ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৬ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

চোখে পড়েছে মিরাজের কীর্তি, সুখবর দিলো আইসিসি

প্রকাশিত: ২০:১১, ৫ মে ২০২৫

চোখে পড়েছে মিরাজের কীর্তি, সুখবর দিলো আইসিসি

মিরাজের সঙ্গে আছেন জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানি এবং নিউজিল্যান্ডের বেন সিয়ার্স

জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজে ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্স করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) মাসসেরা খেলোয়াড় হওয়ার সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন বাংলাদেশের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।

সিলেটে সিরিজের প্রথম টেস্টে দুই ইনিংসে ৫টি করে মোট ১০ উইকেট শিকার করে ব্যক্তিগত দিক থেকে বড় অর্জন গড়েছিলেন মিরাজ। এই ম্যাচেই তিনি টেস্টে ২০০ উইকেটের মাইলফলকে পৌঁছান—বাংলাদেশের ইতিহাসে যা সম্ভব হয়েছে মাত্র তিন বোলারের দ্বারা। যদিও সেই টেস্টে বাংলাদেশ হেরে যাওয়ায় কিছুটা আড়ালে পড়ে গিয়েছিল তার এই অসাধারণ কীর্তি।

তবে চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে দারুণভাবে ঘুরে দাঁড়ান মিরাজ। প্রথম ইনিংসে ব্যাট হাতে তুলে নেন ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি। এরপর বল হাতে দ্বিতীয় ইনিংসে শিকার করেন ৫ উইকেট। তার এই অলরাউন্ড পারফরম্যান্সেই ইনিংস ব্যবধানে জয় পায় বাংলাদেশ, সিরিজও শেষ হয় ১-১ সমতায়।

এই পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে আইসিসির এপ্রিল মাসের সেরা ক্রিকেটার নির্বাচনের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন মিরাজ। তার সঙ্গে তালিকায় আছেন জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানি এবং নিউজিল্যান্ডের বেন সিয়ার্স।

এসএফ

×