ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

মেসি টাইম ম্যাগাজিনের বর্ষসেরা অ্যাথলেট

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ২২:৩২, ৬ ডিসেম্বর ২০২৩

মেসি টাইম ম্যাগাজিনের বর্ষসেরা অ্যাথলেট

লিওনেল মেসি

বর্তমান বিশ্ব ফুটবলের সেরা তারকা লিওনেল মেসির ভাণ্ডারে জমা পড়েছে আরেকটি অর্জন। এবার তিনি ক্যারিয়ারে প্রথমবারের মতো জিতে নিয়েছেন টাইম ম্যাগাজিনের বর্ষসেরা অ্যাথলেটের পুরস্কার। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়কের অ্যাওয়ার্ডপ্রাপ্তির বিষয়টি নিজেদের ওয়েবসাইটে ঘোষণা দিয়ে জানিয়েছে যুক্তরাষ্ট্রের বিখ্যাত টাইম ম্যাগাজিন কর্তৃপক্ষ। 
২০২৩ সালের বর্ষসেরা অ্যাথলেট হিসেবে মেসির নাম ঘোষণা করেছে। ফুটবলের মর্যাদাপূর্ণ পুরস্কার পাওয়ার দৌড়ে খুদে জাদুকর পেছনে ফেলেছেন দুই তারকা ফুটবলার আর্লিং হালান্ড ও কিলিয়ান এমবাপেকে। টেনিস তারকা নোভাক জোকোভিচও টাইমসের বর্ষসেরা ক্রীড়াবিদ হওয়ার বড় দাবিদার ছিলেন। ২০২৩ সালে অস্ট্রেলিয়ান ওপেন, ফরাসি ওপেন ও ইউএস ওপেনের শিরোপা জিতেছেন এই সার্বিয়ান তারকা। তবে সবাইকে ছাপিয়ে শেষ পর্যন্ত বাজিমাত করেছেন মেসি। 
যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামির হয়েও আর্জেন্টাইন অধিনায়ক ইতোমধ্যে ইতিহাস গড়েছেন। ক্লাবের ইতিহাসে প্রথম কোনো ট্রফি (লিগস কাপ) এসেছে মেসির উদ্ভাসিত নৈপুণ্যের কারণেই। কোচ জেরোর্ডো মার্টিনোর অধীনে ১১ ম্যাচে মেসি ১৪ গোল করেছেন। সবচেয়ে বড় কথা, মেসির আবির্ভাবে মার্কিন মুল্লুকে জেগে উঠেছে ফুটবল। এসব কারণেই মেসিকে বর্ষসেরা অ্যাথলেট ঘোষণা করেছে টাইম ম্যাগাজিন। বিবৃতিতে মেসির আন্তর্জাতিক ও ক্লাব পর্যায়ের কীর্তির প্রশংসা করেছে সাময়িকীটি। গত জুনে ফ্রান্সের লিগ ওয়ানের ক্লাব পিএসজি ছেড়ে মেসি মায়ামিতে যোগ দিয়েছেন। এরপর হারের বৃত্তে ঘুরতে থাকা দলটি একের পর এক জয় তুলে নেয়। জাতীয় দল ও ক্লাবের হয়ে শিরোপা জয়ের পর গত নভেম্বরে রেকর্ড অষ্টম ব্যালন ডি’অরও ওঠে মেসির হাতে।

×