল দল ঘোষণার পর

বিসিবি সভাপতি পাপন এ নিয়ে বৃহস্পতিবার বলেন, ‘আমরা এখন ছোট ছোট করে না দীর্ঘ মেয়াদে অধিনায়কত্ব দিতে চাচ্ছিসামনে বিশ্বকাপ আছে, দেখি আমাদের টিম কম্বিনেশন কি হয়মনে করলাম একটা ছেলেকে দেব, ও যদি স্কোয়াডেই না থাকে, এটা শুধু সাকিব না...তাহলে ওকে দিয়ে লাভ হলো কি অধিনায়কত্বটা? আমরা এখন দলটা ঠিক করব, সেটার জন্য আমরা একটা দিন সময় নিচ্ছিআজকে না করে আগামীকাল দলটা জানিয়ে দেয়া হবেএখন সাকিব রাজি হয়েছেন বেটউইনারের সঙ্গে চুক্তি বাতিল করতে, এমনকি সোশ্যাল মিডিয়াতে ওই সংক্রান্ত দেয়া সব পোস্টও সরিয়ে নেয়ার অঙ্গীকার করেছেন

অধিনায়ক হিসেবে সবচেয়ে সেরা বিকল্প ৩৫ বছর বয়সী সাকিবতবে এই ইস্যুর পর তাকে অধিনায়ক করবে কিনা বিসিবি সেটাই এখন বড় আলোচ্য বিষয়কারণ সাকিবের চিঠি পাওয়ার পরে পাপন বলেছেন, ‘সাকিবের চিঠি পাওয়ার পর অনেকেই বলেছেন, আজই (বৃহস্পতিবার) এশিয়া কাপের দল ঘোষণা করে দিতেকিন্তু আমি রাজি হইনিসাকিব ১২ তারিখ (আজ) রাতে দেশে ফিরবে১৩ তারিখ সকালে আমি ওর সঙ্গে বসবসব জেনেশুনে ও কেন এমন একটা কাজ করল, এর ব্যাখ্যা অবশ্যই ওকে দিতে হবেএরপর যা সিদ্ধান্ত নেয়ার নেব

জিম্বাবুইয়ে সফরকে ঘিরে টি২০ দল নিয়ে নতুন করে সমস্যার তৈরি হয়েছেকারণ এই সফরে টি২০ সিরিজের জন্য সিনিয়র কাউকে দলে রাখেনি বিসিবিএমনকি সবচেয়ে বেশি ৪৩ টি২০ ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দেয়া মাহমুদুল্লাহকেও টানা ব্যর্থতার জন্য বিশ্রাম দেয়া হয়েছেতামিম ইকবাল অবসরে গেছেন, সাকিব আগেই ছুটি নিয়েছেনসে কারণে নতুন করে একটি দল গড়ার চ্যালেঞ্জ নিয়ে বিসিবি মুশফিকুর রহিমকেও বিশ্রাম দিয়েছেসোহানকে অধিনায়ক করে নতুন চেহারারদল নিয়ে তেমন সুবিধা হয়নি

জিম্বাবুইয়ে এই প্রথম বাংলাদেশকে টি২০ সিরিজে হারিয়ে দিয়েছে ২-১ ব্যবধানেদুই ম্যাচে নেতৃত্ব দিয়ে ইনজুরিতে পড়ে এখন আসন্ন এশিয়া কাপও খেলতে পারবেন না সোহানতবে ২ ম্যাচে তার নেতৃত্ব এবং ব্যাট হাতে পারফর্মেন্স সবারই নজর কেড়েছেতৃতীয় টি২০ ম্যাচে মোসাদ্দেক অধিনায়কত্ব করেছেনবিশ্রাম থেকে সেই ম্যাচে দলে মাহমুদুল্লাহকে ফেরানো হলেও তাকে নেতৃত্ব দেয়া হয়নিগুঞ্জন শোনা যায়, লিটন নেতৃত্বের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেনসেই লিটন ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেই ইনজুরিতে পড়ে ছিটকে গেছেন এশিয়া কাপ থেকেওঅথচ কিছুদিন আগে বিসিবি জানায় অধিনায়ক হিসেবে তাদের সম্ভাব্য তালিকায় সাকিব, সোহান, মাহমুদুল্লাহ আছেন

এমনকি লিটনও ছিলেন, কিন্তু তিনি নাকচ করেছেন নেতৃত্ব নেয়ার বিষয়টিসেটা বাতিল করলেও এখন পরবর্তী অধিনায়ক নির্বাচনে বিসিবির ভাবনা জানিয়েছেন পাপন, ‘কোন চাপ নেইআমি আগেও বলেছি রিয়াদ ইতোমধ্যে তালিকায় আছেআমরা সোহানকে নিলাম, লিটন দাস এ নামগুলোও তো আছেদুর্ভাগ্যজনকভাবে এরা যদি নাও থাকে আপনারা দেখেন আমরা মোসাদ্দেককে করি নাই একটা ম্যাচে? আমরা এগুলো নিয়ে চিন্তিতই নাআপনার মনটা পরিষ্কার থাকতে হবে, চাপে পড়ে সিদ্ধান্ত নেয়ার কিছু নাই

কিন্তু মোসাদ্দেক অনিয়মিত একমাত্র নিয়মিত আফিফ ২০১৮ সালের ১৫ ফেব্রুয়ারি অভিষেক হওয়ার পর থেকে এ বাঁহাতি অলরাউন্ডার ৪৭টি২০ খেলে বেশ অভিজ্ঞতা অর্জন করেছেন মাত্র ২২ বছর বয়সেইএই সময়ে বাংলাদেশ ৬২টি২০ খেলেছে, মাত্র ১৫টি খেলা হয়নি আফিফেরআর সাকিব বেটউইনারের সঙ্গে চুক্তির ইস্যুতে বিসিবির কঠোর অবস্থানের পর নেতৃত্ব না নিয়ে শুধু খেলতে চেয়েছিলেনকিন্তু সেটাতে বিসিবি রাজি না হওয়ায় শেষ পর্যন্ত চুক্তি বাতিল করেছেন তিনিতাহলে এখন অধিনায়ক কে হবেন? হয়তো আগামীকাল পর্যন্তই অপেক্ষাটা দীর্ঘায়িত হবে

×