ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দক্ষিণ আফ্রিকা-বাংলাদেশ সিরিজ

ফিরছেন স্টেইন, উচ্ছ্বসিত রাবাদা

প্রকাশিত: ০৬:৪৮, ১৪ সেপ্টেম্বর ২০১৭

ফিরছেন স্টেইন, উচ্ছ্বসিত রাবাদা

স্পোর্টস রিপোর্টার ॥ দীর্ঘ ইনজুরি কাটিয়ে ঘরের মাটিতে বাংলাদেশ সিরিজে ফিরছেন তুখোড় প্রোটিয়া পোসার ডেল স্টেইন। ক’দিন আগে তিনি নিজেই সুস্থতার খবর জানিয়ে ফেরার জন্য অধীর বলে টুইট করেছিলেন। প্রশ্ন ছিল ফিটনেস টেস্টে উতরে যাওয়া নিয়ে। কিন্তু দক্ষিণ আফ্রিকান নির্বাচক বোর্ডের গুরুত্বপূর্ণ সদস্য লিন্ডা জন্ডির ইঙ্গিত খুব বড় কোন সমস্যা না হলে টাইগারদের বিপক্ষে টেস্ট সিরিজে থাকছেন স্টেইন। পাশাপাশি বোর্ডের (সিএসএ) পক্ষ থেকে দু’দিন আগে জানানো হয়েছে, তিন ভার্সনেই নেতৃত্ব দেবেন ফ্যাফ ডুপ্লেসিস। সাদা পোশাকে ফিরতে পারেন ধুরন্ধর উইলোবাজ এবি ডি ভিলিয়ার্সও। শুক্রবার টেস্ট দল ঘোষণা করবেন সিএসএ’র নির্বাচকরা। আধুনিক দক্ষিণ আফ্রিকার অন্যতম সফল বোলার স্টেইন ফিরছেন, এমন খবরে যারপরনাই উচ্ছ্বসিত তরুণ স্পিডস্টার কাগিসো রাবাদা। অভিষেকের পর গত দুই মৌসুম তিন ভার্সনেই প্রোটিয়া বোলিংয়ের প্রাণভোমরা হয়ে আছেন দুরন্ত এই কৃষ্ণঙ্গা পেসার। ‘বোলিংয়ে আপনি যদি আধুনিক সময়ের সেরা একজন পেসারকে সঙ্গী হিসেবে পান, আর সে যদি হয় অবিস্মরণীয় এক চরিত্র, তবে নিশ্চয়ই খুশি হবেন। স্টেইনের মতো গ্রেটের সঙ্গে বল করতে মুখিয়ে আছি।’ ফক্স স্পোর্টসকে বলেন রাবাদা। প্রায় দশ মাস ধরে ক্রিকেটের বাইরে ডেল স্টেইন। গত বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টের পর ইনজুরিতে পড়েন এই প্রোটিয়া পেসার। তবে আবার মাঠে ফেরার অপেক্ষায় রয়েছেন দক্ষিণ আফ্রিকার হয়ে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি। বাংলাদেশ সিরিজ দিয়ে উইকেটে ঝড় তোলার অপেক্ষায় রয়েছেন তিনি। ফিটনেস যাচাইয়ের অংশ হিসেবে ঘরোয়া ক্রিকেটে দুটি ম্যাচে অংশ নেবেন স্টেইন। লিন্ডা এমন তথ্যও নিশ্চিত করেছেন। আগামী ১৯ সেপ্টেম্বর টাইটান্সের হয়ে ডলফিন্সের বিপক্ষে মাঠে নামবেন স্টেইন। এই ম্যাচে স্টেইনের সঙ্গে অধিনায়ক ফ্যাফ ডু প্লেসিস, ডিন এলগার, হেইনো কুন আর মরনে মরকেলের মতো তারকারাও খেলবেন এবং আশা করা হচ্ছে বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচ থেকেই মাঠে নামবেন স্টেইন। গ্রেট শন পোলককে হটিয়ে দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ সংখ্যক উইকেটের মালিক হতে ৩৪ বছর বয়সী পেসারের চাই আর মাত্র ৫টি উইকেট। স্টেইনভক্তরা মনে করছেন, বাংলাদেশের বিপক্ষে পুরো সিরিজটা খেললে হেসেখেলেই শন পোলকের ৪২১ উইকেটের রেকর্ডটা ভেঙ্গে দেবেন তিনি। ৪২১ উইকেট নিতে পোলককে খেলতে হয়েছে ১০৫টি টেস্ট সেখানে পূর্বসূরির চেয়ে ২৩টি টেস্ট কম খেলেছেন স্টেইন। পোলক নিজেও বলেছেন, তার রেকর্ড ভাঙ্গার জন্য স্টেইনই উপযুক্ত বোলার। আগাম স্বাগত জানিয়ে রেখেছেন তিনি। স্বাগত জানিয়েছেন রাবাদাও। তবে ভয়ঙ্কর পেস আক্রমণ সামলাতে হিমশিম খেতে হবে মুশফিকুর রহীমদের। বাংলাদেশ সিরিজের পর দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজিভিত্তিক নতুন টুর্নামেন্ট গ্লোবাল টি২০ লীগেও খেলবেন স্টেইন। শাহরুখ খানের দল কেপটাউন নাইট রাইডার্স কিনেছে তাকে। এই দলে স্টেইনের সঙ্গে ক্রিস গেইল, জেপি ডুমিনি, আদিল রশীদ, দিনেশ রামদিনের মতো তারকারাও খেলবেন। ঘরের মাঠ, পেস আক্রমণে স্টেইন-রাবাদা, ভারনন ফিল্যান্ডার, মরনে মরকেলের মতো ত্রাস বোলার। সবমিলিয়ে সফরটা বাংলাদেশ ব্যাটসম্যানদের জন্য কঠিনই হতে যাচ্ছে। সফরে দুই টেস্ট, তিন ওয়ানডে ও দুটি টি২০ খেলবে টাইগাররা। ২৮ সেপ্টেম্বর শুরু প্রথম টেস্ট।
×