ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০১ আগস্ট ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২

লিথিয়ামকে বিদায়! জার্মানির যে ব্যাটারি প্রযুক্তি পাল্টে দিচ্ছে বিশ্ব

প্রকাশিত: ০১:১০, ১ আগস্ট ২০২৫

লিথিয়ামকে বিদায়! জার্মানির যে ব্যাটারি প্রযুক্তি পাল্টে দিচ্ছে বিশ্ব

ছবি: সংগৃহীত

 

বিশ্ব জ্বালানি খাতে বড় পরিবর্তন আনতে যাচ্ছে জার্মানির নতুন এক আবিষ্কার। এবার তারা তৈরি করেছে এমন এক ব্যাটারি, যা লিথিয়াম, কোবাল্ট কিংবা অন্য কোনো বিরল ও দূষণকারী উপাদান ছাড়াই কাজ করে। এই ব্যাটারির শক্তির উৎস প্রচুর পরিমাণে সহজলভ্য লবণ এবং পরিবেশের বাতাস।

এই অত্যাধুনিক ‘লবণ-এবং-হাওয়া ব্যাটারি’ সৌর প্যানেল ও উইন্ড টারবাইন থেকে সংগৃহীত বিদ্যুৎ সংরক্ষণে সক্ষম এবং সময়ের সঙ্গে এর কর্মক্ষমতা কমে যায় না। দশকের পর দশক ধরে এটি কার্যকর থাকবে, যা একে অন্যান্য প্রচলিত ব্যাটারির তুলনায় অনেক বেশি নির্ভরযোগ্য করে তুলেছে।

ব্যাটারির বৈশিষ্ট্য:

  • লিথিয়াম, কোবাল্ট ও ক্ষতিকর উপাদান ব্যবহার নেই
  • সম্পূর্ণ পুনর্ব্যবহারযোগ্য ও নিরাপদ
  • আগুন বা বিস্ফোরণের ঝুঁকি নেই
  • উৎপাদন খরচ অত্যন্ত কম
  • অফ-গ্রিড গ্রাম থেকে শুরু করে জাতীয় গ্রিড পর্যন্ত ব্যবহারযোগ্য

বিশেষজ্ঞরা বলছেন, এটি সবচেয়ে নিরাপদ ও টেকসই ব্যাটারি প্রযুক্তি, যা নবায়নযোগ্য জ্বালানিকে আরও বেশি কার্যকর করে তুলবে। বিশ্বজুড়ে বাড়ছে সৌর ও বায়ু বিদ্যুৎ প্রকল্প সেগুলোর জন্য শক্তি সংরক্ষণের এমন ভরসাযোগ্য সমাধান দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটাবে। জার্মান উদ্ভাবকরা মনে করছেন, এটি হতে পারে সবুজ শক্তির বিপ্লবের টার্নিং পয়েন্ট। ভবিষ্যতের বাসা-বাড়ি ও শিল্পপ্রতিষ্ঠানগুলো চলবে এই সাশ্রয়ী ও পরিবেশবান্ধব প্রযুক্তিতে।

আঁখি

×