ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২

সিরাজগঞ্জ শহরের মুক্তির সোপান চত্বরে এনসিপির পদযাত্রায় হাসনাত আবদুল্লাহ

এনসিপির প্রত্যেক নেতাকর্মীর জন্য প্রত্যেকে জীবন দিতে প্রস্তুত

প্রকাশিত: ০১:৪৩, ৮ জুলাই ২০২৫

এনসিপির প্রত্যেক নেতাকর্মীর জন্য প্রত্যেকে জীবন দিতে প্রস্তুত

ছবিঃ সংগৃহীত

এনসিপির (দক্ষিণাঞ্চল) মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, “আমরা খবর পেয়েছি, আপনাদের মধ্যে অনেকেই এনসিপির প্রোগ্রামে আসলে নাকি কেউ কেউ ভয় দেখায়। এনসিপির প্রোগ্রামে যদি আসেন, এনসিপিতে যদি যোগ দেন, তখন আপনাদের বলা হয়— ‘কয়দিন পর তো আমরাই সরকারে আসব।’

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “আমরা স্পষ্ট করে বলছি, এনসিপির কোনো নেতাকর্মীকে যদি ভয় দেখানো হয়, তাহলে সেটা শুধু একজনের বিষয় নয়— এনসিপির নেতাকর্মীরা আছে বলেই আমরা এখন নেতা। এনসিপির প্রান্তিক পর্যায় থেকে শুরু করে কেন্দ্রীয় কমিটি পর্যন্ত প্রত্যেকটি নেতাকর্মীর জন্য আমরা প্রত্যেকে জীবন দিতে প্রস্তুত। আপনারা সবাই নির্ভয়ে কাজ করুন। যদি কোনো ভয়ভীতি দেখানো হয়, সেটি আমাদের জানাবেন। শুধু ঢাকা থেকে আসতে একটু সময় লাগে।”

সোমবার (৭ জুলাই) সন্ধ্যা ৬টায় সিরাজগঞ্জ শহরের মুক্তির সোপান চত্বরে এনসিপির পদযাত্রায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “আমরা শুনতে পাচ্ছি ডিসি অফিসগুলো, এসপি অফিসগুলো অনেক জায়গায় বিশেষ একটি রাজনৈতিক দলের দলীয় কার্যালয়ে পরিণত হচ্ছে। দিল্লি থেকে ‘মাদার অব টেরর’ এখন আপনাদেরকে বাঁচাতে আসে না।

সবশেষে তিনি বলেন, “আমরা ডিবি হারুনের শাসন দেখেছি। আমরা বিপ্লবের শাসন দেখেছি। আমরা হাবিবের শাসন দেখেছি। আমরা বেনজিরের শাসন দেখেছি। আপনারা বেনজির হবেন না, আপনারা বিপ্লব হবেন না, আপনারা ডিবি হারুন হবেন না। কারণ, আবাবিল পাখির মতো আবার কোনো এক নাহিদ সারজিস রাস্তায় নেমে আসবে।”

সূত্রঃ https://youtu.be/gFYq_C9wIQ8?si=8_vzVJu3IwbPFFz-

ইমরান

×