ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৭ আগস্ট ২০২৫, ২৩ শ্রাবণ ১৪৩২

কে করেছিল টুইটারের প্রথম টুইট

প্রকাশিত: ১৭:০৪, ২৩ মার্চ ২০২৪

কে করেছিল টুইটারের প্রথম টুইট

টুইটারের প্রথম টুইটটি করেছিলেন এর প্রতিষ্ঠাতা নিজেই

জনপ্রিয় সোশ্যাল মিডিয়া এক্স, একসময় যে সাইটটি টুইটার নামেই জনপ্রিয়তা পেয়েছিল। জনপ্রিয় এই সোশ্যাল মিডিয়াটি জ্যাক ডরসির হাত ধরে যাত্রা শুরু করে ২০০৬ সালের ২১ মার্চ।  

এটি একটি সোশ্যাল নেটও্যার্কিং সাইট । যেকোনো ব্যবহারকারী এই সাইটে প্রবেশ করে যেকোনো টুইট পড়তে পারে । তবে নিবন্ধিত ব্যবহারকারীরা টুইট পোস্ট, লাইক এবং পুনঃটুইট করতে পারে। বর্তমান সময়ে বিশ্বের বড় বড় সেলেব্রেটিরা নিজেদের ফ্যানদের কাছে নিজের বক্তব্য ও মনভাব প্রকাশ করার জন্য এই সাইটটি ব্যবহার করে থাকেন। 
 
যদিও প্রথমদিকে এক্স এর নাম টুইটার ছিলো তবে এই টুইটার পরবর্তীতে ২০২২ সালের ২৫ এপ্রিল স্পেস এক্স এবং টেসলার সিইও ইলন মাস্কের কাছে ৪ হাজার ৪০০ কোটি মার্কিন ডলারের বিনিময়ে টুইটার বিক্রি করে দেয়। এরপর ইলন মাস্ক এর নাম পরিবর্তন করে রাখেন ‘এক্স’।

প্রতিনিয়ত বিশ্বের বিলিয়ন বিলিয়ন বিলিয়ন ব্যবহারকারী এখানে টুইট করে থাকে। তবে টুইটারের প্রথম টুইটটি করেছিলেন এর প্রতিষ্ঠাতা নিজেই। ২০০৬ সালের ২২ মার্চ  রাত ২টা ২০ মিনিটে প্রথম টুইট করে জ্যাক লেখেন ‘জাস্ট সেটিং আপ মাই টুইটার অর্থাৎ আমরা টুইটার মাত্র তৈরি করেছি।’

টুইটারের ১৫ বছর বর্ষপূর্তিতে সেই টুইটটি ডিজিটাল মেমরিবিলিয়া হিসেবে নিলামের সিদ্ধান্ত নেন জ্যাক। জ্যাক ডরিসের টুইটটির দাম ওঠে দুই মিলিয়ন ডলার। সর্বোচ্চ এই দাম এসেছে ব্লকচেইন প্ল্যাটফর্ম ট্রোনের প্রতিষ্ঠাতা জাস্টিন সানের কাছ থেকে। তিনি স্ট্রিমিং প্ল্যাটফর্ম বিটটরেন্টের প্রধান।

 

শিলা

×