ঢাকা, বাংলাদেশ   শনিবার ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

জাতীয় সমাবেশ সফল করতে জামায়াতের প্রতিনিধি দলের ডিএমপিতে বৈঠক

প্রকাশিত: ১২:২৭, ১০ জুলাই ২০২৫; আপডেট: ১২:২৮, ১০ জুলাই ২০২৫

জাতীয় সমাবেশ সফল করতে জামায়াতের প্রতিনিধি দলের ডিএমপিতে বৈঠক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৭ দফা দাবি বাস্তবায়নের অংশ হিসেবে আগামী ১৯ জুলাই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ আয়োজন করতে যাচ্ছে দলটি। সমাবেশ বাস্তবায়নে সহযোগিতা চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন জামায়াতের এক প্রতিনিধি দল।

বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল ডিএমপি সদর দপ্তরে যান। সেখানে তারা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সমাবেশস্থলে নিরাপত্তা, যানবাহন চলাচল স্বাভাবিক রাখা ও ট্রাফিক ব্যবস্থাপনার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন এবং প্রয়োজনীয় সহযোগিতা কামনা করেন।

বৈঠক শেষে প্রতিনিধি দলের সদস্যরা উপস্থিত সাংবাদিকদের জানান, সমাবেশটি হবে সর্ববৃহৎ ও শান্তিপূর্ণ এবং জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে একটি ঐতিহাসিক উদ্যোগ। তারা আশাবাদ ব্যক্ত করেন, প্রশাসন প্রয়োজনীয় সহযোগিতা করবে এবং দলীয় নেতাকর্মীরা আইনশৃঙ্খলা মেনে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করবে।

ডিএমপিতে যাওয়া জামায়াতের প্রতিনিধি দলে ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও প্রচার-মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম এবং ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমন।

সানজানা

×