
দেশের বিরুদ্ধে দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে, সবাইকে ঐক্যবদ্ধ থেকে সকল ষড়যন্ত্রের মোকাবেলা করতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি।
আজ (০৫ অগাস্ট ) বিকেলে মঙ্গলবার বিকেলে আওয়ামী লীগ ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয় বর্ষপূর্তি পালন উপলক্ষে বিজয় র্যালিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আর ও বলেন বলেন, বাংলাদেশের মানুষ ৫ অগাস্টের পর থেকে প্রাণ ভোরে নিশ্বাস নিতে পারছে। আমরা এখন স্বাধীন দেশে স্বাধীন ভাবে বসবাস করতে পারছি। ষড়যন্ত্র কারীদের ষড়যন্ত্র থেমে নেই। সকল ষড়যন্ত্রের মোকাবেলা করে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। যেখানে বাদা সেখানেই প্রতিরোধ গড়ে তুলতে হবে।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেরানীগঞ্জ মডেল থানা বিএনপির সাধারণ সম্পাদক, হাসমত উল্লাহ নবী, কেরানীগঞ্জ মডেল থানা যুবদলের আহ্বায়ক, আসাদুজ্জামান রিপন, ঢাকা জেলা যুবদলের যুগ্ন সম্পাদক, মাসুদ রানা, কেরানীগঞ্জ মডেল থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক, অলিউল্লাহ সেলিম, কেরানীগঞ্জ মডেল থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব, জহিরুল ইসলাম জুয়েল প্রমুখ।
রাজু