ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১১ অক্টোবর ২০২৪, ২৫ আশ্বিন ১৪৩১

দুই মাস ২ দিন পর ২ গোল করে জানালেন এজন্যই তিনি মেসি!

প্রকাশিত: ১৪:০৯, ১৫ সেপ্টেম্বর ২০২৪

দুই মাস ২ দিন পর ২ গোল করে জানালেন এজন্যই তিনি মেসি!

গোলের পর মেসির এই উদযাপন

চোঁট কাটিয়ে লিওনেল মেসির ফেরার খবরটি নিশ্চিত করেছিলেন ইন্টার মিয়ামির কোচ জেরার্ডো মার্টিনো। তবে খেলবেন কী না তা নিয়ে শঙ্কা ছিল। তবে সব শঙ্কাকে উড়িয়ে দিয়েই রবিবার বাংলাদেশ সময় ভোরে অনুষ্ঠিত ফিলাডেলফিয়ার বিপক্ষে মাঠে নামেন এলএম টেন। 

আর চোঁট কাটিয়ে দীর্ঘ ২ মাস দুই দিন পর মাঠে ফিরেই নিজের জাত চেনালেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী মহাতারকা। একটি নয় করলেন জোড়া গোল। সেইসঙ্গে একটি অ্যাসিস্টও রয়েছে তার। আর তাতেই মেজর সকার লিগে ইন্টার মিয়ামি ৩-১ ব্যবধানে পরাজিত করে ফিলাডেলফিয়াকে। 

অথচ ম্যাচের ২ মিনিটেই পিছিয়ে পড়েছিল ইন্টার মিয়ামি! ম্যাচের শুরুতেই ফিলাডেলফিয়াকে এগিয়ে দেন মিকায়েল উরে। এরপরই দেখা যায় মেসির শো। মাত্র ৪ মিনিটের মধ্যেই জোড়া গোল করে দুর্দান্তভাবে ইন্টার মিয়ামিকে ম্যাচে ফেরান লিওনেল মেসি। প্রথমার্ধের ২৬ ও ৩০ মিনিটে গোল দুটি করেন লিওনেল মেসি। তার গোল দুটিতে সহায়তা করেন বার্সেলোনার সাবেক দুই সতীর্থ লুইস সুয়ারেজ আর জর্দি আলবা। এমএলএস ইতিহাসে দ্রুততম ১৫ গোল ও ১৫ অ্যাসিস্টের রেকর্ড মেসিরম্যাচের যোগ করা সময়ের ৮ মিনিটে করা ইন্টার মিয়ামির তৃতীয় গোলটি আসে সদ্যই জাতীয় দল থেকে অবসরে যাওয়া লুইস সুয়ারেজ। যে গোলটিতে অ্যাসিস্ট ছিল মেসির। বড় জয়ের মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্সে ২৮ ম্যাচে ১৯ জয় আর ৫ ড্রয়ে ৬২ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে ইন্টার মায়ামি। 

সর্বশেষ কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনার হয়ে মাঠে নেমেছিলেন লিওনেল মেসি। কিন্তু চোটের কারণে সেই ফাইনাল শেষ না করেই মাঠের বাইরে ছিটকে গিয়েছিলেন এলএম টেন। অবশেষে মাঠে নেমেই নিজেকে মেলে ধরলেন দারুণভাবে। 

ইন্টার মিয়ামির হয়ে দুটি গোল করে এদিন নতুন একটি রেকর্ডও গড়েছেন মেসি। এমএলএসে ১৯ ম্যাচে তার গোল ১৫ আর অ্যাসিস্ট ১৫টি। যা এমএলএস ইতিহাসে দ্রুততম ১৫ গোল ও ১৫ অ্যাসিস্টেও রেকর্ড। এমন প্রর্তাবর্তনের পর মেসি বলেন, ‘সত্যি বলতে, আমি কিছুটা ক্লান্ত। তবে মাঠে ফেরার জন্য উন্মুখ হয়ে ছিলাম। আমি খুবই আনন্দিত এবং তৃপ্ত।’ 

মোস্তফা/এসআর

×