
আপনি টেক এক্সপার্ট নন, তাতে কিছু যায় আসে না। স্মার্টফোন নিরাপদ রাখতে আপনার দরকার শুধু কোথায় ট্যাপ করতে হবে তা জানা। গোপনে আপনার ডেটা হাতিয়ে নেওয়া অ্যাপ, ভুলে থাকা সেটিংস এসবই আপনার ব্যক্তিগত তথ্য ফাঁস করে দিচ্ছে, আপনার অজান্তেই।
ভালো খবর হলো, ফোনের মাত্র কয়েকটি সেটিংস পরিবর্তন করলেই আপনি ট্র্যাকিং কমাতে পারবেন, গোপনীয়তা বাড়াতে পারবেন এবং আপনার ডিজিটাল জীবনের ওপর নিয়ন্ত্রণ ফিরে পাবেন।
এখানে এমন ৫টি সেটিংস দেওয়া হলো যা আজই বদলে নেওয়া উচিত কোনো বাড়তি অ্যাপ নয়, ফোনে থাকা সহজ অপশনেই হবে কাজ।
১. বিজ্ঞাপন ট্র্যাকিং বন্ধ করুন
আপনার আচরণ বিক্রি না হোক অ্যাপে!
অ্যাপগুলো আপনার তথ্য চায়, যাতে আরও নির্দিষ্টভাবে বিজ্ঞাপন দেখাতে পারে।
iPhone-এ:
Settings > Privacy & Security > Tracking → "Allow Apps to Request to Track" অপশনটি বন্ধ করে দিন।
Android-এ:
Settings > Google > Ads → "Ad personalization" বন্ধ করুন বা "Delete advertising ID" বেছে নিন।
এতে সব বিজ্ঞাপন বন্ধ হবে না, কিন্তু অ্যাপগুলোর ট্র্যাকিং বন্ধ হবে।
২. লক স্ক্রিনে প্রিভিউ বন্ধ করুন
অন্য কেউ যেন আপনার মেসেজ না দেখে!
SMS-এর 2FA কোড, ব্যাংক নোটিফিকেশন বা ব্যক্তিগত বার্তা সবই লক স্ক্রিনে ভেসে উঠতে পারে, যদি না আপনি সেটিংস বদলান।
iPhone-এ:
Settings > Notifications > Show Previews → “When Unlocked” নির্বাচন করুন।
Android-এ:
Settings > Notifications > Lock Screen notifications → “Hide content” বা “Don’t show sensitive content” বেছে নিন।
৩. অ্যাপ পারমিশন রিভিউ করুন
যে অ্যাপ ফ্ল্যাশলাইট দেয়, তার ক্যামেরা বা লোকেশন দরকার নেই!
iPhone-এ:
Settings > Privacy & Security → আলাদা ক্যাটাগরিতে (Location, Camera, Mic) গিয়ে দেখে নিন কোন অ্যাপে কী অনুমতি আছে।
Android-এ:
Settings > Security and privacy > More privacy settings > Permission Manager → এক ক্যাটাগরি করে পারমিশন রিভিউ করুন।
অপ্রয়োজনীয় পারমিশন তুলে ফেলুন। ফোন ঠিকঠাক চলবে।
৪. ব্লুটুথ বন্ধ রাখুন যখন ব্যবহার করছেন না
কারণ ব্লুটুথ খোলা থাকলেই হ্যাকার ঢুকতে পারে!
কেন রিস্ক বেশি?
-
সারাক্ষণ ব্লুটুথ চালু থাকলে
-
পাবলিক বা রেন্টাল গাড়িতে কানেক্ট করলে
-
যেসব ডিভাইস পেয়ার্ড আছে সেগুলোর নামই আপনি চিনেন না
সমাধান:
iPhone: স্ক্রিনের উপরের ডান দিক থেকে Swipe করে Control Center খুলুন > Bluetooth বন্ধ করুন।
Android: Quick Settings থেকে Bluetooth বন্ধ করুন।
৫. অটো সফটওয়্যার আপডেট চালু রাখুন
আপডেট না করলেই হ্যাকারদের সুযোগ বাড়ে!
iPhone-এ:
Settings > General > Software Update > Automatic Updates → দুটি অপশনই চালু করে দিন।
Android-এ:
Settings > Software Update > Auto-download অথবা Auto-install updates চালু করুন (ডিভাইস অনুযায়ী ভিন্ন হতে পারে)।
Jahan