ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এ্যাটলেটিকো মাদ্রিদকে স্বাগত জানাবে রিয়াল মাদ্রিদ

সান্তিয়াগো বার্নাব্যুতে মাদ্রিদ ডার্বি আজ

প্রকাশিত: ০৬:৪৬, ৮ এপ্রিল ২০১৮

সান্তিয়াগো বার্নাব্যুতে মাদ্রিদ ডার্বি আজ

গোলাম মোস্তফা ॥ স্প্যানিশ লা লিগায় মাদ্রিদ ডার্বি আজ। সান্তিয়াগো বার্নাব্যুতে এ্যাটলেটিকো মাদ্রিদকে স্বাগত জানাবে রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ লা লিগার বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। দুর্দান্ত খেলেই গত মৌসুমে লীগ শিরোপা জয়ের স্বাদ পায় জিনেদিন জিদানের দল। তবে এ মৌসুমের শুরু থেকেই নিষ্প্রভ পারফর্ম করে বেল-রোনাল্ডো-বেনজেমারা। সেই সুযোগেই শিরোপা পুনরুদ্ধারের খুব কাছাকাছি পৌঁছে যায় রিয়াল মাদ্রিদ। তবে লীগ শিরোপা হারিয়ে ফেললেও মাদ্রিদ ডার্বিতে জয়ের বিকল্প ভাবছে না কেউ। কেননা এটা যে তাদের জন্য মর্যাদার এই লড়াই। এবারের মৌসুমে স্প্যানিশ লা লিগায় পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে অবস্থান করছে রিয়াল মাদ্রিদ। মৌসুমের প্রথম ৩০ ম্যাচ থেকে তাদের সংগ্রহে এখন ৬৩ পয়েন্ট। সমান সংখ্যাক ম্যাচ থেকে ৬৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে এ্যাটলেটিকো মাদ্রিদ। শনিবার লেগানেসের বিপক্ষে মাঠে নামার আগে ৩০ ম্যাচ থেকে কাতালানদের পয়েন্ট ছিল ৭৬। অর্থাৎ দ্বিতীয় স্থানে থাকা এ্যাটলেটিকোর চেয়েও ১১ পয়েন্ট এগিয়ে রয়েছে কাতালান ক্লাবটি। তাই শিরোপা জয়ের দৌড়ে বার্সিলোনা যে অনেকটাই এগিয়ে রয়েছে সেটা নতুন করে বলার অপেক্ষা রাখে না। তবে নিজেদের মাঠে আজ ড্র করলেও সুবিধা পাবে রিয়াল মাদ্রিদ। শিরোপা জয়ের উৎসবটা একটু হলেও দেরিতে হবে কাতালানদের। কিন্তু এ্যাটলেটিকো মাদ্রিদকে হারাতে পারলে লীগ টেবিলের দ্বিতীয় স্থান দখল করাটা আরও সহজ হয়ে যাবে জিনেদিন জিদানের শিষ্যদের। এদিকে মাদ্রিদ ডার্বি কোনভাবেই মিস করতে চান না রিয়াল ফরোয়ার্ড ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। রিয়াল মাদ্রিদের পর্তুগীজ সুপারস্টার নিজেই খেলার ইচ্ছাটা পোষণ করেছেন। কারণটাও খুব সুস্পষ্ট। লা লিগা শিরোপা স্বপ্ন শেষ হয়ে যাওয়ায় রিয়াল কোচ জিদান তাকে বিশ্রাম দিয়ে খেলাচ্ছেন। তবে রোনাল্ডোর মতে, মাদ্রিদ ডার্বি লা লিগার আর পাঁচটি ম্যাচের মতো না। গোল করার দিক দিয়ে পর্তুগীজ সুপারস্টারের প্রিয় প্রতিপক্ষ হিসেবে এ্যাটলেটিকোর অবস্থান তিন নম্বরে। রোনাল্ডো সবচেয়ে বেশি গোল করেছেন সেভিয়ার বিপক্ষে। এবারের চ্যাম্পিয়ন্স লীগের চমক দেখানো সেভিয়াকে রিয়াল তারকা মোট ২৭ গোল দিয়েছেন। এরপর আছে গেটাফে। তাদের বিপক্ষে সি আর সেভেনের গোল ২৩টি। আর এ্যাটলেটিকোর বিপক্ষে রোনাল্ডো ২২ গোল করেছেন। সবমিলিয়ে মাদ্রিদের এই ক্লাবটির বিপক্ষে রোনাল্ডো নিজে কিংবা কোচ জিদান দু’জনেই চায়বেন মাঠে নামুক সি আর সেভেন। এদিকে চ্যাম্পিয়ন্স লীগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে রোমাকে ৪-১ গোলের ব্যবধানে হারিয়েছে বার্সিলোনা। ন্যুক্যাম্পে বুধবার রাতে ওই ম্যাচ চলাকালে কারাগারে বন্দী কাতালোনিয়ার রাজনীতিবিদদের প্রতি সমর্থন প্রকাশ করতে হলুদ রঙয়ের বেলুন ওড়ান বার্সিলোনার সমর্থকরা। মাঠেও উড়ে যায় সেসব বেলুন। যা উয়েফার ডিসিপ্লিনারি বিধানের পরিপন্থী। এরই ধারাবাহিকতায় শাস্তির মুখে পড়তে যাচ্ছেন কাতালান সমর্থকরা। ইতোমধ্যে স্প্যানিশ জায়ান্টদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে ইউরোপীয় ফুটবলের অভিভাবক সংস্থাটি। এই অভিযোগের বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে আগামী ৩১ মে। ম্যাচের প্রথমার্ধেই বেলুন উড়াতে শুরু করেন বার্সিলোনার সমর্থকরা। অসংখ্য বেলুন উড়ে গিয়ে পড়ে মাঠে। এ কারণে কিছুক্ষণ খেলাও বন্ধ রাখেন রেফারি। কাতালোনিয়ার স্বাধীনতার পক্ষে তারা সেøাগান দেন গ্যালারিতে। গেল অক্টোবরে কাতালোনিয়ার স্বাধীনতার দাবিতে অনুষ্ঠিত হয় গণভোট। সেই গণভোটের জেরে একপর্যায়ে গ্রেফতার হন শীর্ষস্থানীয় রাজনীতিবিদরা।
×