
ছবি: সংগৃহীত
সম্প্রতি মালয়েশিয়ায় গ্রেপ্তার হওয়া বাংলাদেশি নাগরিকদের বিরুদ্ধে জঙ্গিবাদের অভিযোগ তদন্তে মালয়েশিয়ার সঙ্গে কাজ করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ সরকার। বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন গতকাল (শুক্রবার) কুয়ালালামপুরে অনুষ্ঠিত ৩২তম আশিয়ান আঞ্চলিক ফোরাম (এআরএফ) এর মন্ত্রী পর্যায়ের বৈঠকের ফাঁকে মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী দাতু হাজী মোহাম্মদ বিন হাজী হাসানের সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে এ কথা জানান।
সন্ত্রাসবাদের অভিযোগে বাংলাদেশি নাগরিকদের গ্রেপ্তারের বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন তার উদ্বেগ প্রকাশ করেন। তিনি সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশ সরকারের দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন এবং এই অভিযোগের নিজস্ব তদন্তের জন্য তথ্য ও অনুসন্ধান বিনিময়ের মাধ্যমে মালয়েশিয়ার সহযোগিতা কামনা করেন। জবাবে মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ ও সহযোগিতা সহজতর করার আশ্বাস দেন।
এর আগে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন যুক্তরাজ্যের পররাষ্ট্র সচিব ডেভিড ল্যামির সাথেও দেখা করেন। এই বৈঠকে দুই নেতা বিভিন্ন দ্বিপাক্ষিক, আঞ্চলিক এবং বহুপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা করেন। উভয়পক্ষই বাংলাদেশের চলমান সংস্কার প্রক্রিয়া, রোহিঙ্গা সংকট, স্বল্পোন্নত দেশ (LDC) থেকে উত্তরণের পরবর্তী সহায়তা ইত্যাদি বিষয়ে আলোচনা করেছেন।
সাব্বির