ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ৩১ জুলাই ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২

১৪ সেকেন্ডেই ভেঙে পড়ল অস্ট্রেলিয়ার প্রথম কক্ষপথ রকেট ’এরিস’

প্রকাশিত: ২৩:১৪, ৩০ জুলাই ২০২৫

১৪ সেকেন্ডেই ভেঙে পড়ল অস্ট্রেলিয়ার প্রথম কক্ষপথ রকেট ’এরিস’

ছবি : সংগৃহীত

অস্ট্রেলিয়ার প্রথম দেশীয়ভাবে নির্মিত কক্ষপথ রকেট ‘এরিস’ তার প্রথম পরীক্ষামূলক উৎক্ষেপণের মাত্র ১৪ সেকেন্ডের মাথায় বিধ্বস্ত হয়েছে। গিলমোর স্পেস টেকনোলজিস কর্তৃক নির্মিত ও পরিচালিত ২৩ মিটার দীর্ঘ এই রকেটটি কুইন্সল্যান্ডের বোয়েন থেকে উৎক্ষেপণ করা হয়।

রকেটটি তার নির্ধারিত কক্ষপথে পৌঁছাতে ব্যর্থ হলেও, এটি অস্ট্রেলিয়ার মহাকাশ প্রযুক্তির ইতিহাসে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। ঘটনাটিতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

গিলমোর স্পেস কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, তারা কক্ষপথে পৌঁছাতে পারেনি, তবে তাদের টেকনোলজি এবং সক্ষমতা প্রদর্শন করতে পেরেছে। এটি ভবিষ্যতের জন্য এক বড় শিক্ষা।

‘এরিস’ রকেটটি হাইব্রিড প্রপালশন প্রযুক্তি ব্যবহার করে তৈরি, যা অস্ট্রেলিয়ান মহাকাশ গবেষণায় একটি নতুন দিগন্ত উন্মোচনের সম্ভাবনা তৈরি করেছে।

এই উৎক্ষেপণ চেষ্টাকে দেশের মহাকাশ গবেষণার যাত্রাপথে একটি ‘ঐতিহাসিক অগ্রগতি’ বলে আখ্যা দিয়েছেন সংশ্লিষ্ট মহল। অনেকেই মনে করছেন, ব্যর্থতাই ভবিষ্যতের সাফল্যের ভিত্তি গড়ে দেয়।

Mily

×