ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এক ওভারে ৩৫ রান দিয়ে ব্রডের লজ্জার বিশ্ব রেকর্ড

এজবাস্টনে বোলার বুমরাহর ব্যাটিং ঝড়

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ০১:১১, ৩ জুলাই ২০২২

এজবাস্টনে বোলার বুমরাহর ব্যাটিং ঝড়

বুমরাহর

২০০৭ টি২০ বিশ্বকাপভেন্যু ডারবানের কিংসমিডস্টুয়ার্ট ব্রডের এক ওভারে ৬ বলেই ৬টি ছক্কা হাঁকিয়েছিলেন যুবরাজ সিংএবার প্রতিপক্ষ এবং বোলার একজনই, শুধু ভেন্যু, ফরমেট এবং ব্যাটসম্যান আলাদাএজবাস্টন টেস্টে সেই ব্রডর এক ওভারে দিলেন ৩৫ রান! না ৬ ছক্কা নয়, নো-অতিরিক্তসহ ৮ বলে সমাপ্ত ওভারে আরও একটি লজ্জার রেকর্ডে নাম লেখালেন ইংলিশ তারকা পেসারঅনাকাক্সিক্ষতভাবে গড়লেন টেস্ট ইতিহাসের এক ওভারে সর্বোচ্চ রান দেয়ার বিশ্ব রেকর্ডটেস্টে এক ওভারে সবচেয়ে বেশি রান দেয়ার রেকর্ড এতদিন ছিল রবিন পিটারসন, জিমি এ্যান্ডারসন ও জো রুটেরতিন জনই দিয়েছিলেন ২৮ রান করেটেস্টে এক ওভারে ব্যাট থেকে সর্বোচ্চ রান নেয়ার রেকর্ড ছিল যৌথভাবে ব্রায়ান লারা ও জর্জ বেইলিরদুই জনই নিয়েছিলেন ২৮ রান করে

এজবাস্টনে ভারতের বিপক্ষে চলমান টেস্টের দ্বিতীয় দিন ভারতের প্রথম ইনিংসের ৮৪তম ওভারব্রডের ওই ওভারের প্রথম বলে চার হাঁকিয়ে রানের খাতা খোলেন বুমরাহপরের বলটি ওয়াইড, সঙ্গে বাই থেকে ৪ রানএরপর নোবল ছক্কায় ওড়ান রোহিত শর্মার অনুপস্থিতিতে এই ম্যাচে দলকে নেতৃত্ব দেয়া বুমরাহপরের চার বলে টানা তিন চারের পর মারেন ছক্কাওভারের শেষ বলটি থেকে আসে সিঙ্গেলবুমরাহর নৈপুণ্যে বিব্রতকর রেকর্ডটিতে নাম উঠে যায় টেস্ট ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারি পেসার ব্রডের২০০৩ সালে জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বাঁহাতি স্পিনার পিটারসনের এক ওভারে চারটি চার ও দুই ছক্কায় ২৮ নেন ক্যারিবিয়ান বাঁহাতি ব্যাটসম্যান লারা২০১৩-১৪ অ্যাশেজের পার্থ টেস্টে এ্যান্ডারসনের ওভারে অস্ট্রেলিয়ার বেইলি ছক্কা মারেন তিনটি, চার দুটিআর এক বলে আসে দুই রান

×