ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

মারিয়ার সঙ্গে বাংলায় কথা শচীনের

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ০০:২৪, ১৭ আগস্ট ২০২২

মারিয়ার সঙ্গে বাংলায় কথা শচীনের

শচীন টেন্ডুলকর ও বাংলাদেশের কৃতী ফুটবলার মারিয়া মান্দা

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে ইউনিসেফ দক্ষিণ এশিয়ার শুভেচ্ছাদূত এবং আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরির সেঞ্চুরি করা সাবেক ক্রিকেট লিজেন্ড শচীন টেন্ডুলকরের সাথে আমার এবং অংশুর ইউনিসেফের মাধ্যমে কথা বলার  সুযোগ হয়েছিলআমাদেরকে উনি শারীরিক ও মানসিক সুস্থতা সম্পর্কে পরামর্শ দিয়েছেনঅসংখ্য ধন্যবাদ ইউনিসেফকে, এতবড় সুযোগ করে দেয়ার জন্যনিজের ফেসবুক পেজে এমনই স্ট্যাটাস দিয়েছেন বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের তারকা মিডফিল্ডার মারিয়া মান্দা। 

জাতিসংঘের জরুরি শিশু তহবিলের দক্ষিণ এশিয়া অঞ্চলের শুভেচ্ছাদূত হিসেবে আন্তর্জাতিক যুব দিবসউপলক্ষে শচীন ভিডিও কলের মাধ্যমে কথা বলেছেন বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গেযাদের একজন ছিলেন মারিয়া এবং ভারতীয় নারী ফুটবলার ও কোচ অংশু কাচাপ

মজার ব্যাপার-ভিডিও কলে আলাপচারিতার শুরুতেই সঞ্চালক শচীন সবার কুশল জানতে চেয়ে মারিয়াকে পরিষ্কার বাংলায় জিগ্যেস করেন, “কেমন আছ মারিয়া?” তখন মারিয়াও জবাব দেন, “আমি ভালো আছিআপনি কেমন আছেন?” ৪৯ বছর বয়সী কিংবদন্তি হেসে বলেন, ‘ভালো, একদম ভালো আছিতুমি সত্যিকারের চ্যাম্পিয়ন

এরপর মারিয়াদের কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দেন শচীনখেলোয়াড়দের চাপ কাটিয়ে শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকার উপায় বলে দেনঅতীতের কথা ভুলে জোর দিতে বলেন বর্তমানেকরোনাকালে মারিয়া এং অংশু কিভাবে ফিট ছিলেন, সেটা জানতে চান শচীনমারিয়া তখন জানিয়ে দেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পাঠানো সূচী মেনে বাড়িতে গিয়ে নিজেরাই অনুশীলন করে গেছেনকিছুক্ষণ কথাবার্তা চালানোর পর শচীন সবাইকে ধন্যবাদ দিয়ে বিদায় জানান

×