ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

পর্তুগাল-কোরিয়া ও ঘানা-উরুগুয়ে মুখোমুখি আজ

রুমেল খান

প্রকাশিত: ০১:০৪, ২ ডিসেম্বর ২০২২

পর্তুগাল-কোরিয়া ও ঘানা-উরুগুয়ে মুখোমুখি আজ

দুই অধিনায়ক দক্ষিণ কোরিয়ার সন হিয়ং-মিন ও পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনাল্ডো

চলমান কাতার বিশ্বকাপে মোট ম্যাচ অনুষ্ঠিত হবে ৬৪টি। বৃহস্পতিবার পর্যন্ত ম্যাচ হয়ে গেছে ৪৪টি। শুক্রবার আরও ৪টি ম্যাচ অনুষ্ঠিত হলেই যবনিকাপাত ঘটবে গ্রুপ পর্বের সব ম্যাচের। তখন অংশ নেয়া ৩২ দলের অর্ধেকই ঝরে পড়বে এবং টিকে যাওয়া দলগুলো ঠাঁই করে নেবে শেষ ১৬-এর লড়াইয়ে। শুক্রবার যে ৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে, তার দুটিই হচ্ছে এইচ-গ্রুপের। ম্যাচ দুটি ভিন্ন ভেন্যুতে খেলা হলেও শুরু হবে একই সময়ে।

আল রাইয়ানের এডুকেশন সিটি স্টেডিয়ামে পর্তুগাল মুখোমুখি হবে দক্ষিণ কোরিয়ার, আল ওয়াকরার আল জানৌব স্টেডিয়ামে ঘানা মোকাবিলা করবে উরুগুয়েকে। এই গ্রুপে আগেই এক ম্যাচ হাতে রেখে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় রাউন্ডে নাম লিখিয়ে ফেলেছে পর্তুগাল। ফলে আজ ফয়সালা হবে কোন্ দলটি গ্রুপের দ্বিতীয় সেরা দল হয়ে নকআউট পর্বে যাওয়ার যোগ্যতা অর্জন করবে?
প্রথমেই আসা যাক ঘানা-উরুগুয়ে ম্যাচ প্রসঙ্গে। গ্রুপ রানার্সআপ হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে আছে ৬১ ফিফা র‌্যাঙ্কিংধারী ও ‘ব্ল্যাক স্টার্স’ খ্যাত ঘানা। ২ ম্যাচে ১ জয় ও ১ হারে ৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে আছে আফ্রিকার দেশটি। নিজেদের প্রথম ম্যাচে তারা ২-৩ গোলে হেরে যায় পর্তুগালের কাছে। পরের ম্যাচেই একই ব্যবধানে কোরিয়াকে হারিয়ে ঘুরে দাঁড়ায়।

পক্ষান্তরে সমান ম্যাচে ১ ড্র ও ১ হারে মাত্র ১ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের সবচেয়ে নাজুক অবস্থানে আছে ১৪ র‌্যাঙ্কিংধারী, দু’বারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন ও ‘লা সেলেস্তে’ খ্যাত উরুগুয়ে। নিজেদের প্রথম ম্যাচে লাতিন আমেরিকার দেশটি হোঁচট খায় কোরিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করে। পরের ম্যাচে তো আরও করুণ দশা-পর্তুগালের কাছে হার ০-২ গোলে! ফলে একেবারে খাদের কিনারায় চলে যায় তারা।

আজকের ম্যাচে তাদের শুধু জিতলেই হবে না, তাকিয়ে থাকতে হবে পর্তুগাল-কোরিয়া ম্যাচের ফলের দিকেও। বিশেষ করে নিজেরা জিতলে এবং কোরিয়া হারলেই রাউন্ড অব সিক্সটিনের টিকেটপ্রাপ্তি হতে পারে তাদের। ফলে সব মিলিয়ে তারা আছে ব্যাকফুটেই। তারপরও তারা একটা মরণকামড় দেয়ার চেষ্টা করবেই।
এবার আসা যাক দু’দলের মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যানে। উভয় দল পরস্পরকে মোকাবিলা করেছে একবার এবং সেটা বিশ্বকাপেই। ২০১০ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নির্ধারিত সময়ে দু’দলের স্কোরলাইন ছিল ১-১। পরে টাইব্রেকারে ৪-২ গোলে জেতে উরুগুয়ে।

ওই ম্যাচের সবচেয়ে আলোচিত ঘটনা ছিল উরুগুয়ের তারকা ফরোয়ার্ড লুইস সুয়ারেজের লাল কার্ড প্রাপ্তি। প্রতিপক্ষের গোল প্রচেষ্টা রুখে দিতে তিনি ইচ্ছাকৃতভাবে বলটি হাত দিয়ে ধরেন। রেফারি তাকে বহিষ্কার করেন। তবে দলের স্বার্থে সুয়ারেজের এই আত্মত্যাগ বৃথা যায়নি। কেননা ঘানার ফরোয়ার্ড আসামোয়াহ্ জিয়ান ওই পেনাল্টি শট থেকে গোল করতে পারেননি!   
উরুগুয়ে সমস্যা হচ্ছে, এখন পর্যন্ত দুই ম্যাচ খেলেও তারা কোন গোল করতে পারেনি। সুয়ারেজের সঙ্গে আছেন এডিনসন কাভানিও। কিন্তু এই দুজনের খেলায় কোন ধার নেই! গোটা দলই খেলছে ছন্নছাড়া ফুটবল। সে তুলনায় ঘানার অবস্থা তার বিপরীত। দলটি বেশ আক্রমণাত্মক ফুটবল খেলছে, গোলও পাচ্ছে। তাদের আছে কুদুসের মতো দুর্ধর্ষ গোলমেশিন।

ফলে আজকের ম্যাচে ঘানার জয়ের সম্ভাবনাই বেশি দেখছেন ফুটবলবোদ্ধারা। জয় পেলে দ্বিতীয় পর্বে যাবার পাশাপাশি এক যুগ আগের হারের প্রতিশোধও নিতে পারবে ঘানা।
ঘানা সম্ভাব্য শুরু লাইনআপ ॥ মোহাম্মদ সালিসু, আব্দুল-রহমান বাবা, সালিস আব্দুল সামেদ, থমাস পার্টি, মোহাম্মদ কুদুস, আন্দ্রে আয়েউ, জর্ডান আয়ু, ইনাকি উইলিয়ামস, লরেন্স আটি, তারিক ল্যাম্পটে, ড্যানিয়েল আমর্তে।
উরুগুয়ে সম্ভাব্য শুরু লাইনআপ ॥ সার্জিও রোশে, গুইলার্মো ভারেলা, ফেদেরিকো ভালভার্দে, মাতিয়াস ভেকিনো, রদ্রিগো বেন্তানকুর, ম্যাথিয়াস অলিভেরা, লুইস সুয়ারেজ, ডারউইন নুনেজ, সার্জিও রোচেট, সেবাস্টিয়ান কোটস, ডিয়েগো গডিন।
এবার আসা যাক পর্তুগাল-কোরিয়া ম্যাচ প্রসঙ্গে। আগেই দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করে ফেলায় আজকের ম্যাচে স্বাভাবিকভাবেই নবম র‌্যাঙ্কিংধারী এবং ‘দ্য নেভিগেটর্স’ খ্যাত পর্তুগাল বেশ নির্ভার থাকবে। নিজেদের প্রথম ম্যাচে তারা ৩-২ গোলে ঘানাকে এবং দ্বিতীয় ম্যাচে উরুগুয়েকে ২-০ গোলে হারায়। ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে ১৯৬৬ আসরের তৃতীয় স্থান অর্জনকারীরা।

পক্ষান্তরে ২৮ র‌্যাঙ্কিংধারী এবং ‘টাইগার্স অব এশিয়া’ খ্যাত কোরিয়া প্রথম ম্যাচে উরুগুয়েকে রুখে দিলেও পরের ম্যাচে হেরে যায় ঘানার কাছে। ১ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তিনে আছে ২০০২ আসরের চতুর্থ স্থান অর্জনকারীরা। আজকের ম্যাচে তাদের শুধু জিতলেই হবে না, কামনা করতে হবে উরুগুয়ের কাছে কম গোলের ব্যবধানে যেন ঘানা হারে। সবমিলিয়ে বেশ চাপেই আছে তারা।
দু’দল এ পর্যন্ত একবারই মুখোমুখি হয়েছে। ২০০২ বিশ্বকাপের গ্রুপ পর্বে পর্তুগালকে ১-০ গোলে হারিয়েছে কোরিয়া। আজকের ম্যাচে কোরিয়াকে হারালে ২০ বছর আগের হারের মধুর বদলা নিতে পারবেন ক্রিস্টিয়ানো রোনাল্ডোরা? পারবেন কি তারা?
দক্ষিণ কোরিয়া সম্ভাব্য শুরু লাইনআপ ॥ কিম সেয়াং-গাইয়ু, মুন-হোয়ান, মিন-জায়ে, ইয়ন জং গাউ, জিন-সু, উ-ইয়ং, ইন-বিওম, চ্যাং-হুন, উ-ইয়ং, হিউং-মিন, গুয়ে-সং
পর্তুগাল সম্ভাব্য শুরু লাইনআপ ॥ দিয়েগো কোস্তা, ক্যানসেলো, পেপে, ডায়াস, গুয়েরেইরো, বার্নার্ডো, নেভেস, কারভালহো, ফার্নান্দেস; রোনাল্ডো, ফেলিক্স।

সম্পর্কিত বিষয়:

×