ঢাকা, বাংলাদেশ   রোববার ১৫ সেপ্টেম্বর ২০২৪, ৩১ ভাদ্র ১৪৩১

উইন্ডিজের বিপক্ষে দুর্দান্ত শতকে ফেরার দাবি রাখলেন জয়

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ০০:৪১, ৩ জুন ২০২৩

উইন্ডিজের বিপক্ষে দুর্দান্ত শতকে  ফেরার দাবি রাখলেন জয়

.

গত বছর জুনে ওয়েস্ট ইন্ডিজ সফরে সর্বশেষ টেস্ট খেলেছেন মাহমুদুল হাসান জয়২২ বছর বয়সী এই তরুণ ডানহাতি ওপেনার অফ ফর্মের কারণেই তিনি দল থেকে ছিটকে পড়েনতবে আফগানিস্তানের বিপক্ষে আসন্ন একমাত্র টেস্টের আগে নিজেকে ফিরে পেয়েছেনসফরকারী ওয়েস্ট ইন্ডিজ দলের বিপক্ষে করেছেন ক্যারিয়ারের চতুর্থ প্রথম শ্রেণির সেঞ্চুরিতিনি ২৬৮ বলে ১৪ চারে করেন অপরাজিত ১১৪ রানআর এতেই বাংলাদেশ দল চরম চাপের ম্যাচে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ড্র করতে সক্ষম হয়েছে৪৬১ রানের বিশাল টার্গেট তাড়ায় নেমে বাংলাদেশ দল করে ৪ উইকেটে ৩০৬ রানমাহমুদুলের এই দুর্দান্ত শতকের সঙ্গে দারুণ ভূমিকা রাখে ইয়াসির আলী রাব্বির ৬৭ রানের ইনিংসএতেই সিরিজের তৃতীয় ও শেষ আনঅফিসিয়াল টেস্টের (৪ দিনের ম্যাচ) শেষদিন ড্র করতে পেরেছে বাংলাদেশ দল

বাংলাদেশ দল আগামী ১৪ জুন একমাত্র টেস্টে আফগানিস্তানের মুখোমুখি হবে মিরপুরেআর এই টেস্টে খেলতে পারবেন না বাংলাদেশ অধিনায়ক ও বাঁহাতি অলরাউন্ডার সাকিব আল হাসানসে কারণে বিকল্প হিসেবে গত এপ্রিলে আয়ারল্যান্ডের বিপক্ষে খেলা একমাত্র টেস্টের স্কোয়াডে নিশ্চিতভাবেই পরিবর্তন আনতে হবেসাকিবের জায়গায় দলে একই সঙ্গে একজন ব্যাটার ও একজন বোলারের ঘাটতি দেখা দিয়েছেসেই অভাব পূরণের জন্য এবার বিকল্প হিসেবে স্কোয়াডে ঠাঁই পাবেন একজন ব্যাটারআইরিশদের বিপক্ষে সর্বশেষ টেস্টের স্কোয়াডে ছিলেন সাদমান ইসলাম অনিক

তিনি ক্যারিবীয় দলের বিপক্ষে দুটি ভালো ইনিংস খেলেছেনআর ইনজুরির কারণে অভিষেক টেস্টে ভারতের বিপক্ষে সেঞ্চুরি হাঁকানো জাকির হাসান ছিটকে যানকিন্তু তিনি ফেরার প্রক্রিয়ায় সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননিএবার তামিম ইকবাল, শান্ত, লিটন কুমার দাসদের সঙ্গে টপঅর্ডারের জন্য জয়, সাদমান ও জাকিরের মধ্যে থেকেই এক বা দুজনকে নিয়ে আফগানদের বিপক্ষে টেস্ট স্কোয়াড গড়া হবেসেই স্কোয়াডে ঠাঁই পাওয়ার পরীক্ষা ক্যারিবিয় দলের বিপক্ষে আনঅফিসিয়ার টেস্টে দিয়েছেন তারাঅবশ্য টেস্ট দলের অভিজ্ঞ সদস্য মুমিনুল হক সৌরভ দুই ইনিংসেই হয়েছেন ব্যর্থতিনি উভয় ইনিংসে ৫ রান করে সাজঘরে ফিরেছেনসাদমান শেষ ম্যাচটিতে খেলেননিতাই জাকির-জয়ের দিকে তাকিয়ে ছিলেন নির্বাচকরা

জাকির উইন্ডিজ দলের বিপক্ষে ৩ ম্যাচের ৬ ইনিংসে করেছেন ৩০, , ১৮, ১৩, ২৯ ও ৪৩তবে ভারতের বিপক্ষে গত ডিসেম্বরে টেস্ট অভিষেকে শতক পাওয়ার কারণে তিনি নির্বাচকদের কাছে ইতিবাচক হিসেবেই বিবেচনায় আছেনআর সাদমান সেই টেস্টে খেলতে না পারলেও উইন্ডিজদের বিপক্ষে এবার ২ ম্যাচে ২টি অর্ধশতক হাঁকিয়েছেনঅপেক্ষা ছিল জয়কে দেখারতিনি গত বছর মাউন্ট মঙ্গানুই টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক জয়ের ম্যাচে দুর্দান্ত অর্ধশতক হাঁকান এবং পরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ডারবানে হাঁকান শতকতিনিই নিজের ব্যাটিং ধারাবাহিকতা রাখতে পারেননিতাই ছিটকে পড়েছেন টেস্ট দল থেকেএবার উইন্ডিজ দলের বিপক্ষে গত ৩ ইনিংসে তেমন ভালো করতে পারেননিঅবশ্য আগের ম্যাচে চারে ব্যাট করেছেন তিনিএই ম্যাচে ওপেনিংয়ে ফেরেনকিন্তু প্রথম ইনিংসে মাত্র ৯ রানে আউট হয়ে যান৪৬১ রানের জয়ের লক্ষ্য নিয়ে খেলতে নেমে দ্বিতীয় ইনিংসে তৃতীয় দিন শেষে বাংলাদেশ দল বিনা উইকেটে ৪৭ রান তোলেজয় অপরাজিত ছিলেন ২৮ রানেচতুর্থ দিন আরও ৪১৪ রানের প্রয়োজনঅসম্ভব এই টার্গেট ছোঁয়ার চেয়ে বেশি চ্যালেঞ্জ ছিল ম্যাচ বাঁচানোরসেই চ্যালেঞ্জে প্রাচীরের মতো দাঁড়িয়ে গেছেন জয়দীর্ঘদিন পর লঙ্গার ভার্সনে নিজেকে মেলে ধরেছেনপ্রথম শ্রেণির ক্যারিয়ারে করেছেন চতুর্থ সেঞ্চুরিওপেনিংয়ে জাকিরের সঙ্গে ৯৩ রানের জুটি গড়েন তিনি

জাকির ৯৫ বলে ৬ চারে ৪৩ রানে সাজঘরে ফিরে যাওয়ার পর মুমিনুলও ৫ রানে আউট হনএরপর সাইফ হাসানের সঙ্গে তৃতীয় উইকেটে ৫৩ রানের জুটি গড়েন তিনি৪৯ বলে ৫ চার, ১ ছয়ে ৩৮ রানে আউট হন সাইফএরপর ১১৭ রানের দুর্দান্ত এক জুটিতে ম্যাচে হারের শঙ্কা এড়িয়েছেন জয়-ইয়াসিরদীর্ঘ সময় রান খরার মধ্যে থাকা ইয়াসিরও টেস্ট দল থেকে ছিটকে পড়েছেন

তিনি ৮৫ বলে ৬ চার, ৪ ছক্কায় ৬৭ রানের দারুণ ইনিংস খেলে ফেরার দাবি জানিয়ে রেখেছেনএরপর জয় শতক হাঁকিয়েছেন এবং অপরাজিত থেকেছেন ১১৪ রানে৭ ঘণ্টা ক্রিজে থেকে এই ধৈর্যশীল ইনিংস উপহার দিয়ে দলকে ড্র এনে দিয়েছেন জয়আর সেই সঙ্গে আবার টেস্ট দলে ফেরার দাবিটাকে জোরালো করতে পেরেছেন৪ উইকেটে ৩০৬ রান তুলতেই সফরকারী দল ড্র মেনে নিয়েছেনকেভিন সিনক্লেয়ার নেন ৩ উইকেট

×