
ছবি: সংগৃহীত
আজ বৃহস্পতিবার মাগুরায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর উদ্যোগে ‘জুলাই পদযাত্রা’ অনুষ্ঠিত হয়েছে। শহরের সৈয়দ আতর আলী সড়ক, ঢাকারোডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ভায়নার মোড়ে এক সমাবেশের মধ্য দিয়ে পদযাত্রার সমাপ্তি ঘটে। এতে বিপুল সংখ্যক এনসিপি নেতাকর্মী ছাড়াও স্থানীয় জনসাধারণ অংশ নেন।
সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, "নতুন বাংলাদেশ গড়তে হলে প্রথমে ফ্যাসিস্ট গোষ্ঠীর সঙ্গে জড়িতদের বিচার করতে হবে, মৌলিক সংস্কার নিশ্চিত করতে হবে এবং দেশের জন্য একটি নতুন সংবিধান প্রণয়ন করতে হবে।"
তিনি আরও বলেন, “বাংলাদেশে এখনো চলমান সংকটগুলোর সমাধানে আমরা একটি কার্যকর সংবিধান প্রতিষ্ঠায় ব্যর্থ হচ্ছি। মৌলিক সংস্কার প্রশ্নে টালবাহানা চলছে। আমরা মাগুরাবাসীকে বলছি, আপনাদের সোচ্চার হতে হবে – এলাকার উন্নয়ন, চাঁদাবাজি, সন্ত্রাস ও দখলদারিত্বের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।”
নাহিদ ইসলাম জানান, জুলাই গণঅভ্যুত্থানে মাগুরা থেকে ১০ জন শহীদ হয়েছেন। এই শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, "আমাদের এই সংগ্রাম একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক, চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনের জন্য। কাউকে ছাড় দেওয়া হবে না – যার বিরুদ্ধেই অভিযোগ থাকবে, তার বিরুদ্ধেই সোচ্চার হতে হবে।"
তিনি আরও ঘোষণা দেন, “আগামী ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান’-এর এক বছর পূর্তি হচ্ছে। তার আগে ৩ আগস্টের মধ্যে ‘জুলাই সনদ’ ও ‘জুলাই ঘোষণাপত্র’ বাস্তবায়ন দেখতে চাই। সরকার ও রাজনৈতিক পক্ষগুলো যদি এতে ব্যর্থ হয়, তাহলে আমরা আবার ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে দেশব্যাপী আন্দোলনে নামবো। ৩ আগস্ট আমরা ঢাকার শহীদ মিনারে অবস্থান করবো।”
সমাবেশে আরও উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, তাসনিম জারা, সামান্তা শারমীনসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
আসিফ