ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২

ফ্যসিবাদের রক্ত চক্ষু উপেক্ষা করা দল বিএনপি কারোর চোখ রাঙানিতে ভয় পায় না: প্রিন্স

নিজস্ব সংবাদদাতা, হালুয়াঘাট, ময়মনসিংহ

প্রকাশিত: ২০:৩১, ৭ জুলাই ২০২৫; আপডেট: ২০:৩১, ৭ জুলাই ২০২৫

ফ্যসিবাদের রক্ত চক্ষু উপেক্ষা করা দল বিএনপি কারোর চোখ রাঙানিতে ভয় পায় না: প্রিন্স

ছবি: সংগৃহীত

নির্বাচন নিয়ে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। তিনি বলেছেন, একটি মহল পরিকল্পিতভাবে জটিলতা ও সংঘাত সৃষ্টি করে দেশের নির্বাচনপ্রক্রিয়া ব্যাহত করতে চায়। তারা অন্তর্বর্তী সরকারের কাঠামো বদলে দিয়ে নির্বাচন ছাড়াই দীর্ঘ সময় ক্ষমতা ভোগের ফন্দি আঁটছে।

সোমবার বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার বিলডোরা ইউনিয়ন বিএনপি আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, সম্প্রতি কয়েকটি দলের নেতারা লন্ডনে তারেক রহমান ও ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করে দেশে ফিরে নির্বাচন পিছিয়ে দেওয়া এবং নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। তারা একের পর এক নতুন ইস্যু তৈরি করছে, উসকানিমূলক বক্তব্য দিয়ে বিভাজন ও জটিলতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে।

এমরান সালেহ প্রিন্স বলেন, “যারা গণতন্ত্র ও জনগণের প্রতি আস্থাশীল, তারা নির্বাচনমুখী হবে। মব তৈরি করে কিংবা পেছনের দরজা দিয়ে সংসদ জয় করা যায় না। জনগণের রায়ের মাধ্যমেই সংসদ জয় করতে হয়।”

তিনি নবীন দলগুলোর নেতাদের উদ্দেশ্যে বলেন, “রাজনীতিতে শিষ্টাচার বজায় রেখে কথা বলুন। চোখ রাঙিয়ে কিংবা হুমকি দিয়ে কেউ আমাদের পথ আটকাতে পারবে না। বিএনপি ১৬ বছর ধরে ফ্যাসিবাদের নির্মম দমন-নিপীড়নের মধ্যেও লড়াই করে এসেছে। আমরা কারও চাপে পথ থেকে সরে দাঁড়াই না।”

তিনি আরও বলেন, “যারা ভোটাধিকার কেড়ে নেওয়ার পদ্ধতির প্রচারক, তাদের ভিন্ন উদ্দেশ্য রয়েছে। এজেন্ডা বাস্তবায়নে তারা গণতন্ত্রের মুখোশ পরে ষড়যন্ত্র করছে। বিএনপি তা মেনে নেবে না।”

সমাবেশে তিনি আশা প্রকাশ করেন, “ইনশাআল্লাহ, সব ষড়যন্ত্র মোকাবিলা করে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং জনগণের ভোটে বিএনপি সরকার গঠন করবে।”

তিনি জানান, “বিএনপি নির্বাচিত হলে দেশ ও গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনকল্যাণে কী কী পদক্ষেপ নেবে, তা ইতোমধ্যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জাতির সামনে তুলে ধরেছেন। সে কর্মসূচি ঘরে ঘরে পৌঁছে দিতে হবে নেতাকর্মীদের।”

এ সময় বক্তারা অভিযোগ করেন, অন্য দলগুলো নির্বাচনের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে কৌশলে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে। আওয়ামী লীগ যেসব ভুল করেছে, বিএনপি তা করবে না বলে জানান নেতারা।

বিলডোরা ইউনিয়নের বনগ্রাম বাজারে আয়োজিত এ কর্মী সমাবেশে সভাপতিত্ব করেন হালুয়াঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল। অনুষ্ঠান সঞ্চালনা করেন সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবীর।

সমাবেশে আরও বক্তব্য রাখেন—ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার, হালুয়াঘাট পৌর বিএনপির আহ্বায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুল হাই, আলী আশরাফ, কাজী ফরিদ আহমেদ পলাশ, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর আলম বিপ্লব, মিজানুর রহমান, শফিকুর রহমান, মনায়েম হোসেন খান তালুকদার খোকন, ধোবাউড়া উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আজহারুল ইসলাম কাজল, শহীদুল হক খান সুজন, আবুল কালাম প্রমুখ।

আসিফ

×