
ছবি: সংগৃহীত
সংস্কার আর পিআর পদ্ধতির কথা বলে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, স্থানীয় নির্বাচন ও নির্বাচনের পদ্ধতিকে জটিল করে তুলে একটি দল ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে।
বৃহস্পতিবার ঢাকায় মহানগর উত্তর বিএনপির উদ্যোগে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, একটি অনির্বাচিত সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকলে দেশে নতুন করে ফ্যাসিবাদ সৃষ্টি হওয়ার শঙ্কা তৈরি হয়। শেখ হাসিনার সরাসরি নির্দেশেই জুলাই আন্দোলনে ছাত্রদের উপর গুলি চালানো হয়েছে, যা বিবিসির প্রতিবেদনেই প্রমাণিত।
তিনি আরও বলেন, কিছু রাজনৈতিক দলের পায়ের নিচে মাটি নেই, তাই তারা এখন পিআর পদ্ধতির দিকে ঝুঁকছে। কিন্তু সংস্কার বা বিচার না করে কোনো প্রকৃত সমাধান আসবে না। বিচার ব্যবস্থার জন্য প্রয়োজনীয় আইন-কানুন তৈরি করতে হবে নির্বাচিত সংসদের মাধ্যমে। আর সেই সংসদে জনগণের প্রকৃত প্রতিনিধি পাঠাবে জনগণ। কিন্তু গত ১৬ বছর ধরে শেখ হাসিনা সেই সুযোগ জনগণের কাছ থেকে কেড়ে নিয়েছেন।
অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, প্রত্যেক পাড়া-মহল্লায় বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালনা করতে হবে। পরিবেশ রক্ষা ও রাজনীতির সঙ্গে জনগণের সম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যে এই কর্মসূচি চালিয়ে যেতে হবে।
শেখ ফরিদ