ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

প্রথম পর্ব থেকেই সেরেনার বিদায়

জিএম মোস্তফা

প্রকাশিত: ০২:১১, ৩০ জুন ২০২২; আপডেট: ১২:০২, ৩০ জুন ২০২২

প্রথম পর্ব থেকেই সেরেনার বিদায়

সেরেনা উইলিয়ামস

বড় স্বপ্ন নিয়ে দীর্ঘ ১ বছর পর কোর্টে ফিরেছিলেন সেরেনা উইলিয়ামসউইম্বলডনে নিজেকে মেলে ধরার প্রত্যয় ব্যক্ত করেছিলেন আমেরিকান টেনিসের এই জীবন্ত কিংবদন্তিকিন্তু সাতবারের উইম্বলডনজয়ী হতাশ করলেন ভক্ত-অনুরাগীদেরমৌসুমের তৃতীয় মেজর টুর্নামেন্টের প্রথম পর্ব থেকেই ছিটকে গেলেন ২৩ গ্র্যান্ডস্লামের মালিক! হ্যাঁ, উইম্বলডনের প্রথম রাউন্ডের ম্যাচে বিশ্বের ১১৫ নম্বরের খেলোয়াড় অখ্যাত হার্মোনি ট্যানের কাছে হেরে ছিটকে গেলেন সেরেনা উইলিয়ামসম্যাচের ফলাফল ৭-৫, ১-৬ এবং ৭-৬ (৭)মঙ্গলবার ৩ ঘণ্টা ১১ মিনিট রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সেরেনাকে হারের স্বাদ উপহার দেন হার্মোনি ট্যান

দীর্ঘ ২৭ বছরের পেশাদার ক্যারিয়ার সেরেনা উইলিয়ামসেরবাঘা বাঘা টেনিস খেলোয়াড়ও তার কাছে নাকানি-চুবানি খেয়েছেন৪০ বছর বয়সী সেই সেরেনারই ক্যারিয়ার যে এখন শেষের দিকে তা আরও একবার প্রমাণিতকেননা, প্রতিপক্ষ হিসেবে সেরেনাকে পেয়ে চাপে থাকার কথা ছিল ফ্রান্সের হার্মোনি ট্যানেরঅথচ ফরাসী কন্যাই কিনা উইম্বলডনে নিজের অভিষেক ম্যাচে হারিয়ে দিলেন সেরেনাকে! এদিন ম্যাচের শুরু থেকেই  সেরেনার ওপর চাপ সৃষ্টি করতে থাকেন হার্মোনিদুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়ে মহিলা এককে ২৩ বারের গ্র্যান্ডস্লামজয়ীকে উইম্বলডন থেকে বিদায় করে দিলেনগত বছর ইনজুরির কারণে বিদায় নিতে হয়েছিলএবার অখ্যাত খেলোয়াড়ের কাছে হেরে উইম্বলডনের প্রথম রাউন্ড থেকেই ছিটকে যেতে হলো সেরেনা উইলিয়ামসকে২০১৭ সালে সর্বশেষ কোন মেজর গ্র্যান্ডস্লাম টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছিলেন সেরেনাএরপর মার্গারেট কোর্টের ২৪তম গ্র্যান্ডস্লাম জয়ের রেকর্ড ভাঙ্গার হাতছানি ছিল তার সামনেকিন্তু কয়েকবার সুযোগ তৈরি হলেও তীরে এসে তরী ডুবিয়েছেন উইলিয়ামস পরিবারের ছোট মেয়েভবিষ্যতে কী আর তা করে দেখাতে পারবেন? এই প্রশ্নও এখন হুমকির মুখেকেননা, বয়সে চল্লিশকে ছাড়িয়ে যাওয়া আমেরিকান তারকার ভবিষ্যত নিয়েও সংশয় দেখা যাচ্ছে

ভবিষ্যতের প্রশ্নে সেরেনা বলেন, ‘এটা এমন একটা প্রশ্ন, যার উত্তর আমি দিতে পারব নাআমি জানি নাম্যাচের প্রসঙ্গে তার ভাষ্য, ‘আপনারা আমাকে চেনেনএমন কিছু অবশ্যই চাইনিআমি আমার সর্বোচ্চটা দিয়েছিহয়তো আগামীকাল আমি আরও বেশি দিতে পারতামহয়তো এক সপ্তাহ আগেও তাই দিতে পারতামতবে আজ আমি এতটাই পেরেছিএদিকে সেরেনাকে হারানোর আনন্দে-উদ্বেলিত হার্মোনি ট্যানতিনি বলেন, ‘আমি এখন খুব আবেগপ্রবণসেরেনা একজন সুপারস্টার এবং আমি যখন ছোট ছিলাম তখন আমি তাকে টিভিতে দেখতামতিনি আরও বলেন, ‘আমার প্রথম উইম্বলডনের জন্য, এটা সত্যিই দারুণ এক ব্যাপারযখন আমি ড্র দেখেছিলাম তখন আমি সত্যিই ভয় পেয়েছিলামকারণ সে সেরেনা উইলিয়ামস, তিনি একজন কিংবদন্তিআমি ভেবেছিলাম যদি আমি একটি বা দুটি ম্যাচ জিততে পারি তবে এটি আমার জন্য সত্যিই ভাল ব্যাপার

বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক নাম্বার ওয়ান তারকা সেরেনা বিদায় নিলেও জয় দিয়েই মিশন শুরু করেছেন বর্তমান বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের নাম্বার ওয়ান তারকা ইগা সুইয়াটেক, বিয়াঙ্কা আন্দ্রেস্কু, এলিনা রিবাকিনা, পেত্রা কেভিতোভা, সিমোনা হ্যালেপ, কোকো গফ, জেলেনা ওস্টাপেঙ্কো, মারিয়া সাক্কারি এবং এ্যাঞ্জেলিক কারবারের মতো তারকারাপুরুষ এককে জয় দিয়ে উইম্বলডনের মিশন শুরু করেছেন রাফায়েল নাদাল, স্টেফানোস সিসিপাস, রবার্তো বাতিস্তা অগাট এবং ডেনিস শাপোভালোভের মতো তারকারাচলতি মৌসুমের প্রথম দুটি গ্র্যান্ডস্লাম টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছেন রাফায়েল নাদালযে কারণে উইম্বলডনেও ফেবারিট এই স্প্যানিয়ার্ডপ্রথম পর্বের ম্যাচে তিনি ৬-৪, ৬-৩, ৩-৬ এবং ৬-৪ ব্যবধানে পরাজিত করেন আর্জেন্টিনার ফ্র্যান্সিস্কো সিরুনদোলোকে

×