ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৪ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২

শহীদের ইনজুরিতে সুযোগ রুবেলের

প্রকাশিত: ০৬:২৩, ৬ ডিসেম্বর ২০১৬

শহীদের ইনজুরিতে সুযোগ রুবেলের

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল টি২০) শেষ পর্যায়ে। তবে ফাইনালের আগেই বেশ কয়েকজন ক্রিকেটার যাবেন অস্ট্রেলিয়ায়। বৃহস্পতিবার প্রথম ধাপে কন্ডিশনিং ক্যাম্প করতে ঘোষিত ২২ সদস্যের প্রাথমিক দলের অনেকেই চলে যাবেন। আর দ্বিতীয় দফায় শনিবার যাবেন বাকি ক্রিকেটাররা। চলতি মাসেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩ ওয়ানডে, ৩ টি২০ ও ২ টেস্টের লম্বা এ সিরিজ। কিন্তু পেসার মোহাম্মদ শহীদ যেতে পারছেন না ইনজুরির কারণে। তার পরিবর্তে স্ট্যান্ডবাই হিসেবে থাকা অভিজ্ঞ পেসার রুবেল হোসেনের কপাল খুলেছে। শহীদের বিকল্প হিসেবে তাকে দলে নিয়েছেন জাতীয় দলের নির্বাচকরা। বিষয়টি সোমবার নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান। এবার বিপিএলে ভাল নৈপুণ্য দেখানর জন্যই সুযোগ পেলেন এ ডানহাতি পেসার। বিপিএলে এবার দেশী ক্রিকেটাররাই দুর্দান্ত নৈপুণ্য দেখিয়েছেন। এটা আসন্ন নিউজিল্যান্ড সিরিজে আত্মবিশ্বাসী রাখবে সবাইকে এমনটাই মনে করেন সর্বাধিক রান সংগ্রাহক বাঁহাতি ওপেনার তামিম ইকবাল। বিপিএলের চতুর্থ আসরে ব্যাটে-বলে দুর্দান্ত পারফর্মেন্স দেখিয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররাই। কিন্তু বিদেশী অনেক তারকা ক্রিকেটারই এবারের আসরেও খেলেছেন। তাদের সঙ্গে লড়াইয়ে এগিয়ে দেশের ক্রিকেটাররাই। ব্যাট হাতে দারুণ নৈপুণ্য দেখিয়েছেন তামিম, মুশফিকুর রহীম, মাহমুদুল্লাহ রিয়াদ। আর এ কয়েকজনই জাতীয় দলের ব্যাটিংয়ের অন্যতম ভরসা। এরমধ্যে তামিম ৪২৫ রান করে সবার ওপরে, ৩৬৯ রান নিয়ে দ্বিতীয় অবস্থানে মাহমুদুল্লাহ, ৩৪১ রান করে মুশফিক চারে। আবার বোলিংয়েও দেশের বোলাররাই এগিয়ে। শফিউল ইসলাম ১২ ম্যাচে ১৮ উইকেট নিয়ে শীর্ষে, তাসকিন আহমেদ ১০ ম্যাচ খেলে ১৫ উইকেট শিকার করেছেন, রুবেল ফর্মে ফিরে তিনিও ১২ ম্যাচে ১৫ উইকেট নিয়েছেন। এ বিষয়টি নিয়ে তামিম বলেন, ‘এবার যারা পারফর্ম করেছে তাদের বেশিরভাগই স্থানীয় খেলোয়াড়। এত ভাল ভাল বিদেশী খেলোয়াড় থাকার পরও স্থানীয় ক্রিকেটাররা ভাল করেছে এবারের বিপিএলে এটাই সবচেয়ে বড় ব্যাপার। যে কোন বড় সিরিজের আগে বা সফরের আগে যখন আপনি বড় রান করেন বা অনেক উইকেট পান সেটা একটু হলেও তো আপনাকে আত্মবিশ্বাস দেয়। আশাকরি, যারা ভাল করেছে তারা এটা ধরে রাখবে। বাংলাদেশের হয়ে যখন খেলবে তখনও এটা ধরে রাখতে পারবে।’ নিউজিল্যান্ডের বিরুদ্ধে নিজেকে মেলে ধরার সেই সুযোগটা পাচ্ছেন না ফর্মের তুঙ্গে থাকা পেসার শহীদ। ৮ ম্যাচেই ১৫ উইকেট নিয়ে তিনি শীর্ষ উইকেট শিকারি ছিলেন। প্রত্যয় জানিয়েছিলেন অন্তত ২৫ উইকেট নিয়ে বিপিএল শেষ করার। কিন্তু সেটা হয়নি। কারণ গত ২৬ নবেম্বর কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে খেলতে গিয়ে চোট পান ঢাকা ডায়নামাইটসের এ পেসার। সাইড স্ট্রেইন ইনজুরির কারণে তিনি ইংল্যান্ডের বিরুদ্ধেও খেলতে পারেননি। এবার হাঁটুর ইনজুরি তাকে ছিটকে দিল নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ থেকে। শেষ পর্যন্ত বিকল্প খুঁজতেই হলো নির্বাচকদের। অবশ্য আগেই নির্বাচক হাবিবুল বাশার ইঙ্গিত দিয়েছিলেন শহীদের বিকল্প হিসেবে বেশ কয়েকজন উপযুক্ত বোলার আছে। যার মধ্যে রুবেল, আল আমিন হোসেন ও কামরুল ইসলাম রাব্বির কথা বলেছিলেন। শেষ পর্যন্ত চলতি বিপিএলে রুবেলের দারুণ পারফর্মেন্স সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে সহায়ক হয়েছে। শহীদের পরিবর্তে ২৬ বছর বয়সী রুবেলই যাচ্ছেন নিউজিল্যান্ড। এবার বিপিএলের শুরুর দিকে নিজেকে তেমন মেলে ধরতে না পারলেও ধীরে ধীরে ছন্দে ফিরেছেন রুবেল। অবশ্য দীর্ঘ ইনজুরি কাটিয়ে আফগানিস্তানের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে ফিরেছিলেন তিনি। কিন্তু বাজে নৈপুণ্য প্রদর্শন করায় ইংল্যান্ডের বিরুদ্ধে পরের সিরিজেই ছিটকে পড়েন। শহীদের ইনজুরি এবার আরেকটি সুযোগ দিল তাকে। তাই দারুণ খুশি রুবেল বলেন, ‘পারফর্মেন্স ভাল ছিল না তাই বাদ পড়েছিলাম। বিপিএলে খেলে আবার সুযোগ পেয়েছি। ওই কন্ডিশন সম্পর্কে আমার ভাল ধারণা আছে। আশাকরি ভাল কিছুই করতে পারব।’ উল্লেখ্য, নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২৬ ডিসেম্বর প্রথম ওয়ানডে দিয়ে সিরিজ শুরু করবে বাংলাদেশ দল। তবে এর আগে অস্ট্রেলিয়ায় কন্ডিশনিং ক্যাম্প করবে ২২ জনের প্রাথমিক দল। সোমবার আকরাম রুবেলের প্রাথমিক দলে সুযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। পরে বিসিবিও সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানায় শহীদের বিকল্প হিসেবে রুবেল যাচ্ছেন দলের সঙ্গে।
×