ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৯ জুলাই ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২

মানবদেহে মাইক্রোপ্লাস্টিকের ভয়াবহ প্রভাব, শনাক্ত মৃত ব্যক্তির মস্তিষ্কেও!

প্রকাশিত: ০৯:৫৪, ২৯ জুলাই ২০২৫; আপডেট: ০৯:৫৭, ২৯ জুলাই ২০২৫

মানবদেহে মাইক্রোপ্লাস্টিকের ভয়াবহ প্রভাব, শনাক্ত মৃত ব্যক্তির মস্তিষ্কেও!

ছবি: সংগৃহীত

বিশ্বজুড়ে ভয়াবহ রূপ নিচ্ছে প্লাস্টিক দূষণ। শুধু প্রকৃতি নয়, মানুষের শরীরেও ঢুকে পড়ছে ক্ষুদ্র আকারের প্লাস্টিককণা—যা পরিচিত মাইক্রোপ্লাস্টিক নামে। খাবার, পানি এমনকি বাতাসের মাধ্যমে প্রতিনিয়তই এই কণা মানবদেহে প্রবেশ করছে। সম্প্রতি গবেষণাগুলোতে উঠে এসেছে এসব কণার ভয়াবহ স্বাস্থ্যঝুঁকির তথ্য।

গবেষণায় দেখা গেছে, কিডনি, প্লীহা, এমনকি মস্তিষ্কেও পৌঁছে যাচ্ছে মাইক্রোপ্লাস্টিক। চীনের গবেষকরা ২০২৪ সালের শেষ দিকে কনুই ও কাঁধে অস্ত্রোপচার করা রোগীদের হাড় ও পেশির নমুনায় এই ক্ষুদ্র প্লাস্টিক আবিষ্কার করেন। তারা সতর্ক করে জানান—এ ধরনের কণা মানুষের ব্যায়াম ক্ষমতা এবং কোষের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত করতে পারে।

আরেক গবেষণায় ইতালির গবেষকরা হৃদরোগে আক্রান্ত রোগীদের ক্যারোটিড ধমনিতে মাইক্রোপ্লাস্টিক শনাক্ত করেন—যা সরাসরি মস্তিষ্কে রক্ত সরবরাহ করে। ওই গবেষণার ফলাফলে বলা হয়, যাদের দেহে মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে, তাদের স্ট্রোক, হার্ট অ্যাটাক বা আকস্মিক মৃত্যুর ঝুঁকি অন্যদের তুলনায় ৪.৫ গুণ বেশি।

গত ফেব্রুয়ারিতে মৃত একাধিক ব্যক্তির মস্তিষ্কেও এই কণার উপস্থিতি শনাক্ত করা হয়। যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো বিশ্ববিদ্যালয়ের টক্সিকোলজি বিভাগের অধ্যাপক ম্যাথিউ ক্যাম্পেন এ বিষয়ে বলেন,

‘মস্তিষ্কে প্লাস্টিক পাওয়া দেখে আমরা হতবাক। চর্বিজাত লিপিডের সাহায্যে এই কণা রক্তপ্রবাহ হয়ে সরাসরি স্নায়ুতন্ত্রে প্রবেশ করছে এবং মস্তিষ্কের সাদা অংশে (হোয়াইট ম্যাটার) থেকে যাচ্ছে। এটি দীর্ঘমেয়াদি অসুস্থতার বড় কারণ হয়ে দাঁড়াচ্ছে।’

বিজ্ঞানীরা বলছেন, আগে ধারণা করা হতো বছরে একজন মানুষের দেহে প্রায় ৫২ হাজার মাইক্রোপ্লাস্টিক কণা প্রবেশ করতে পারে। এখন দেখা যাচ্ছে, এই সংখ্যা আরও বেশি। আর এসব কণা ধীরে ধীরে মানবদেহের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গে দীর্ঘস্থায়ী ক্ষতি করছে।

 

সূত্র: বিবিসি।

রাকিব

×