ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২

মঠবাড়িয়ায় ১৫ বছর পর আগামীকাল পৌর বিএনপির সম্মেলন, টান টান উত্তেজনা

নিজস্ব সংবাদদাতা, মঠবাড়িয়া, পিরোজপুর

প্রকাশিত: ২০:২৭, ৭ জুলাই ২০২৫; আপডেট: ২০:৩২, ৭ জুলাই ২০২৫

মঠবাড়িয়ায় ১৫ বছর পর আগামীকাল পৌর বিএনপির সম্মেলন, টান টান উত্তেজনা

ছবি: সংগৃহীত

 

পিরোজপুরের মঠবাড়িয়ায় দীর্ঘ প্রায় ১৫ বছর পর আগামীকাল (মঙ্গলবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে পৌর বিএনপির বহুল প্রতীক্ষিত সম্মেলন। শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। সর্বশেষ সম্মেলনটি হয়েছিল ২০১১ সালে।

সম্মেলনকে ঘিরে শহরে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। বর্ণিল সাজে সেজেছে সম্মেলনস্থল, নেতা-কর্মীদের মাঝে বইছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। তবে সদস্যপদ যাচাই-বাছাইকে কেন্দ্র করে ইতিমধ্যেই কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে, যাতে উভয়পক্ষের সাতজন আহত হন। এছাড়া বিএনপির একটি অংশের অফিসের সামনে ককটেল হামলার ঘটনাও ঘটে।

দলীয় সূত্রে জানা গেছে, সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সহ-সম্পাদক কাজী রওনাকুল ইসলাম টিপু।

সম্মেলনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে পৌর বিএনপির সভাপতি পদে লড়ছেন নাজমুল আহসান কামাল মুন্সি ও জসিম ফরাজী। সাধারণ সম্পাদক পদে রয়েছেন মিজানুর রহমান, অহিদুজ্জামান মিল্টন, এনায়েত কবির দুলাল এবং আবু মাস্টার। যুগ্ম সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন রিয়াজুল হক ও শাহিন রেজা।

পৌর বিএনপির আহ্বায়ক কে.এম হুমায়ুন কবির জানান, “সম্মেলন সফল করতে আমরা দিনরাত কাজ করে যাচ্ছি। সম্ভাব্যভাবে কাউন্সিলরদের সরাসরি ভোটের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচিত হবে।” তিনি এটিকে মঠবাড়িয়া পৌর বিএনপির ইতিহাসে সবচেয়ে বড় ও সেরা সম্মেলন বলেও উল্লেখ করেন।

উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শামীম মৃধা বলেন, “মাঠপর্যায়ের নেতাকর্মীদের মতামতের ভিত্তিতেই নতুন নেতৃত্ব নির্বাচিত হবে। সম্মেলন ঘিরে সকল সাংগঠনিক প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।”

এ সম্মেলনের মধ্য দিয়ে ত্যাগী ও কর্মীবান্ধব নেতৃত্ব উঠে আসবে বলে আশা করছেন নেতাকর্মীরা।

আসিফ

×