ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২

জুলাই আন্দোলনে শহীদ পরিবারদের সম্মাননা জানালো বিএনপি

স্টাফ রিপোর্টার, সিলেট

প্রকাশিত: ২০:৩৬, ৭ জুলাই ২০২৫

জুলাই আন্দোলনে শহীদ পরিবারদের সম্মাননা জানালো বিএনপি

সিলেটে জুলাই আন্দোলনে শহীদ পরিবারদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “পরিবারগুলো যাতে অসহায়বোধ না করে, সেদিকে নজর রাখা আমাদের প্রধান দায়িত্ব। জুলাই আন্দোলনে শহীদ হওয়া বীর সেনানিদের পরিবারকে পুনর্বাসন করতে হবে, যাতে তারা কোনো সময় অসহায় না বোধ করে।”

তিনি আরও বলেন, “ফ্যাসিস্ট হাসিনা গত ১৫ বছরে ২০ হাজার মানুষকে হত্যা করেছে, ৬০ লাখ মানুষকে মিথ্যা মামলায় জড়িয়েছে এবং ১৭শ’ মানুষকে গুম করেছে। এখন আমাদের প্রধান দায়িত্ব শহীদ পরিবারকে পুনর্বাসন করা।”

মঙ্গলবার (৭ জুলাই) সিলেট জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে জুলাই আন্দোলনের শহীদ পরিবারদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিকেলে নগরীর একটি অভিজাত হোটেলের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “নির্বাচিত সরকারের চেয়ে কোনো সরকার শক্তিশালী হতে পারে না। তাই নির্বাচন জরুরি। সামনে নির্বাচন মানুষের কাছে যান, তারেক রহমানের ৩১ দফা মানুষের কাছে তুলে ধরুন। মানুষের ভালোবাসা অর্জন করেই বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় নিতে হবে।”

মির্জা ফখরুল আরও বলেন, “শেখ হাসিনা এমনি এমনি হঠাৎ পালিয়ে যাননি। এর পেছনে দীর্ঘ আন্দোলন-সংগ্রাম রয়েছে। এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন তারেক রহমান। আমাদের প্রিয়নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখনও অসুস্থ অবস্থায় আমাদের প্রেরণা ও পরামর্শ দিয়ে যাচ্ছেন। এখন আর কেবল কথার রাজনীতি নয়, এখন সময় কাজের। ত্যাগ ও রক্তের মধ্য দিয়ে আমরা ফ্যাসিস্ট শাসনের অবসান ঘটিয়েছি। গত ১৫ বছরে এই শাসকগোষ্ঠী প্রায় ২০ হাজার মানুষকে হত্যা করেছে। শুধু গত জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে ৩৬ দিনের মধ্যে দুই হাজার মানুষ শহীদ হয়েছেন। শহীদ পরিবারের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও রাজনৈতিক দায়িত্ব। তাদের পুনর্বাসন, সন্তানদের শিক্ষার নিশ্চয়তা ও ভবিষ্যতের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।”

তিনি বলেন, “তারেক রহমানের নেতৃত্বে একটি নতুন, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে, যেখানে সবার জন্য সমান সুযোগ থাকবে। আমরা একটি অংশগ্রহণমূলক, অর্থবহ নির্বাচন চাই যার মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে।”

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু ও ডা. এজেডএম জাহিদ হোসেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, তাহসিনা রুশদীর লুনা, ড. এনামুল হক চৌধুরী, এম এ মালিক ও ডা. সাখাওয়াত হাসান জীবন, জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক জি কে গউস, সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলন ও মিফতাহ সিদ্দিকী, জাতীয় নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী, আবুল কাহের চৌধুরী শামীম ও মিজানুর রহমান চৌধুরী, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে জেলা উলামা দলের সদস্য সচিব হাফেজ কামাল উদ্দিন কোরআন তেলাওয়াত করেন। শহীদ পরিবারের মধ্যে সম্মাননা প্রদান অনুষ্ঠানে কেন্দ্রীয় বিএনপির একাধিক নেতাসহ সিলেট জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মিমিয়া

×