ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

ফেরিতে ক্রিকেটারদের অসুস্থ হওয়া নিয়ে যা বলছে বিসিবি

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ০০:২৬, ৬ জুলাই ২০২২

ফেরিতে ক্রিকেটারদের অসুস্থ হওয়া নিয়ে যা বলছে বিসিবি

সিইও নিজাম উদ্দিন চৌধুরী

ওয়েস্ট ইন্ডিজ সফরে সেন্ট লুসিয়া থেকে সমুদ্র পথে ফেরিতে করে ক্রিকেটারদের ডমিনিকা যাত্রা নিয়ে আলোচনা-সমালোচনা কম হয়নিবাংলাদেশ দলের ক্রিকেটারদের জন্য এমন যাত্রা এবারই প্রথমকয়েকজন কিছুটা অসুস্থও হয়ে পড়েন

তবে যেভাবে সংবাদ মাধ্যমে নেতিবাচকভাবে প্রচার হয়েছে তাতে অবাক হয়েছে বিসিবি (বাংলাদেশ ক্রিকেট বোর্ড)মঙ্গলবার মিরপুরে সংবাদ মাধ্যমের সাথে আলাপে বিসিবি প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে মনে করি বিষয়টা যেভাবে এসেছে আসলে ওরকম ছিল নাআমাদের সাথে যখন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড যোগাযোগ করে আমরা কিন্তু সাথে সাথেই আমাদের উদ্বেগ জানিয়েছিলামআমাদের দলের এই ধরনের ভ্রমণের অভিজ্ঞতা নেইএটা আমরা জানিয়েছিলাম

নিজাম উদ্দীন জানিয়েছেন, সফরের আগে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের সাথে যথাযথভাবে যোগাযোগের মাধ্যমেই বিষয়গুলো চূড়ান্ত হয়েছেশুধু বাংলাদেশ দল নয়, স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার, ধারাভাষ্যকার ছাড়াও সিরিজের সাথে সংশ্লিষ্ট বেশিরভাগই ফেরিতে চড়ে আটলান্টিক পাড়ি দেন,‘ ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড জানায়- ওই পরিস্থিতিতে অনেক ফ্লাইট বন্ধ হয়ে যায়, বিভিন্ন এয়ারলাইন্সের বিমান চলাচল সীমাবদ্ধ, খুব ছোট ছোট বিমান এখানে যাতায়াত করেতারা ফেরি সার্ভিসে ব্যবস্থা করে, যা ছোট ক্রুজ শিপের মতো

এটা নিয়মিত চলাচল করে এবং বাংলাদেশ দল, ওয়েস্ট ইন্ডিজ দল, আইসিসির অফিসিয়াল, টিভি ক্রু ও ধারাভাষ্যকাররা একইসাথে ছিলেনযখন আমাদের দল কোনো দেশে যাবে, যাবতীয় সব দায়িত্ব ঐ বোর্ডেরই

শুধু বাংলাদেশের দলের খেলোয়াড়রাই অসুস্থ হয়েছেন তা নয়বাজে আবহাওয়ার কারণে ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়দেরও একইরকম অবস্থা হয়েছেকিন্তু আমাদের খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের এই অভিজ্ঞতা নেই তাই তাদের প্রতিক্রিয়া বেশি ছিল, এটাই স্বাভাবিকএটাই আমাদের গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে এসেছে

×