ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস-২০২৪ আসরে যোগ দিয়েছেন বিটিআরসি চেয়ারম্যান

প্রকাশিত: ১৪:৫২, ২৮ ফেব্রুয়ারি ২০২৪; আপডেট: ১৪:৫৪, ২৮ ফেব্রুয়ারি ২০২৪

মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস-২০২৪ আসরে যোগ দিয়েছেন বিটিআরসি চেয়ারম্যান

মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস-২০২৪ আসর

স্পেনের রাজধানী বার্সেলোনায় অনুষ্ঠিত টেলিযোগাযোগ খাতের সবচেয়ে বড় আন্তর্জাতিক প্রদর্শনী মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস- ২০২৪ (MWC)  আসরে যোগ দিয়েছেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এর চেয়ারম্যান প্রকৌঃ মোঃ মহিউদ্দিন আহমেদ। 

বিশ্ব মোবাইল বাজারের রাজধানী খ্যাত বার্সেলোনায় “ফিউচার ফার্স্ট” থিম নিয়ে ২৬-২৯ ফেব্রুয়ারি পর্যন্ত ০৪ দিনব্যাপী এই মোবাইল কংগ্রেসের আয়োজন করেছে বিশ্বের মোবাইল অপারেটরদের সংগঠন গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন অ্যাসোসিয়েশন (জিএসএমএ)। এবারের আসরে 5G and Beyond, Connecting Everything, Humanising AI , Manufacturing DX, Game Changers, Our Digital DNA সহ বিভিন্ন উদ্ভাবনী প্রযুক্তি নিয়ে আলোচনা হবে।

কংগ্রেসে বিটিআরসির চেয়ারম্যান প্রকৌঃ মোঃ মহিউদ্দিন আহমেদ- মোবাইল অপারেটর রবি আজিয়াটা লিমিটেড, বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন লিমিটেড, টেলিযোগাযোগ প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে এবং চায়না একাডেমি অব ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি (সিএআইসিটি) এর প্রতিনিধিবৃন্দের সাথে বৈঠক করেন। এসময় তিনি ৫জি ও কৃত্তিম বুদ্ধিমত্তাসহ অন্যান্য উচ্চ প্রযুক্তিসম্পন্ন বিভিন্ন টেলিযোগাযোগ প্রতিষ্ঠানের স্টল পরিদর্শন করেন। উক্ত বৈশ্বিক সম্মেলনে বিটিআরসির চেয়ারম্যানসহ বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব জনাব আবু হেনা মোরশেদ জামান।মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস বিশ্বব্যাপী টেলিযোগাযোগ কানেক্টিভিটি ইকোসিস্টেম এর জন্য সবচেয়ে বড় আয়োজন। মোবাইল ফোন ও মোবাইল ডিভাইসের সবচেয়ে বড় প্রদর্শনীকে কেন্দ্র করে বিশ্বব্যাপী মোবাইল অপারেটর, ডিভাইস প্রস্তুতকারক, মোবাইল হ্যান্ডসেট প্রস্তুতকারক, প্রযুক্তি সেবা প্রদানকারী ও প্রযুক্তি বিক্রেতাসহ বিশ্বের বিভিন্ন দেশের নিয়ন্ত্রক সংস্থাসমূহের প্রতিনিধি, প্রযুক্তি বিশেষজ্ঞ, সরকারের নীতিনির্ধারক এবং টেলিযোগাযোগ খাতসংশ্লিষ্ট ব্যক্তিদের মিলনমেলায় পরিণত হয় বার্সেলোনা শহর

এবি 

×