ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ তৃতীয় টি২০ আজ

সিরিজ ফয়সালার লড়াই গায়ানায়

মোঃ মামুন রশীদ

প্রকাশিত: ০১:০৯, ৭ জুলাই ২০২২

সিরিজ ফয়সালার লড়াই গায়ানায়

অধিনায়ক নিকোলাস পুরান, পেছনে মাহমুদুল্লাহ রিয়াদ

ডোমিনিকার ভয়াল স্মৃতিটা ভুলে এখন মাঠের ব্যর্থতায় ন্যুব্জ ক্রিকেটাররা২ ম্যাচে যে পারফর্মেন্স তা ভুলে যাওয়া কঠিন বাংলাদেশের ক্রিকেটারদের জন্যটপঅর্ডার ব্যাটাররা যথারীতি ব্যর্থ আর দ্বিতীয় টি২০-তে বিশেষ করে বাংলাদেশী পেসাররা তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন

প্রকৃতির বৈরিতায় প্রথম টি২০ সেখানে পরিত্যক্ত হয়েছে বাংলাদেশের অগোছালো ব্যাটিং শেষেআর দারুণ পরিবেশে দ্বিতীয় টি২০ স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ দাপটের সঙ্গে ৩৫ রানে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছেতারপর গায়ানায় বিমানে করেই এসেছেন বাংলাদেশের ক্রিকেটাররাএখানে প্রভিডেন্স স্টেডিয়ামে আজ সিরিজের তৃতীয় ও শেষ টি২০আরেকটি সিরিজ হার ঠেকাতে এই ম্যাচ জিততেই হবে বাংলাদেশকেতবে এবারও বৈরী প্রকৃতির দাপটে ম্যাচ না হওয়ার শঙ্কা প্রবল

গত কয়েকদিন ধরেই এখানে বৃষ্টিশেষ রাত থেকে সকাল পর্যন্ত ভারি বৃষ্টি এবং সারাদিন থেমে থেমে বৃষ্টির সম্ভাবনা আছেতবে এর মধ্যেই ম্যাচটি যতটা হবে সেখানে ঘুরে দাঁড়ানোর জন্যই নামবে বাংলাদেশসেজন্য উন্নতি করতে হবে ব্যাটিং এবং বোলিং দুই বিভাগেইআর ক্যারিবীয়দের লক্ষ্য এ ম্যাচটিও জিতে সিরিজ নিজেদের করে নেওয়ারবাংলাদেশ সময় রাত ১১টা ৩০ মিনিটে ম্যাচটি মাঠে গড়ানোর কথা রয়েছে

সেন্ট লুসিয়া থেকে ডোমিনিকায় ফেরিতে সমুদ্রযাত্রায় যে কঠিন অভিজ্ঞতা হয়েছে তা কাটিয়ে ইতোমধ্যেই সেখানে ২ ম্যাচ খেলেছে বাংলাদেশ দলতবে ফেরিযাত্রার ভয়াল অভিজ্ঞতা ম্যাচে প্রভাব ফেলেছে এমনটা বাংলাদেশের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো মানতে নারাজতার কথার সত্যতা পাওয়া গেছে যখন ফেরিযাত্রায় বেশি অসুস্থ হয়ে পড়া দুই ক্রিকেটার নুরুল হাসান সোহান ও শরিফুল ইসলাম দুজনই উভয় ম্যাচ খেলেছেনতারা বেশ ভাল পারফর্মেন্সও দেখিয়েছেন

তবে দুই ম্যাচে বাংলাদেশের টপঅর্ডার চিরাচরিত নিয়মে ভেঙ্গে পড়েছেনব্যর্থতা কাটাতে দীর্ঘ দিন ধরেই পরীক্ষা-নিরীক্ষা চলছে, তবে উত্তরণ ঘটেনিপ্রথম ম্যাচে এনামুল হক বিজয় আর মুনিম শাহরিয়ার ওপেনিং করলেও দ্বিতীয় ম্যাচে বিজয়-লিটন কুমার দাস নেমেছেনকিন্তু তবু ব্যর্থ হয়েছে টপঅর্ডারজাতীয় দলে ফেরার পর থেকে ৪ ইনিংস খেলেও বিজয় তেমন ভাল কিছু করতে পারেননিআজ তার জন্য চ্যালেঞ্জ থাকবে দারুণ কিছু করারশুরু ভালভাবে করলেও সেটা ধরে রাখতে পারছেন না এ ওপেনার

আজও তার সঙ্গে লিটনেরই ওপেনিং করার সম্ভাবনা বেশিতবে বাংলাদেশ দলের জন্য বড় দুশ্চিন্তার বিষয় অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদের টানা ব্যর্থতাগত ১২ ইনিংসে তার ব্যাট থেকে ভাল কিছু পায়নি বাংলাদেশদলও এই ১২ ম্যাচে হেরেছে ১০টি, জিতেছে ১টিতাই এবার অধিনায়ক হিসেবে নিজেকে মেলে ধরাটা অবশ্যম্ভাবী হয়ে উঠেছে তার জন্যটেস্টের নেতৃত্ব মুমিনুল হক নিজের এবং দলের ব্যর্থতার জন্য স্বেচ্ছায় ছেড়ে দেনসাকিব আল হাসান হয়েছেন অধিনায়কএবার মাহমুদুল্লাহর নেতৃত্বও সাকিবের কাঁধে ন্যস্ত হওয়ার পরিস্থিতি সৃষ্টি হয়েছেসাকিব দারুণ ফর্মে আছেন

টেস্টেও ভাল করেছেন, এখন টি২০ সিরিজেও দুর্দান্ত ব্যাট করছেনগত ম্যাচেও ৫২ বলে ৬৮ রানের অপরাজিত ইনিংস উপহার দিয়েছেনদ্বিতীয় বাংলাদেশী হিসেবে আন্তর্জাতিক টি২০ ক্রিকেটে ২ হাজার রানের মাইলফলকও পেরিয়েছেনতার ওপরই এখন পুরো দল নির্ভর হয়ে পড়েছেএমন একক নৈপুণ্যের জন্যই দল জিততে পারছে নামাহমুদুল্লাহ জানিয়েছেন, সাকিব একাই ভাল করলে হবে না বরং তার সঙ্গী প্রয়োজনআর দলগতভাবে সবাই কিছু অবদান না রাখতে পারলে জয় পাওয়া সম্ভব নয়সেটা কি আজ প্রভিডেন্সে করে দেখাতে পারবে বাংলাদেশ দল? এখন  পর্যন্ত এই ভেন্যুতে কোন টি২০ খেলেনি বাংলাদেশতবে ৩ ওয়ানডে খেলেছে২০০৭ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করার ১১ বছর পর স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকেও হারায় বাংলাদেশআরেকটি ম্যাচ ক্যারিবীয়রা জিতেছেতাই এই মাঠটিও বেশ পয়মন্ত বাংলাদেশ দলের জন্য

সেটা অনুপ্রেরণা হিসেবে নিয়েই আজ কি ঘুরে দাঁড়াতে পারবে সফরকারীরা? সেজন্য মুস্তাফিজুর রহমান, শরিফুলদের পেস বোলিংয়ে আরও মিতব্যয়িতা এবং শৃঙ্খলা অতীব জরুরীসর্বশেষ ২ টি২০ ম্যাচ এই মাঠে পরিত্যক্ত হয়েছে  বৈরী প্রকৃতির কারণে, এমনকি সর্বশেষ ওয়ানডেতেও ফল আসেনিক্যারিবীয়রা এখানে খেলেছে ৬ টি২০, ২টি করে জয়-পরাজয়ের পাশাপাশি আছে ২টি পরিত্যক্ত ম্যাচ

তারা এবার এই পরিসংখ্যানকে সমৃদ্ধ করতে চাইবে বিপর্যস্ত বাংলাদেশকে হারিয়েব্র্যান্ডন কিং, রোভম্যান পাওয়েলদের দুর্দান্ত ফর্ম ও বিধ্বংসী ব্যাটিংয়ের পাশাপাশি বোলারদের সুশৃঙ্খল বোলিং সেই আশা দিচ্ছে তাদেরএখন পর্যন্ত ৬টি দ্বিপক্ষীয় সিরিজ খেলেছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ, উভয়ে জিতেছে ৩টি করেআজ ক্যারিবীয়রা জিতলে সিরিজ জয়েও এগিয়ে যাবে ৪-৩ ব্যবধানে

×