ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৯ জুলাই ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২

আপনার অ্যান্ড্রয়েড ফোনে ভূমিকম্পের আগাম বার্তা পাবেন যেভাবে

প্রকাশিত: ০৯:৪৮, ২৯ জুলাই ২০২৫

আপনার অ্যান্ড্রয়েড ফোনে ভূমিকম্পের আগাম বার্তা পাবেন যেভাবে

অ্যান্ড্রয়েড ফোনে ভূমিকম্পের আগাম বার্তা

 গুগলের ‘অ্যান্ড্রয়েড আর্থকোয়েক অ্যালার্ট সিস্টেম’ এখন বাংলাদেশসহ ৯৮টি দেশে চালু রয়েছে, যা আগাম সতর্কবার্তা দিয়ে ভূমিকম্পের ঝুঁকি অনেকটাই কমিয়ে আনতে পারে। ২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত এই প্রযুক্তি কোটি কোটি মানুষকে ভূমিকম্পের পূর্বাভাস দিয়ে সুরক্ষিত করেছে।

২০২০ সালে গুগল এই প্রযুক্তি প্রথম চালু করে। অ্যান্ড্রয়েড ফোনে থাকা ‘অ্যাক্সিলারোমিটার’ নামক সেন্সর ব্যবহার করে এই সিস্টেম কাজ করে।

ভূমিকম্পের সময় সাধারণত দুটি প্রধান কম্পন তরঙ্গ সৃষ্টি হয় : ‘পি-ওয়েভ’ এটি দ্রুতগামী কিন্তু তুলনামূলকভাবে কম ক্ষতিকর। অন্যটি ‘এস-ওয়েভ’ এটি ধীর গতির হলেও অনেক বেশি ধ্বংসাত্মক।

যখন কোনো অঞ্চলে ভূমিকম্পের পি-ওয়েভ অনুভূত হয় এবং একাধিক অ্যান্ড্রয়েড ফোন সেটি শনাক্ত করে, তখন ফোনগুলো সেই তথ্য স্বয়ংক্রিয়ভাবে গুগলের সার্ভারে পাঠায়। গুগল তাৎক্ষণিকভাবে তথ্য বিশ্লেষণ করে ভূমিকম্পের অবস্থান ও মাত্রা নির্ণয় করে এবং এস-ওয়েভ আসার আগেই আশপাশের ব্যবহারকারীদের সতর্ক করে দেয়।

এই সতর্কতা ফোনে একটি পপ-আপ নোটিফিকেশন আকারে আসে, যা ১০ থেকে ৬০ সেকেন্ড আগেই আপনাকে জানিয়ে দেয়- ভূমিকম্প আসছে। এ সময়টুকু আপনাকে টেবিলের নিচে আশ্রয় নিতে বা নিরাপদ স্থানে সরে যাওয়ার সুযোগ দিতে পারে, যা জীবন বাঁচানোর জন্য অত্যন্ত মূল্যবান।

তাসমিম

×