ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ৩০ মার্চ ২০২৩, ১৬ চৈত্র ১৪২৯

ইস্টবোর্নে বাউচার্ড, ওজনিয়াকি, রাদওয়ানাস্কার জয়

প্রকাশিত: ০৭:০১, ২৫ জুন ২০১৫

ইস্টবোর্নে বাউচার্ড, ওজনিয়াকি, রাদওয়ানাস্কার জয়

স্পোর্টস রিপোর্টার ॥ মৌসুমের প্রথম দুটি গ্র্যান্ডসøাম টুর্নামেন্টের সেমিফাইনাল। অস্ট্রেলিয়ান ওপেন আর ফ্রেঞ্চ ওপেনে নজরকাড়া পারফর্মেন্সের পর উইম্বল্ডনের ফাইনাল। এক কথায় দুর্দান্ত পারফর্মেন্স উপহার দিয়ে টেনিস বিশ্বের পাদপ্রদীপের আলোয় উঠে আসেন ইউজেনি বাউচার্ড। কানাডার ইতিহাসের প্রথম মহিলা হিসেবে কোন গ্র্যান্ডসøাম টুর্নামেন্টের ফাইনাল খেলেন তিনি। মেজর কোন টুর্নামেন্টের শিরোপা জিততে না পারলেও পুরো মৌসুম জুড়েই দ্যুতি ছড়িয়ে বিশ্ব টেনিস র্যাঙ্কিংয়ের শীর্ষ পাঁচে উঠে আসেন বাউচার্ড। কিন্তু গত মৌসুমের সেই পারফর্মেন্স এবার আর ধরে রাখতে পারেননি তিনি। তবে ইস্টবোর্ন টুর্নামেন্টে স্বরূপে ফেরার ইঙ্গিত দিয়েছেন তরুণ প্রতিভাবান এই টেনিস তারকা। মঙ্গলবার ইস্টবোর্ন ইন্টারন্যাশনাল টুর্নামেন্টের দ্বিতীয় পর্বে কর্ষ্টাজিত জয় পান তিনি। ১ ঘণ্টা ৪০ মিনিট লড়াই করে বাউচার্ড ৭-৬ (৭/৫), ৬-৩ গেমে পরাজিত করেন আমেরিকার এ্যালিসন রিস্কিকে। ঘাসের কোর্টে কানাডার এই টেনিস তারকার চলতি মৌসুমে এটাই প্রথম জয়। দীর্ঘদিন পর জয়ের স্বাদ পাওয়ার পর ২১ বছর বয়সী বাউচার্ড খুবই রোমাঞ্চিত। ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘অবশেষে জয়ে ফিরলাম। ভালই লাগছে।’ এ সময় প্রতিপক্ষ এলিসন রিস্কির প্রশংসা করে বাউচার্ড বলেন, ‘প্রতিপক্ষ হিসেবে এলিসন খুবই ভাল খেলোয়াড়। সে খুবই ভাল খেলছিল। তার বিপক্ষে আমি সবসময়ই চেষ্টা করেছি নিজের সেরাটা মেলে দিতে। তারই ফল আমার এই জয়।’ গত মৌসুমটা দুর্দান্ত কাটানোর পর রীতিমতো উড়ছিলেন ইউজেনি বাউচার্র্ড। অথচ বছর ঘুরতেই ভিন্ন চিত্রটাও দেখে ফেললেন তিনি। চলতি মৌসুমে ১০ টুর্নামেন্টে অংশগ্রহণ করেছেন বাউচার্ড। প্রথম পর্ব থেকে বিদায় নেন কানাডিয়ান তারকা। তবে এই সময়ে অনেক কিছুই শিখেছেন বর্তমানে টেনিস র্যাঙ্কিংয়ের ১১ নাম্বারে থাকা এই খেলোয়াড়। এ বিষয়ে বাউচার্ড বলেন, ‘প্রকৃতপক্ষে চলতি মৌসুমে আমার উত্থান-পত্তনের মধ্য দিয়েই কেটেছে। এই সময়ে টেনিস সম্পর্কে আমি অনেক কিছুই শিখেছি। আমার এবং জীবন সম্পর্কে সেইসঙ্গে ফলাফল যে কতটা গুরুত্বপূর্ণ সেটাও বুঝেছি।’ ইউজেনি বাউচার্ডের জয়ের দিন ইস্টবোর্নের তৃতীয় পর্বে উঠেছেন পোল্যান্ডের এ্যাগ্নিয়েস্কা রাদওয়ানাস্কা, ডেনমার্কের ক্যারোলিন ওজনিয়াকির, সেøাভাকিয়ার ডুমেনিকা চিবুলকোভা, ইতালির সারা ইরানি ও চেক প্রজাতন্ত্রের ক্যারোলিনা পিসকোভার মতো তারকারা। টুর্নামেন্টের দ্বিতীয় বাছাই ড্যানিশ টেনিস তারকা ওজনিয়াকির ৭-৬ এবং ৬-২ গেমে হারিয়েছেন অস্ট্রেলিয়ার জার্মিলা গাজদোসোভাকে, পোল্যান্ডের নবম বাছাই রাদওয়ানাস্কা ৬-০ এবং ৬-২ গেমে রীতিমতো উড়িয়ে দিয়েছেন আমেরিকার ইরনা ফ্যালকোনিকে।

শীর্ষ সংবাদ:

গ্যাস-বিদ্যুৎ বিল না দিলে সরকারি-বেসরকারি সংযোগ বিচ্ছিন্ন
দেশে এখন কেউ না খেয়ে দিন কাটায় না: ওবায়দুল কাদের
স্বল্প আয়ের মানুষদের কাছে কম দামে মাছ মাংস বিক্রি
সাংবাদিকতা নয়, মিথ্যা তথ্যের বিরুদ্ধে মামলা হয়েছে: আইনমন্ত্রী
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ না হলে কমবে না বিদ্যুতের দাম
৫ এপ্রিল থেকে মেট্রোরেলের নতুন সময়সূচি
বৈকালিক চেম্বারের কার্যক্রম উদ্বোধন, হাসপাতালের তালিকা প্রকাশ
বাসন্তীর ঘটনার পুনরাবৃত্তির ষড়যন্ত্র হয়েছে: তথ্যমন্ত্রী
জামিন নাকোচ, সাংবাদিক শামসুজ্জামানকে কারাগারে পাঠানোর নির্দেশ
ধামরাইয়ে অফিসে আটকে রেখে এনজিও কর্মীকে ধর্ষণের অভিযোগ
ভিকারুননিসার ২ শিক্ষিকার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
জাহাঙ্গীরের মেয়র পদে ফেরার রায় পেছাল আদালত
বিয়ের প্রলোভনে ধর্ষণের মামলায় পুলিশ সদস্য কারাগারে
সিরিয়ায় ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা