
প্রতীকী ছবি। ছবি: সংগৃহীত
ইসলামী জীবন পদ্ধতির মূল লক্ষ্য হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন। আমাদের দৈনন্দিন জীবনে এমন অনেক ছোট ছোট আমল রয়েছে, যেগুলো পালন করলে আল্লাহর কাছ থেকে অশেষ সওয়াব পাওয়া যায় এবং দুনিয়া ও আখিরাতে শান্তি লাভ করা যায়। কোরআন ও হাদিসে এই আমলগুলোর গুরুত্ব বারবার উল্লেখ করা হয়েছে। তাই প্রত্যেক মুসলিমের উচিত এই আমলগুলো নিয়মিত করা এবং সেগুলো দ্বারা নিজের জীবনকে আলোকিত করা।
কিছু উল্লেখযোগ্য আমল:
১. প্রত্যেক ওযুর পর কালেমা শাহাদাত পাঠ:
→ জান্নাতের ৮টি দরজা দিয়ে প্রবেশের সুযোগ। (সহিহ মুসলিম, হাদিস নং-২৩৪)
২. প্রত্যেক ফরজ সলাত শেষে আয়াতুল কুরসি পাঠ:
→ মৃত্যুর সঙ্গে সঙ্গে জান্নাতে প্রবেশ। (সহিহ নাসাই, হাদিস নং-৯৭২)
৩. প্রত্যেক ফরজ সলাত শেষে তাসবিহ:
→ অতীতের পাপ ক্ষমা এবং জাহান্নাম থেকে মুক্তি। (সহিহ মুসলিম, হাদিস নং-১২২৮)
৪. প্রতিরাতে সূরা মুলক পাঠ:
→ কবরের শাস্তি থেকে মুক্তি। (সহিহ নাসাই, হাদিস নং-৩৮৩৯)
৫. সকাল ও সন্ধ্যায় দরুদ পাঠ (১০ বার):
→ রাসুল (সা.)-এর সুপারিশ। (তিবরানি, হাদিস নং-৬৫৬)
৬. সকাল-বিকালে ১০০ বার 'সুবহানাল্লাহিল আজিম ওয়া বিহামদিহি' পাঠ:
→ জান্নাতে একটি খেজুরগাছ রোপণ। (তিরমিজি : ৩৪৬৪)
৭. বাজারে প্রবেশের দোয়া পাঠ:
→ ১০ লক্ষ পুণ্য, ১০ লক্ষ পাপ মোচন। (তিরমিজি, হাদিস নং-৩৪২৮)
৮. বাড়িতে সালাম দিয়ে প্রবেশ:
→ আল্লাহর জিম্মায় জান্নাতে প্রবেশ। (ইবনু হিব্বান, হাদিস নং-৪৯৯)
৯. জামাতে ৪০ দিন ইমামের প্রথম তাকবীরের সঙ্গে সালাত আদায়:
→ জাহান্নাম থেকে মুক্তি। (তিরমিজি, হাদিস নং-৭৪৭)
১০. মহিলাদের জন্য ৪টি কাজ:
১. ৫ ওয়াক্ত সালাত, ২. রমজানের সিয়াম, ৩. লজ্জাস্থানের হেফাজত, ৪. স্বামীর আনুগত্য।
→ জান্নাতের যেকোনো দরজা দিয়ে প্রবেশ। (সহিহ ইবনু হিব্বান, হাদিস নং-৪১৬৩)
১১. ফজরের সালাতের পর ইশরাকের সালাত:
→ প্রতিদিন হজ ও ওমরাহর সওয়াব। (তিরমিজি, হাদিস নং-৪৬১)
১২. ঘুমানোর আগে সূরা মুলক ও আয়াতুল কুরসি তিলাওয়াত:
→ কবরের আযাব থেকে মুক্তি। (সহিহ হাদিস)
এই আমলগুলো নিয়মিত করার মাধ্যমে আল্লাহর রহমত ও নৈকট্য অর্জন করা যায়।
উপরোক্ত আমলগুলো আমাদের ইবাদতের একটি গুরুত্বপূর্ণ অংশ। এগুলো পালন করলে শুধু সওয়াব অর্জনই নয়, বরং জান্নাতের পথও সহজ হয়ে যায়। মহান আল্লাহ আমাদের সবাইকে এই আমলগুলো করার তাওফিক দান করুন এবং আখিরাতে সফলতা লাভের সুযোগ দান করুন। আমিন।
নাহিদা