
ছবি সংগৃহীত
আমরা কখনোই মাঠ ছেড়ে যাইনি। কখনো আওয়ামী লীগ বা ছাত্রলীগের সঙ্গে আপস করিনি। আমাদেরকে আপস করতে ডাকার চেষ্টা করে লাভ নেই। এই বাংলাদেশকে নতুন করে সাজাতে হবে আমাদেরই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির নেত্রী সামান্তা শারমিন।
বৃহস্পতিবার নাটোরে এক জনসভায় তিনি আরও বলেন, আপনাদের সঙ্গে আমার এই আশাবাদ প্রথম দিন থেকেই ছিল। বাংলাদেশের অভ্যুত্থানের নানান গল্প ছড়িয়ে ছিটিয়ে আছে আপনাদের মধ্যেই। আমরা সারা দেশ ঘুরে সেই গল্প সংগ্রহ করছি।
তিনি নাটোরের ঐতিহাসিক ভূমিকার কথা তুলে ধরে বলেন, এই নাটোর স্বাভাবিক কোনো জায়গা নয়। ব্রিটিশ আমল থেকেই এই এলাকা সার্ভিস দিয়ে আসছে। কিভাবে সংগ্রাম করে বেঁচে থাকতে হয়, তা এই নাটোর আমাদের দেখিয়েছে। রানী ভবানীর মতো নারীরা এই অঞ্চলের গর্ব। এখানে নারীরা পিছিয়ে থাকতে পারে না।
সামান্তা শারমিন বলেন, ২৪ সালের গণঅভ্যুত্থান সফল হত না যদি বাংলাদেশের নারীরা রাজপথে না নামতেন। নারীদের ত্যাগ, বিসর্জন, তীক্ষ্ণতা—এই সবকিছুই বাংলাদেশকে পরিবর্তনের পথে এগিয়ে নিচ্ছে।
তিনি নাটোরবাসীর উদ্দেশ্যে বলেন, আপনারা শহীদদের মাটির মানুষ। জানেন কারা আপনাদের সামনে দাঁড়িয়ে আপনাদের আহ্বান জানাচ্ছে। আমাদের দলের নেতাকর্মীরা গত ১৫ বছর ধরে ফ্যাসিস্ট কাঠামোর বিরুদ্ধে নির্যাতনের শিকার। তারা তাদের পরিবার, দেহ, সম্পত্তি—সব হারিয়েছেন।
সামান্তা আরও বলেন, আপনারা মনে রাখবেন, যারা আজ আপনাদের সামনে দাঁড়িয়েছেন, তারা সবাই ত্যাগী ও সংগ্রামী নেতা। তাঁরা ফ্যাসিস্ট স্বৈরাচারবিরোধী এবং আগ্রাসনবিরোধী নেতা। এনসিপি আপনাদের প্রতিজ্ঞা করছে—আমরা এই বাংলাদেশকে নতুন করে সাজাবো, একটি নতুন সংবিধান উপহার দেবো। কেননা এই সংবিধান আমাদেরকে এতদিন করদ রাজ্যে পরিণত করে রেখেছে।
শেষে তিনি বলেন, আমরা আর কখনো আপস করতে পারব না, কারণ আমরা অভ্যুত্থানের শক্তি।
শেখ ফরিদ