ঢাকা, বাংলাদেশ   রোববার ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২

এআই এর কারণে চাকরি হারাবে লাখ লাখ কর্মী, আপনিও কি শঙ্কিত?

প্রকাশিত: ১৪:৩৭, ১৩ জুলাই ২০২৫

এআই এর কারণে চাকরি হারাবে লাখ লাখ কর্মী, আপনিও কি শঙ্কিত?

এআই এর কারণে চাকরি হারাবে লাখ লাখ কর্মী, আপনিও কি শঙ্কিত?

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)  ব্যবহার করায় এরই মধ্যে বহু পেশাজীবী চাকরি হারিয়েছেন। বিভিন্ন বহুজাতিক প্রতিষ্ঠানের প্রধানরা সতর্ক করছেন যে আগামী কয়েক বছরের মধ্যে এআইর কারণে লাখ লাখ কর্মী চাকরি হারাবেন।

সম্প্রতি এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান গার্টনার জানিয়েছে, জেনারেটিভ এআইর ক্রমবর্ধমান উন্নতির ফলে সফটওয়্যার প্রকৌশলীরা কাজ হারানোর শঙ্কায় রয়েছেন। ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রম্পট ইঞ্জিনিয়ারিং ও রিট্রিভাল অগমেন্টেড জেনারেশনের (আরএজি) মতো নতুন নতুন প্রযুক্তিতে নিজেদের দক্ষ না করলে ৮০ শতাংশ সফটওয়্যার প্রকৌশলী ভবিষ্যতে কাজ হারাতে পারেন।

গত জুনে অ্যামাজনের বস অ্যান্ডি জ্যাসি সতর্ক করে বলেছেন, এ প্রযুক্তির কারণে আগামী কয়েক বছরের মধ্যে করপোরেট কর্মীর সংখ্যা কমে যাবে।

গোটা বিশ্বে দ্রুত চাকরি হারানোর আশঙ্কার মধ্যে নিজেদের এআই ব্যবহারের পরিকল্পনা প্রকাশ করে প্রযুক্তি জায়ান্ট অ্যামাজন।

জ্যাসি বলেছেন, তিনি আশা করছেন, কাজের ‘দক্ষতা বাড়াতে’ সহায়তা করবে এআই, যার ফলে কোম্পানির পক্ষে তাদের করপোরেট কর্মীর সংখ্যা কমিয়ে আনা সম্ভব হবে।

গত মে মাসে এআই স্টার্টআপ ‘অ্যানথ্রোপিক’-এর প্রধান নির্বাহী দারিও আমোডেই সংবাদ ওয়েবসাইট অ্যাক্সিওসকে বলেছেন, এআইর কারণে অফিসের সাধারণ বা প্রাথমিক স্তরের অনেক চাকরি, এমনকি এই স্তরের অর্ধেক চাকরি হারিয়ে যেতে পারে।

প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফটও চলতি বছর আরও এক দফা বড় ধরনের কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, তারা বিশ্বজুড়ে প্রায় ৯ হাজার কর্মী ছাঁটাই করতে যাচ্ছে, যা কোম্পানির মোট কর্মীর প্রায় ৪ শতাংশ। মে মাসে চতুর্থ দফায় তারা প্রায় ৬ হাজার কর্মী ছাঁটাই করেছিল।

তাসমিম

×