
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করে জবান সম্পাদক রেজাউল করিম রনি বলেছেন, বহু বছরের রাজনৈতিক নির্যাতন সত্ত্বেও তারেক রহমান কখনো নিজেকে ভিক্টিম হিসেবে তুলে ধরেননি। ‘টাইমলাইন বাংলাদেশ’ নামের একটি টকশোতে অংশ নিয়ে রনি বলেন, “তারেক রহমান কখনো বলেননি যে আমি নির্যাতিত, আমাকে দেশ ছাড়তে হয়েছে, আমি মায়ের আদর থেকে বঞ্চিত। তিনি এসব নিয়ে কান্নাকাটি বা আহাজারি করেননি। এজন্য তিনি ধন্যবাদ পাওয়ার যোগ্য।”
রনি বলেন, এটাই একজন সত্যিকারের জাতীয় নেতার বৈশিষ্ট্য, যে ব্যক্তি নিজের কষ্টকে বড় করে না দেখে দেশের মানুষের দুঃখকে অগ্রাধিকার দেন। তিনি বলেন, “হাজার হাজার মানুষ যারা দমন-পীড়নে প্রাণ দিয়েছেন, তারেক রহমান তাঁদের কষ্টকে বড় করে দেখেছেন। এমন নেতৃত্বই দেশ চায়।”
আওয়ামী লীগের রাজনীতি নিয়ে সমালোচনা করে রনি বলেন, “আওয়ামী লীগ ভিক্টিম-ক্রাইম মডেলে রাজনীতি করে, যেখানে নিজের কষ্টকে কেন্দ্র করে আবেগ তৈরি করা হয়। তারেক রহমান এই মডেলের বাইরে থেকে একজন দায়িত্বশীল জাতীয় নেতা হিসেবে কাজ করছেন।”
তিনি আরও মন্তব্য করেন, “মোটাদাগে বলতে গেলে, আসন্ন গণঅভ্যুত্থানের পর বাংলাদেশকে নতুন রাজনৈতিক কাঠামোর অধীনে আনার পথ এখান থেকেই নির্মিত হবে।”
Jahan