ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২

জুলাই ঘোষণাপত্র নিয়ে টালবাহানা হচ্ছে: নাহিদ ইসলাম

কালিদাস রায়, নাটোর

প্রকাশিত: ১৭:৩২, ৭ জুলাই ২০২৫

জুলাই ঘোষণাপত্র নিয়ে টালবাহানা হচ্ছে: নাহিদ ইসলাম

ছবি: জনকণ্ঠ

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক মোঃ নাহিদ ইসলাম বলেছেন, জুলাই ঘোষণাপত্র নিয়ে টালবাহানা হচ্ছে। আমরা বলেছি, দেশের মৌলিক সংস্কার প্রয়োজন, জুলাই ঘোষণাপত্র দিতে হবে। গণঅভ্যুস্থানের সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। গণ অভ্যুস্থানে নিহতদের রাষ্ট্রীয়ভাবে শহীদি মর্যাদা দিতে হবে। এজন্য জুলাই ঘোষণাপত্র প্রয়োজন। আমরা কোনধরণের টালবাহানা, ষড়যন্ত্র মেনে নেব না। জুলাই কোন আবেগের বিষয় নয়, জুলাইয়ের পথেই আগামীর বাংলাদেশ পরিচালিত হবে। সোমবার দুপুরে নাটোর শহরের মাদ্রাসা মোড়ে জুলাই পদযাত্রাশেষে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

 

 

তিনি বলেন, ২৪ গণ অভ্যুস্থানে আমরা যেভাবে ফ্যাসবাদের পতন ঘটিয়েছিলাম, আমাদের এবারের লড়াই, যাত্রা দেশ গঠনের জন্য। আমরা স্পস্টভাবে বলেছি, ফ্যাসিবাদী সরকারের পতন হলেই হবে না, সংস্কারের মাধ্যমে নতুন করে বাংলাদেশকে গঠন করতে হবে। এমন একটি বাংলাদেশ গঠন করতে হবে, যেখানে গণতন্ত্র, সমতা, ইনসাফ থাকবে। একটি দূর্নীতিমুক্ত, বৈষম্যহীন বাংলাদেশ গড়া গণঅভ্যুস্থানের তরুণ প্রজন্মের আকাঙ্খা। কিন্তু সেই আকাঙ্কা থেকে নানা মহল সরে গিয়েছে।

তিনি হুশিয়ারি করে বলেন, এক বছর আগে যারা ছাত্রদের এই ব্যানার ছিড়ে যারা ক্ষমতায় দীর্ঘদিন থাকতে চেয়েছিল তারা ক্ষমতায় থাকতে পারেনি। আজকে বাংলাদেশে তাদের ঠাঁই হয়না। স্বৈরাচারী ফ্যাসিবাদী সরকারের পতন থেকে যারা শিক্ষা নেবে না, তাদের পরিণতিও সেই দিকেই যাবে।

 

 

অনুষ্ঠানে অন্যান্যের উপস্থিত ছিলেন, উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম, মূখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারী প্রমূখ।

অন্যদিকে নাটোর শহরের একটি রেস্তোরায় জুলাই গণ অভ্যুস্থানে নিহত শহীদ ও আহত পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় করে দক্ষিনাঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

এর আগে নাটোর শহরের রেল স্টেশন এলাকা থেকে জুলাই পদযাত্রায় অংশ নেয় জাতীয় নাগরিক পার্টির কর্মী সমর্থক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।
 

ছামিয়া

×