ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বিকেএসপির প্রমীলা উন্নয়ন প্রকল্পের প্রশিক্ষণ কার্যক্রমের সনদ প্রদান

প্রকাশিত: ২০:০৪, ২৮ জুন ২০২২; আপডেট: ০৩:৩৮, ২৯ জুন ২০২২

বিকেএসপির প্রমীলা উন্নয়ন প্রকল্পের প্রশিক্ষণ কার্যক্রমের সনদ প্রদান

স্পোর্টস রিপোর্টার ॥ বর্তমান সরকার বিকেএসপির মাধ্যমে প্রমীলা খেলোয়াড়দের খেলার মান উন্নয়ন ও তাদের খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যে “প্রমীলা প্রশিক্ষণ উন্নয়ন প্রকল্পের প্রশিক্ষণ কর্মসূচি ২০২১-২২” নামে একটি প্রকল্প শুরু করে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বিকেএসপির মিলনায়তনে প্রকল্পের সমাপনী ও সনদ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ প্রদান করেন। বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দিন এবং অনুষ্ঠানের সভাপতি বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম মাজহারুল হক। এ প্রকল্পে ক্রিকেট, ফুটবল, হকি ও আরচারিতে ২০০ প্রমীলা প্রশিক্ষণার্থীদের দেশী-বিদেশী কোচ, স্পোর্টসের আধুনিক সুযোগ-সুবিধার মাধ্যমে উন্নত প্রশিক্ষণ প্রদান, প্রতিযোগিতামূলক খেলার আয়োজন, উন্নত আবাসন, সুষম খাবার ও সাধারণ শিক্ষারও সু-ব্যবস্থা রাখা হয় । অনুষ্ঠানে ২০১৩-২০২০ সালের জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত বিকেএসপির ৪ সাবেক প্রশিক্ষণার্থী ও ১ সাবেক কোচকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়। সম্মাননা প্রাপ্তরা হলেন : ২০১৬ সালে সাঁতারে মোহাম্মদ মনিরুজ্জামান, ২০১৮ সালে হকিতে আলমগীর আলম, ২০১৯ সালে হকিতে টুটুল কুমার নাগ ও ২০২০ সালে হকিতে মাহাবুবুল এহসান রানা। এছাড়া ২০২০ সালে সংগঠক হিসেবে জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত বিকেএসপির সাবেক ক্রিকেট কোচ ও বর্তমানে বিকেএসপির ক্রিকেট উপদেষ্টা নাজমুল আবেদীন ফাহিমকেও বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয় ।

×