ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

দুর্দান্ত ইনিংসে মাহমুদুল্লাহর স্বস্তি

মোঃ মামুন রশীদ

প্রকাশিত: ২২:৫০, ৭ আগস্ট ২০২২

দুর্দান্ত ইনিংসে মাহমুদুল্লাহর স্বস্তি

মাহমুদুল্লাহ রিয়াদ

জিম্বাবুইয়ের বিপক্ষে সবসময়ই বাংলাদেশ দল থাকে আত্মবিশ্বাসে ভরপুরকিন্তু এবার পরিস্থিতি ভিন্নবাংলাদেশ দলকে এবার বেশ চাপে ফেলেছে জিম্বাবুইয়েটি২০ সিরিজে তারা জিতেছে, প্রথম ওয়ানডেও জিতেছেযদিও ওয়ানডেতে অনেক বেশি মানানসই বাংলাদেশী ব্যাটাররা দারুণ পারফর্মেন্স দেখিয়ে চলেছেন

রবিবার হারারে স্পোর্টস ক্লাবে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে অপরাজিত ৮০ রানের ইনিংসে স্বস্তিতে ফিরেছেন অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদআন্তর্জাতিক ক্রিকেটে ২৪ ম্যাচ পর কোন ফিফটির দেখা পেয়েছেন তিনিএছাড়া বাঁহাতি ওপেনার, অধিনায়ক তামিম ইকবাল টানা দ্বিতীয় ফিফটি হাঁকিয়েছেনআগের ম্যাচে ৮ হাজার রান পেরোনো তামিম এবার পেছনে ফেলেছেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক স্টিফেন ফ্লেমিংকেদুজনের দারুণ ইনিংসের পরও ব্যাটিং সহায়ক পিচে ৯ উইকেটে ২৯০ রান করেছে বাংলাদেশকারণ এনামুল হক বিজয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম ও আফিফ হোসেন ধ্রুব উইকেটে থিতু হওয়ার পর ইনিংসটাকে বড় করতে পারেননিআর সবমিলিয়ে ব্যাটাররা প্রায় অর্ধেক বলই দিয়েছেন ডটএবার জিম্বাবুইয়ে সফরে একবারও টস জিততে পারেনি বাংলাদেশতিন অধিনায়ক হেরেছেন ৫ ম্যাচের টসটি২০ সিরিজে নুরুল হাসান সোহান ২টি, মোসাদ্দেক হোসেন সৈকত ১টি এবং ওয়ানডে সিরিজে তামিম ২টি টস হেরেছেনপ্রথম ওয়ানডেতে টস হেরে আগে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়ে সফল হয়েছে জিম্বাবুইয়ে, রবিবারও তাই করেছে৩টি পরিবর্তন নিয়ে নামতে হয়েছে বাংলাদেশ দলকেলিটন কুমার দাস, মুস্তাফিজুর রহমানকে ইনজুরির কারণে এবং কম্বিনেশনে বোলার বাড়াতে গিয়ে মোসাদ্দেক হোসেন সৈকতকে রাখা হয়নি একাদশেআর সুযোগ পেয়েছেন বাঁহাতি টপঅর্ডার নাজমুল ইসলাম শান্ত, ডানহাতি পেসার হাসান মাহমুদ ও বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামজিম্বাবুইয়েকেও ইনজুরিতে পড়া রায়ান বার্লসহ মোট ৫ জনকে পরিবর্তন করেছেএদিন ব্যাটিংয়ে নেমে দ্রুতগতিতে শুরু করেন তামিম-বিজয়পাওয়ার প্লের ১০ ওভারে তারা বিনা উইকেটে দলের স্কোরবোর্ডে এনে দেন ৬২ রান৪৪ বলে ক্যারিয়ারের ৫৫তম ফিফটি হাঁকান তামিমতবে পরের ওভারেই তাকে সাজঘরে ফেরান তানাকা চিভঙ্গা৪৫ বলে ১০ চার, ১ ছয়ে ৫০ রান করেন তিনিএর ফলে নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক  ফ্লেমিংকে ছাড়িয়ে গেছেন২৬৯টি ওয়ানডে ইনিংসে ফ্লেমিং ৮০৩৭ রান করে ক্যারিয়ারের ইতি টেনেছেনআর এদিন ফিফটি হাঁকিয়ে তামিম ২২৮ ইনিংসে ৮০৫৫ রানে পৌঁছেছেনফলে ওয়ানডে ইতিহাসে বাঁহাতি ব্যাটারদের রান করার তালিকায় আরেক ধাপ এগিয়ে এখন ১০ নম্বরে তামিম৯ নম্বরে থাকা ভারতের যুবরাজ সিং বেশ এগিয়ে ২৭৮ ইনিংসে ৮৭০১ রান নিয়েআর এই বাঁহাতিদের তালিকায় সবার শীর্ষে থাকা শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারার ৩৮০ ইনিংসে রান ১৪ হাজার ২৩৪

পাওয়ার প্লেতে ফিফটি এ নিয়ে চতুর্থবার হাঁকালেন তামিমবাংলাদেশের আর কোন ব্যাটার তা করতে পারেননিসেই তামিমের বিদায়ে ১১ ওভারে করা ৭১ রানের ওপেনিং জুটি ভেঙ্গে যায়কিছুটা ধীরস্থির থাকলেও বিজয় ভালই খেলছিলেনকিন্তু তামিম আউট হওয়ার পরের ওভারেই তিনি রানআউট হয়ে যান ২৫ বলে ৩ চারে ২০ করেএরপর শান্ত ও মুশফিক তৃতীয় উইকেটে ৫০ রানের জুটি গড়েন ৬৪ বল থেকে৩১ বলে মাত্র ১ চারে ২৫ রান করা মুশফিক ওয়েসলি মাধেভেরের স্পিনে সাজঘরে ফিরেছেনআর এক ম্যাচ পর খেলতে নামা শান্ত ছিলেন একেবারেই ধীরগতিরতিনি ৫৫ বলে ৫ চারে ৩৮ রান করে বিদায় নেন২৯.৩ ওভারে ১৪৮ রানে ৪ উইকেট হারিয়ে কিছুটা চাপেই পড়ে বাংলাদেশতারপর অবশ্য আফিফ ও মাহমুদুল্লাহ রিয়াদ ৮২ বলে ৮১ রানের দুর্দান্ত জুটি গড়লে বড় সংগ্রহের ভিত গড়ে ওঠেকিন্তু আফিফ বেশ আক্রমণাত্মক মেজাজে খেলে ৪১ বলে ৪ চারে ৪১ রানে বিদায় নেওয়ার পর অনেক ধীর মাহমুদুল্লাকে তেমন সঙ্গ দিতে পারেননি কেউমেহেদি হাসান মিরাজ ১২ বলে ২ চারে ১৫, তাসকিন আহমেদ ২ বলে ১, তাইজুল ইসলাম ৪ বলে ১ চারে ৬ ও শরিফুল ইসলাম ২ বলে ১ রানে বিদায় নেনঅনেক ধীরগতিতে শুরু করা মাহমুদুল্লাহ পরের দিকে কিছুটা দ্রুত ব্যাট চালিয়েছেন৬৯ বলে ক্যারিয়ারের ২৬তম ফিফটি পান তিনিএটি ওয়ানডেতে ১৩ ম্যাচ ও ১১ ইনিংস পর তার কোন অর্ধশতকগত বছর মে মাসে শ্রীলঙ্কার বিপক্ষে মিরপুরে ৫৩ রান করেছিলেনটেস্ট থেকে অবসর নেয়াতে বাকি দুই ফরমেট মিলিয়ে ২৪ ম্যাচের ২২ ইনিংস পর আবার কোন আন্তর্জাতিক অর্ধশতক পেয়েছেন তিনি

গত অক্টোবরে টি২০ বিশ্বকাপের  প্রাথমিক রাউন্ডে পাপুয়া নিউগিনির বিপক্ষে ওমানের মাটিতে ২৮ বলে ৫০ রানের ইনিংসটি ছিল তার সর্বশেষ আন্তর্জাতিক অর্ধশতকমাঝে ব্যাটিং ব্যর্থতায় দারুণ সমালোচনায় পড়েন মাহমুদুল্লাহতাই এই স্বস্তির ফিফটি পেয়ে চড়াও হন তিনি জিম্বাবুইয়ে বোলারদের ওপরযদিও সিকান্দারের অফস্পিনে নাকাল হয়েছেন বাংলাদেশী ব্যাটাররা১০ ওভারে তিনি মাত্র ৫৬ রান দিয়ে ৩ উইকেট তুলে নেনআরেক অনিয়মিত অফস্পিনার মাধেভেরে ক্যারিয়ারসেরা বোলিংয়ে ৯ ওভারে মাত্র ৪০ রান দিয়ে নেন ২ উইকেটতাদের দারুণ বোলিংয়ের কারণে শেষ ১০ ওভারে মাত্র ৮৪ রান তুলতে ৫ উইকেট হারিয়েছে বাংলাদেশতাই ৯ উইকেটে ২৯০ রানে থামে বাংলাদেশব্যাটারদের অনেক বেশি ডট বলের কারণে আরও দুর্দান্ত কিছু থেকে বঞ্চিত হয়েছে দলমাহমুদুল্লাহ ৮৪ বলে ৩ চার, ৩ ছক্কায় ৮০ রানে অপরাজিত থাকেন

×