ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

টি২০ দলে ফিরলেন মিরাজ ও তাসকিন

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ০০:৫১, ১ জুলাই ২০২২

টি২০ দলে ফিরলেন মিরাজ ও তাসকিন

মিরাজ ও তাসকিন

সময়ের হিসাবে এক মাসেরও আগে ওয়েস্ট ইন্ডিজ সফরে ৩ ফরমেটের বাংলাদেশ দল ঘোষণা করা হয়সেই দলটিতে এসেছে অনেক পরিবর্তনইনজুরি সমস্যাই এর মূল কারণইনজুরির কারণে ১৫ জনের স্কোয়াড থেকে ছিটকে গেছেন টেস্ট দলেও থাকা ইয়াসির আলী রাব্বিতাকে ফিরতে হয়েছে দেশেআর পেসার শহিদুল ইসলাম সাইড স্ট্রেইনে পড়ে যেতে পারেননি ক্যারিবীয় দ্বীপপুঞ্জে এবং পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনও ইনজুরি কাটিয়ে নিজেকে পূর্ণ ফিট করে তুলতে না পেরে উইন্ডিজগামী বিমানে উঠতে পারেননিতখন থেকেই শোনা গেছে অফস্পিন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ ও ডানহাতি পেসার তাসকিন আহমেদ যোগ হতে যাচ্ছেন টি২০ স্কোয়াডেসেটাই সত্য হয়েছেবৃহস্পতিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আনুষ্ঠানিকভাবে জানিয়েছে মিরাজ ও তাসকিনকে যোগ করা হয়েছে টি২০ স্কোয়াডেফলে প্রায় ৪ বছর পর টি২০ দলে ফিরলেন মিরাজআর তাসকিন গত নবেম্বরে পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ টি২০ খেলেনএবার দলে না থাকলেও ফিরলেন তিনি

এবার ওয়েস্ট ইন্ডিজ সফরে ৩ ফরমেটের স্কোয়াডেই ছিলেন ইয়াসিরকিন্তু টেস্ট সিরিজ শুরুর আগে ৩ দিনের প্রস্তুতি ম্যাচ খেলতে নেমে পিঠের ইনজুরিতে পড়েন তিনিএরপরই ছিটকে যান টেস্ট সিরিজ থেকেপরবর্তীতে শারীরিক উন্নতি না হওয়ায় পুরো সফরেই অনিশ্চিত হয়ে পড়েনতাই দেশে ফিরতে হয়েছে তাকেতাই দ্বিতীয় টেস্টে সুযোগ করে নেন এনামুল হক বিজয়ইতোমধ্যে টেস্ট সিরিজ শেষে টি২০ প্রস্তুতি শুরু করে দিয়েছেন ক্রিকেটাররামাহমুদুল্লাহ রিয়াদের নেতৃত্বে ৩ ম্যাচের টি২০ সিরিজ শুরু শনিবারডোমিনিকায় প্রথম টি২০ সেদিন, রবিবারও একই ভেন্যুতে দ্বিতীয় টি২০ এবং ৭ জুলাই গায়ানায় তৃতীয় ও শেষ টি২০ ম্যাচ অনুষ্ঠিত হবেবৃহস্পতিবার এই স্কোয়াডে যোগ হলো তাসকিন-মিরাজমিরাজ টেস্ট সিরিজ খেলেছেন, তাই অনেক আগে থেকেই দলের সঙ্গে আছেন২০১৮ সালের ডিসেম্বরে সর্বশেষ টি২০ ম্যাচ খেলেছেন তিনিএই ফরমেটে তেমন মেলে ধরতে পারেননি নিজেকে জাতীয় দলের জার্সিতে১৩ টি২০ খেলে ১১৭.৫০ স্ট্রাইকরেট ও ১০.৪৪ গড়ে মাত্র ৯৪ রান করেছেনসর্বোচ্চ ১৯আর ওভারপ্রতি ৯ রানেরও বেশি দিয়ে উইকেট নিয়েছেন মাত্র ৪টিতাই টি২০ থেকে ছিটকে যান তিনিদীর্ঘ সময় পর আবার ফিরলেন মিরাজ এই ফরমেটে

তাসকিন অবশ্য সাম্প্রতিক সময়ে ৩ ফরমেটেই বাংলাদেশ দলের নিয়মিত সদস্যকিন্তু ইনজুরির কারণে গত মার্চে দেশের মাটিতে আফগানিস্তানের বিপক্ষে খেলা হয়নি তার স্কোয়াডে থাকলেওএরপর আর টি২০ খেলেনি দলতবে এবার উইন্ডিজ সফরের টি২০ দলে তাকে রাখা হয়নিইনজুরির কারণে টেস্ট দলেও ছিলেন না, ছিলেন শুধু সফরের শেষভাগে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের দলেতবে ফিটনেস ফিরে পাওয়াতে এবং খেলার ছাড়পত্র পেয়ে যাওয়ায় ৫ দিন আগেই তিনি উইন্ডিজ গেছেনএখন টি২০ দলেও তাকে ফেরানো হয়েছেএখন ১৪ সদস্যের টি২০ স্কোয়াড হয়েছে বাংলাদেশের

বাংলাদেশের টি২০ স্কোয়াড মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), মুনিম শাহরিয়ার, লিটন দাস, এনামুল হক বিজয়, সাকিব আল হাসান, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী হাসান, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ ও তাসকিন আহমেদ

×