ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

স্পিন দিয়েই পাকিদের ঘায়েল করতে চান রুমানা

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ০০:৩৪, ৩ অক্টোবর ২০২২

স্পিন দিয়েই পাকিদের ঘায়েল করতে চান রুমানা

.

গত কয়েক ম্যাচে দলের স্পিনারদের নিয়েই দুর্দান্ত সব জয় তুলে নিয়েছে বাংলাদেশ মহিলা ক্রিকেট দল। দুই অফস্পিনার সালমা খাতুন ও সোহেলী আক্তার এবং দুই বাঁহাতি স্পিনার সানজিদা আক্তার মেঘলা ও নাহিদা আক্তার বেশ ফর্মে আছেন। তাই আজ শক্তিশালী পাকিস্তানকে স্পিনেই ঘায়েলের পরিকল্পনা বাংলাদেশের। রবিবার সেই লক্ষ্যই জানিয়েছেন বাংলাদেশের লেগস্পিন অলরাউন্ডার রুমানা আহমেদ।
পাকিস্তানী ব্যাটাররা স্পিন মোকাবেলায় বেশ দক্ষ। তাই তাদের বিপক্ষে স্পিনে সফল হওয়া কঠিন। আমাদের স্পিনাররা আগে যেটা করত, এর চেয়ে বেশি ভাল করছে। আমরা দেখেছি যে ম্যাচগুলো খেলেছি, স্পিনাররা সেরা এফোর্ট দিয়ে আসছে। এখানেও পাকিস্তানকে হারাতে আমাদের স্পিন যথেষ্ট।’ এবার এশিয়া কাপে সিলেটের উইকেটে দাপট দেখা যাচ্ছে স্পিনারদেরই।

শেষ হওয়া ৪ ম্যাচে ৪৮ উইকেটের মাঝে ৩৮টিই নিয়েছেন স্পিনাররা। যেখানে পেসাররা নিতে পেরেছেন মাত্র ১০ উইকেট। তাই রুমানা বলেন, ‘দক্ষিণ আফ্রিকায়, নিউজিল্যান্ডে আমাদের পেসাররা ভাল করেছে। এখানে দেখা যাচ্ছে স্পিনাররা বরাবরই ভাল করে, ছেলে বা মেয়ে দুই দলেই। বিশ্বে আমরা যাকে সেরা মনে করি সালমা আপু যে স্পেলটা করে, অসাধারণ।’ ফলে নিজেদের বোলিং বিভাগের শক্তির জায়গাটাকে স্পিনই মনে করছেন রুমানা।

 

×