
কাজী সালাউদ্দিন, সালাম মুর্শেদী ও অন্যরা
ঘুরে দাঁড়ানোর গল্প যেন রিয়াল মাদ্রিদের রক্তের সঙ্গে মিশে আছে। সবশেষ ২০২১-২২ মৌসুমে এর সবচেয়ে উজ্জ্বল দৃষ্টান্ত রচনা করে স্প্যানিশ পরাশক্তিরা। বিশেষ করে উয়েফা চ্যাম্পিয়ন্স লীগে নকআউট পর্বের প্রতিটি ম্যাচে যেভাবে পিছিয়ে পড়ে জয় নিয়ে মাঠ ছাড়েন বেঞ্জামা, মডরিচরা, সেটা রীতিমতো অকল্পনীয়।
এবার ২০২২-২৩ নতুন মৌসুমের শুরুটাও একই গল্প লিখে শুরু করেছে কোচ কার্লো আনচেলোত্তির দল। রবিবার রাতে স্প্যানিশ লা লীগায় নতুন মৌসুমে নিজেদের প্রথম ম্যাচ খেলেছে রিয়াল। শুরুতেই প্রতিপক্ষের মাঠে খেলতে হয় আসরের বর্তমান চ্যাম্পিয়নদের। আলমেরিয়ার আতিথ্য নিয়ে শুরুতেই নড়বড়ে হয়ে পড়ে সফরকারীরা। শুরুতে গোল আদায় করে রিয়ালকে বেকায়দায় ফেলে দেয় তারা। তবে বিরতির পর আবারও ঘুরে দাঁড়ানোর দারুণ গল্প লিখে শেষ পর্যন্ত আলমেরিয়াকে ২-১ গোলে হারিয়ে মসনদ ধরে রাখার মিশন শুরু করেছে রিয়াল মাদ্রিদ।
আলমেরিয়ার পাওয়ার হর্স স্টেডিয়ামে ম্যাচের ষষ্ঠ মিনিটে আলমেরিয়াকে এগিয়ে নেন বেলজিয়ামের তরুণ ফরোয়ার্ড রামাজানি। বিরতির পর ৬১ মিনিটে লুকাস ভাসকুয়েজ রিয়ালের হয়ে সমতা টানার পর বদলি নেমেই দলের জয়সূচক গোল করেন অস্ট্রিয়ান তারকা ডেভিড আলাবা। ম্যাচ শুরুর আগে গতবারের চ্যাম্পিয়ন রিয়ালকে ‘গার্ড অব অনার’ দেয় আলমেরিয়ার খেলোয়াড়রা। রিয়ালের হয়ে লা লীগায় অভিষেক হয় জার্মান ডিফেন্ডার আন্টোনিও রুডিগার ও ফরাসী মিডফিল্ডার অহেলিয়া চুয়ামেনির। দুজনই জার্মান ক্লাব আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের বিরুদ্ধে উয়েফা সুপার কাপ জয়ের ম্যাচে বদলি হিসেবে মাঠে নেমেছিলেন।
কোচ কার্লো আনচেলোত্তির চাওয়া অনুযায়ী বদলি হিসেনে মাঠে নেমে ফ্রি কিক নিয়েই রিয়ালকে জেতানো গোলটি করেন ডেভিড আলাবা। শিষ্যদের আত্মবিশ্বাসের পারদ চড়িয়ে দিতে কত কৌশলই তো কাজে লাগান কোচরা। আনচেলোত্তিও সেই চেষ্টা করেন। তাতেই সফল চ্যাম্পিয়নরা। যখন পয়েন্ট হারানোর শঙ্কায় রিয়াল তখন ৭৪ মিনিটে ফারলান্ড মেন্ডিকে তুলে নিয়ে আলাবাকে নামান আনচেলোত্তি।
বদলি নামানোর সময়ই তাকে তাতিয়ে দিয়েছিলেন রিয়াল কোচ। বেয়ার্ন মিউনিখের সাবেক ডিফেন্ডার মাঠে নেমে নিজের প্রথম স্পর্শেই গোল এনে দেন দলকে। ৩০ বছর বয়সী অস্ট্রিয়ান তারকার অসাধারণ ফ্রি কিক থেকে জয়সূচক গোল পায় রিয়াল।
এর ফলে মৌসুমে রিয়ালের প্রথম দুটি প্রতিযোগিতামূলক ম্যাচেই জালের দেখা পেয়েছেন আলাবা। সুপার কাপে ফ্রাঙ্কফুর্টের বিরুদ্ধে ২-০ গোলে জয়ের ম্যাচে প্রথমটি করেছিলেন তিনি। ম্যাচ শেষে আলাবা নিজেই শুনিয়েছেন বদলি নেমে ফ্রি কিক নেয়ার পেছনের গল্প। তিনি বলেন, মাঠে নামার আগে কোচ আমাকে বলেন, এই ফ্রিকিকটা নাও। তুমি গোল করতে যাচ্ছো। ম্যাচ শেষে কোচ বলেন, আমি তোমাকে বলেছিলাম তো! আলাবার খেলায় মুগ্ধ হলেও দলের নতুন দুই খেলোয়াড়ের পারফরমেন্স হতাশ রিয়াল কোচ। আলমেরিয়ার বিরুদ্ধে দুই তরুণ মিডফিল্ডার চুয়ামেনি ও এডুয়ার্ডো কামাভিঙ্গার নিষ্প্রভ পারফরম্যান্সের পর আনচেলোত্তি বলেছেন, রিয়ালের জার্সির ভার বহন করা খুব কঠিন। লা লিগার ইতিহাসে সফলতম দল রিয়াল।
অনেক দূর এগিয়ে থেকে চ্যাম্পিয়ন্স লীগের রেকর্ড শিরোপাও তাদের। ইতিহাস ও ঐতিহ্য সমৃদ্ধ এবং সাফল্যে ঠাসা এই ক্লাবের জার্সি গায়ে জড়ানো যে কোন ফুটবলারের জন্য অনেক বড় প্রাপ্তি। তবে এর ভার বহন করাও যে বেশ কঠিন, তা মনে করিয়ে দিয়েছেন কোচ। ম্যাচ শেষে চুয়ামেনি ও কামাভিঙ্গার নিষ্প্রভ পারফরম্যান্স নিয়ে আনচেলোত্তি বলেন, অনুশীলনে তরুণরা যা করছে, এই কারণে তাদের খেলার সুযোগ পাওয়া উচিত। তবে সম্ভবত আবেগের দিক থেকে ম্যাচটি তাদেরকে কিছুটা চাপে ফেলে দিয়েছিল। যে মান তারা অনুশীলনে দেখিয়েছে, ম্যাচে তেমনটা করে দেখাতে পারেনি। এটা স্বাভাবিক। যেহেতু তারা এখনও তরুণ। আর রিয়াল মাদ্রিদের জার্সি পরা কঠিন।