
মার্টিনেজের সঙ্গে লিওনেল মেসি
ভাবা যায়! লিওনেল মেসির চেয়ে লাউটারো মার্টিনেজ দামী! হ্যাঁ বিস্ময়কর এমন তথ্যই এসেছে। বর্তমান আর্জেন্টিনা দলে অধিনায়ক মেসির চেয়ে ইন্টার মিলান স্ট্রাইকার মার্টিনেজের বাজার মূল্যই নাকি বেশি! এমন তথ্যই এসেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে।
আর্জেন্টিনা তো বটেই, ইতিহাসেরই অন্যতম সেরা ফুটবলার মেসি। দেড় দশকের বেশি সময় ধরে পায়ের জাদুতে ফুটবল বিশ্বকে বিমোহিত করে রেখেছেন পিএসজিতে খেলা এই স্ট্রাইকার। তবে সবকিছুরই যেমন শেষ থাকে, তেমনি ক্যারিয়ারের অন্তিম পর্যায়ে পৌঁছে গেছেন খুদে জাদুকর। যার প্রভাব পড়েছে তার দলবদলের বাজারেও। যে কারণে মেসিকে টপকে এখন আর্জেন্টিনার সবচেয়ে দামী ফুটবলার ২৪ বছর বয়সী মার্টিনেজ।
ফুটবলের দলবদলভিত্তিক ওয়েবসাইট ট্রান্সফারমার্কেটের প্রতিবেদন অনুযায়ী, বর্তমান দলবদলের বাজারে ইন্টার মিলানের আর্জেন্টাইন তারকা মার্টিনেজের বাজার মূল্য ৬৭.৫০ মিলিয়ন পাউন্ড। যা লিওনেল মেসির চেয়ে দেড়গুণ বেশি। বর্তমান বাজারে মেসির মূল্য ৪৫ মিলিয়ন পাউন্ড বলে জানিয়েছে ট্রান্সফারমার্কেট।
এছাড়া দলের তারকা ডিফেন্ডার ও বর্তমানে টটেনহ্যাম হটস্পারে খেলা ক্রিশ্চিয়ান রোমেরো ৪৩.২০ মিলিয়ন পাউন্ড ও এ্যাটলেটিকো মাদ্রিদের দুই তারকা অ্যাঞ্জেল কোরেয়া ৪০.৫০ মিলিয়ন পাউন্ড ও রডরিগো ডি পলের বাজার মূল্য ৩৬ মিলিয়ন পাউন্ড। এখন পর্যন্ত আর্জেটিনা জাতীয় দলের হয়ে ৩৮ ম্যাচ খেলে ২০ গোল করেছেন মার্টিনেজ। ইন্টারের জার্সিতে তার গোলসংখ্যা ৭৪টি।
আর্জেন্টিনার বিশ্বকাপ জার্সি ফাঁস ॥ কাতার বিশ্বকাপ ফুটবল শুরু হবে আগামী ২১ নবেম্বর। সময়ের হিসেবে এখনও পাঁচ মাস বাকি। অথচ এরই মধ্যে ফাঁস হয়ে গেছে বিশ্বের অন্যতম সেরা ও দর্শকনন্দিত দল আর্জেন্টিনার বিশ্বকাপ জার্সি। বিশ্বকাপকে সামনে রেখে এখনও কোন দল তাদের জার্সি উন্মোচন করেনি। চলতি মাসে দলগুলো তাদের নতুন ডিজাইনের জার্সি প্রকাশ করবে বলে জানা গেছে। আর আগামী সেপ্টেম্বরের আন্তর্জাতিক ফুটবলের উইন্ডোতে প্রতিটি দল প্রথমবারের মতো গায়ে চড়াবে তাদের নতুন ডিজাইনের বিশ্বকাপের জার্সির।
আর্জেন্টিনার জার্সি প্রকাশিত হওয়ার কথা আগামী ৮ জুলাই। বিশ্ববিখ্যাত ক্রীড়া সরঞ্জামাদি নির্মাতা প্রতিষ্ঠান এ্যাডিডাস আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবে মেসি-মার্টিনেজ-মারিয়াদের জার্সি। কিন্তু এর এক সপ্তাহ আগেই নাকি জার্সি প্রকাশ হয়ে গেছে! সবার আগে জার্সির গোপনীয় ডিজাইন প্রকাশ করা নিয়ে ফুটবল পরিম-লে খ্যাতি আছে ফুটিহেডলাইন্সের। আর্জেন্টিনার বিশ্বকাপ জার্সির ছবি ফাঁস করেছে এই ওয়েবসাইটই। এরপর সেটা চলে গেছে আরও অনেক মিডিয়ার কাছে। আর্জেন্টিনার ২০২২ বিশ্বকাপের জার্সি হবে ২০১৪ বিশ্বকাপের জার্সির আদলে এমন গুঞ্জন ছিল আগে থেকেই। সেই গুঞ্জনই সত্যি হয়েছে।
জার্সিটির ডিজাইন দেখতে অনেকটাই ব্রাজিলে অনুষ্ঠিত বিশ্বকাপের মতো; অন্তত গলার কাটের দিক থেকে। সেই বিশ্বকাপে গলার কাছে কালো বর্ডার দেয়া জার্সি ছিল আর্জেন্টিনার। ২০২২ বিশ্বকাপেও আর্জেন্টিনার জার্সির কাছে গলার কাছে বর্ডার কালো কাপড়ে করা। মিল আছে কলারেও।
তবে সেই জার্সির সঙ্গে এবারের ডিজাইনের বড় পার্থক্যটা হচ্ছে জার্সির মাঝামাঝিতে। সেবার জার্সিতে আকাশী আর সাদার স্ট্রাইপ ছিল ধারাবাহিক। আর এবার জার্সির পেছনের দিকে মাঝামাঝি অবস্থানে আকাশী-সাদার স্ট্রাইপ কিছুটা সরু হয়ে এসেছে।