
বাগেরহাটের চিতলমারী উপজেলা বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন। দীর্ঘ ২২ বছর পর শুক্রবার (১১ জুলাই) এ উপজেলায় বিএনপি’র সম্মেলন অনুষ্ঠিত হওয়ায় দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দিপনা লক্ষ্য করা গেছে। সম্মেলন সফল করতে ইতোমধ্যেই উপজেলা পরিষদ চত্বরে মঞ্চ নির্মানসহ সকল ধরণের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সম্মেলনকে ঘিরে উপজেলা সদরের সর্বত্রই এখন সাজ সাজ রব। প্রার্থীদের পোস্টার, তোরণ আর ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে সদর বাজার।
এ সম্মেলনে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক এই তিন পদে ভোটাররা তাদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে প্রার্থী নির্বাচিত করবেন। নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্ধীতা করছেন উপজেলা বিএনপি’র আহ্বায়ক মমিনুল হক টুলু বিশ্বাস, সদস্য সচিব আহসান হাবিব ঠান্ডু, সাবেক জেলা বিএনপি নেতা মোহাম্মদ আব্দুল্লাহ, সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন উপজেলা বিএনপি’র য্গ্মু-আহ্বায়ক শরিফুল হাসান অপু ও শিপন মুন্সী, সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি এ্যাডভোকেট ফজলুল হক, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবু, বিএনপি নেতা রেজাউল শেখ, নূর ইসলাম শেখ, কামরুজ্জামান স্বাধীন ও শিব্বির আহামেদ শিবলু।
দ্বি-বার্ষিক এ সম্মেলনে উপজেলার ৭ ইউনিয়নের ৬৩ ওয়ার্ডের ৪৯৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
Jahan