ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১২ সেপ্টেম্বর ২০২৪, ২৮ ভাদ্র ১৪৩১

প্যারিস অলিম্পিকে মেয়েদের ফুটবলে স্বর্ণপদকের লড়াইয়ে মার্তাদের প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র

বিশ্বচ্যাম্পিয়নদের উড়িয়ে ফাইনালে ব্রাজিল

জিএম মোস্তফা

প্রকাশিত: ০০:৪৫, ৮ আগস্ট ২০২৪

বিশ্বচ্যাম্পিয়নদের উড়িয়ে ফাইনালে ব্রাজিল

স্পেনকে হারিয়ে ফাইনালে ওঠার আনন্দ ব্রাজিলিয়ান

অবিশ্বাস্যই বটে! স্পেনের কাছে হেরে গ্রুপ পর্বের বাধা অতিক্রম করতে পারবে কি না তেমনই শঙ্কার মধ্যে ছিল ব্রাজিল। অথচ সেই ব্রাজিলের মেয়েরাই এবার জায়গা করে নিল প্যারিস অলিম্পিকের ফাইনালে। কোয়ার্টার ফাইনালে ২০২৪ অলিম্পিকের আয়োজক দেশ ফ্রান্সকে হারানোর পর সেমিফাইনালে এবার সেই স্পেনকে হারিয়েই ফাইনালের টিকিট নিশ্চিত করল সেলেসাওরা।

মঙ্গলবার শেষ চারের ম্যাচে ব্রাজিলের মেয়েরা ৪-২ গোলে খুব সহজেই পরাজিত করে মেয়েদের বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল স্পেনকে। এর ফলে আরাধ্য অলিম্পিক স্বর্ণ জয়ের পথে আরও একধাপ এগিয়ে গেল ব্রাজিলের মেয়েরা। 
অলিম্পিক স্বর্ণ লড়াইয়ে আগামী শনিবার ব্রাজিলের প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র। আরেক সেমিফাইনালে আমেরিকার মেয়েরা নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য ড্রয়ে শেষ হওয়ার পর অতিরিক্ত সময়ে ১-০ ব্যবধানে পরাজিত করে জার্মানিকে। এর আগে ব্রোঞ্জপদকের জন্য তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে স্পেনের মুখোমুখি হবে জার্মানি। 
অলিম্পিকের ইতিহাসে দুইবার ফাইনাল খেলেছে ব্রাজিল। কিন্তু দুর্ভাগ্য ব্রাজিলের মেয়েদের। ২০০৪ এবং ২০০৮ দুইবারই স্বপ্নভঙ্গের বেদনা নিয়ে রুপা জিতে মাঠ ছেড়েছিল তারা। দীর্ঘ ১৬ বছর পর আবারও ফাইনালে উঠেছে ব্রাজিল। মেয়েদের ফুটবলে ছয়বার বর্ষসেরা হয়েছেন ব্রাজিলিয়ান তারকা মার্তা। কিন্তু একবারও অলিম্পিক স্বর্ণ জিততে পারেননি তিনি।

এবার তাই শেষবারের মতো স্বর্ণের আক্ষেপ ঘুচানোর মিশনে নেমেছিলেন প্যারিস অলিম্পিকে। কিন্তু  গ্রুপ পর্বে স্পেনের বিপক্ষে লাল কার্ড দেখায় দুই ম্যাচের নিষেধাজ্ঞায় পড়েছিলেন তিনি। কিন্তু শেষ আটের পর সেমিফাইনালে না খেললেও এবার অলিম্পিকে স্বর্ণের পদকের ম্যাচে তাকে খেলার সুযোগ করে দিলেন মার্তার সতীর্থরা। 
মঙ্গলবার মার্শেইতে অনুষ্ঠিত সেমিফাইনালের লড়াইয়ে ব্রাজিলের বিপক্ষে স্পেনই ছিল হট ফেভারিট। বিশেষ করে গ্রুপ পর্বে যে এই ব্রাজিলকেও পরাজয়ের স্বাদ উপহার দিয়েছিল মেয়েদের বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়নরা। তবে গ্রুপ পর্বের সেই হার থেকে শিক্ষা নিয়েই যেন মঙ্গলবার সেমিফাইনালে খেলতে নামে ব্রাজিল। লা রোজাদের বিপক্ষে ম্যাচের ৫ মিনিটেই এগিয়ে যায় তারা।

স্পেনের ইরেনে পারেদেসের আত্মঘাতী গোলে প্রথম এগিয়ে যায় সেলেসাওরা। প্রথমার্ধের যোগ করা সময়ে (৪৫+৪) ব্যবধান দ্বিগুণ করেন গাবি পোর্তিলহো। দ্বিতীয়ার্ধের ৭১ মিনিটে আদ্রিয়ানা গোল করলে ম্যাচের ব্যবধান দাঁড়ায় ৩-০। এরপর ৯০ মিনিটে ব্রাজিলের হয়ে চতুর্থ গোলটি করেন কেরোলিন।

এর আগে ম্যাচের ৮৫ মিনিটে দুদা সাম্পাইওর আত্মঘাতী গোল আর অতিরিক্ত সময়ের ৯০+১২ মিনিটে সালমা পারালুয়েলোর গোল কেবল ব্যবধানটাই কমিয়েছে স্পেনের। 
আরেক সেমিফাইনালে হট ফেভারিট যুক্তরাষ্ট্র মুখোমুখি হয় জার্মানির। যেখানে রেকর্ড চারবারের স্বর্ণের পদক জেতা যুক্তরাষ্ট্র ১-০ গোলে জিতে ফাইনালের টিকিট কাটে।

×